নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

০৫ ই জুন, ২০২১ রাত ৮:২৮



করোনা কালের আগে ও পরে অথবা মাঝখানে মন যেখানে যেতে চায় অথবা পকেট ভর্তি টাকা থাকা কালে অথবা ফাঁকা পকেটে অথবা শুধুমাত্র চা-টা খাবার টাকা নিয়ে পরিকল্পিত বা অপরিকল্পিত বেড়ানোর কিছু ছবি আপনাদের সামনে প্রকাশ করতে চাই। ধরে নিতে পারেন মনের মাঝে যদি রং থাকে অথবা একেবারে পানসে জীবন যখন হয় তখনই ব্লগ লিখতে আসি, তবে সেটা নির্ভর করে পরিবেশের উপর। মানে কম্পিউটারের মাউস কি বোর্ড চোখের সামনে থাকা স্বত্বেও লিখতে মন চায় না, আবার সময় থাকলেও হয়ে উঠে না। আবার সবসময় মন চায় না, কিছুটা হুমায়ুন আহমেদের মতো। তার কোন একটা বইতে পড়েছিলাম তার নাকি কি কি করলে লেখা আসে, আমারও মনে হয় তেমন। তবে কার্যাবলী ভিন্ন...

এই দেখুন আমার নিজের আনাড়ি হাতে তোলা কিছু ছবি...











---------------------------------
রৌমারী, কুড়িগ্রাম, রংপুর
০৫/০৬/২০২১ ইং

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২১ রাত ৮:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর লাগল ছবি গুলো।

০৫ ই জুন, ২০২১ রাত ৮:৩৮

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, মাহমুদুর রহমান সুজন।
শুভকামনা।

২| ০৫ ই জুন, ২০২১ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
আরও কিছু ছবি দিতে পারতেন।

০৭ ই জুন, ২০২১ সকাল ১০:৫৬

মাকার মাহিতা বলেছেন: ফটোতে নাম লিখতে যেয়ে পিসি হ্যাঙগ হয়ে ছিল
তাই দিতে পারি নাই
নেক্সট টাইম দিব
শুভকামনা রাজীব ভাই।

৩| ০৫ ই জুন, ২০২১ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভরত রাজার দেউল ছাড়া বাকিগুলি দেখেছি।

০৭ ই জুন, ২০২১ সকাল ১০:৫৫

মাকার মাহিতা বলেছেন: আমার সবুজ বাংলা
সত্যিই অনেক সুন্দর
না দেখিলে হয়তো
বিশ্বাস হতো নাহ।

৪| ০৬ ই জুন, ২০২১ সকাল ১১:১৭

পদ্মপুকুর বলেছেন: আনাড়ি হাতের ছবি ভালোই লাগলো :)

রৌমারি, কুড়িগ্রাম, রংপুর মানে কি? রৌমারি তো কুড়িগ্রামের ভেতরে...

০৭ ই জুন, ২০২১ সকাল ১০:৫৪

মাকার মাহিতা বলেছেন: ব্লগ লেখার স্থানটা ওটা ছিল, তাই আরকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.