![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারি সারি ইউক্লিপটাস গাছের ধারে
দুদিকে সবুজ ধান ক্ষেতের মাঝ দিয়ে
গ্রামীন মেঠো পথের পরে
দুজন বাইক থেকে নেমে
চুমো সংঙ্গম...সবুজ চুমো...
জাত ভেদ কুল নাহি মানি
হিয়ার মাঝে চরম আকুতি
তোমার দর্শনে হৃদয় নাচে
প্রেম জাগে মনে, কামভাব নয়...
জানি না তোমাকে হৃদয় চায়
আরও কাছে খুব সন্নিকটে
কেন জানি হয় না
মনের না পাওয়া আকুতি
ডুগডুগির বাজারের মোড়ে
বৃথায় শির নত করে
পড়ে থাকে না বলা কথামালার
পরতে পরতে...
সিগারেটের ধুয়া যখন নির্মল বাতাসকে
বিষাক্ত করে তুলে
তারপরও তোমায় না পাওয়ার মোহ
আমাকে পাগল করে দেয়
এটাকে প্রেম বলব না পাগলামী
আমি জানি না কিছুই...!
মনের অজান্তেই বিড়বিড় করি
ভালবাসি তোমায়
অনন্ত কাল...!
---------------------------------
বিথুলিয়া গ্রাম
সবুজ কোন প্রান্তরে
বাংলাদেশের কোন এক জায়গা...
১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
২| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। তাই আপনার জন্য আমার তোলা একটি ছবি-
১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮
মাকার মাহিতা বলেছেন: চমৎকার ছবি।
ধন্যবাদ।
৩| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:৪২
সিগনেচার নসিব বলেছেন: পড়ে গেলাম
১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২০
খায়রুল আহসান বলেছেন: বিথুলিয়া গ্রামের ছবিটা সুন্দর!