নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালিগঙ্গার কালো জলে
ডুব সাতারের মেলা
কে যাবি ঐ দেখতে তোরা
ডুব সাতারের খেলা?
জল সে যে নয়তো কালো
অন্য রকম জল
জলের মাঝে নয়ন যুগল
করে ছল ছল !
হৃদয় নিংড়ে জল নামে ঐ
প্রেমের মায়া ছেড়ে
এমন করে জল দিও না
যাই যদি মুই হেরে!
জল নিয়ে অনেক কথা
আরও আছে বাকি
হিয়ার মাঝে তাই তো আমি
তোমায় নিয়ে থাকি!
জল নিয়ে কত কাব্য
হরেক রকম ছন্দ
জল নিয়ে তাই নাকরো হে
কোন রকম দ্বন্দ।
জল পরে পাতার উপর
সতেজ হয় হিয়া
মায়ার ডোরে বেঁধো আমায়
প্রেমের সুতা দিয়া।
-------------------------------
কালিগঙ্গা টি স্টোর
(গোপালগঞ্জ-টেকেরহাট রোড)
ভেড়ার বাজার, গোপালগঞ্জ।
৩০ শে মে, ২০২১ রাত ৮:৪০
মাকার মাহিতা বলেছেন: থ্যাংকস-।
রশিক মনে ভাবনা জাগে?
প্রোপিকের তিনি তো পরলোকগত, তার ছবি কেন?
২| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
৩০ শে মে, ২০২১ রাত ৮:৪০
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ; কাজী ফাতিমা ছবি।
৩| ৩১ শে মে, ২০২১ রাত ২:৩২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০১ লা জুন, ২০২১ সকাল ১০:২৫
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+