নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

সড়ক মহাসড়ক এর উন্নয়ন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা

২৭ শে মার্চ, ২০২১ রাত ২:৩৮


গুটি কয়েক ভুলে ভরা এক্সপ্রেসওয়ে নির্মাণ করে সারা বাংলাদেশ এর বেহাল সড়ক ও মহাসড়ক কে ঢাকার চেষ্টা করে সবশেষে কি লাভ হবে তা আমার বুঝে আসে না!

ঢাকা- রংপুর মহা সড়ক এর কথাই ধরি। ৫ বছর থেকে নাকি কাজ শুরু হয়েছে কিন্তু কাজের অগ্রগতি ১৫% হবে কিনা সন্দেহ?

তাহলে চমকদার কিছু উন্নয়নকাজ দেখিয়ে জনগন কে সামগ্রিক কস্টের মাঝে ফেলা ; শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর নয় কি???

ছবি, নেট

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৩:০০

রাজীব নুর বলেছেন: এরকম রাস্তার অভাব নেই। আবার কিছু ভালো রাস্তাও আছে। আসলে যারা এসব রাস্তার কাজ করে- খুব নিম্ম মানে রকাজ করে। তিন মাসও রাস্তা টিকে না।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১০

মাকার মাহিতা বলেছেন: এমনও রাস্তা বিদ্যমান বিগত ১৪ বছরেও যেখানে কাজ করা হয়নি। সেই রাস্তায় বর্তমানে চমৎকার উন্নয়নের নমুনা দেখিয়ে জনগনকে বোকা বানাচ্ছে।

২| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিরক রাজার দেশে
বলবে হেসে হেসে
দেখে না যে উন্নয়ন
দেশের শত্রু সে জন।

দশ টাকার কলা
শ টাকায় খেলা!
বলো কেন? পেলে যখন
না পেলে কি করতে তখন?

ভিক্ষা চাইনা কুত্তা সামলা
পুরানা কথা অর্থ মে-লা!
বুঝলে সুজন, নইলে কুজন
হিরক রাজার উন্নয়ন!






১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১০

মাকার মাহিতা বলেছেন: অতি সত্য বলেছেন।

৩| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৭

মলাসইলমুইনা বলেছেন: মাকার মাহিতা,
হাহাহা ---।'আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে---'এই গান গাইতে গাইতে এই মহাসড়কেতো দিব্যি গরুর গাড়ি চালিয়ে যাওয়া যায়! অভিযোগের কারণতো বুঝতে পারছি না !

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৯

মাকার মাহিতা বলেছেন: ১। ঢাকা-গাজিপুর মহাসড়ক
২। চন্দ্রা-এলেঙ্গা মহাসড়ক
৩। যমুনা সেতু পশ্চিম-রংপুর মর্ডান
৪। রংপুর মর্ডান-কাউনিয়া
৫। এলেঙ্গা-দিগপাইত
সহ
আরও অনেক রাস্তা আছে যেখানে অল্প ভালো আবার খারাপ রাস্তা...
এমন চিত্র সরা বাংলাদেশ। যেমন ধরুন, বাংলাদেশের এক প্রান্তথেকে অন্য প্রান্তে যদি কখনো ভ্রমন করেন এরকম চিত্র চোখে পড়বেই। আপনার মনে হবে সারা বাংলাদেশের রাস্তা গুলাকে ভেঙ্গে চুরে গুরো গুরো করে উন্নয়নের মহাসাগরে ডুবিয়ে দিচ্ছে।

৪| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২২

নেওয়াজ আলি বলেছেন: এমন অসংখ্য রাস্তার ছবি দেওয়া যাবে। তবে উন্নয়ন ওয়ালা নারাজ হবে

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩০

মাকার মাহিতা বলেছেন: রাস্তায় চলি কস্ট লাগে
সত্যি বললে
ওদের
গায়ে লাগে...!

৫| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪০

অক্পটে বলেছেন: এটা বাংলাদেশের রাস্তা হতেই পারেনা। এটা কোন চোর-চোট্টা'র প্রতারক ও স্বৈারাচারের দেশের ছবি হবে।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩০

মাকার মাহিতা বলেছেন: যেই লাউ সেই কদু

৬| ২৭ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: উন্নয়ন হয়েছে শুধু ওদের এবং ওদের ছত্রছায়ায় থাকা লোকজনের।

১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩১

মাকার মাহিতা বলেছেন: একথা চরম সত্য বলেছেন। দ্বিমত নেই।
তবে
এত অনিয়মন আর কত?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.