নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তের বছরে হারিয়েছি অনেক নাম না জানা কত ইনসান,
কাঁদিছে ফিরিয়া স্বজন হারা অগনিত বনি আদম।
আর্তনাদে ভরিছে আকাশ, বাতাস, দিক-দিগন্ত,
ক্রদ্ধ অট্টহাসিতে বিষাক্ত বাংলার সবুজ জমিন!
বুক ফাঁটা চিৎকারে ভারী স্বজনদের জীর্ণ কুটির,
হাহাকারে মর্মবেদনায় স্তম্ভিত অপাপী আত্না।
বিচার চাইব কার কাছে নেই কোন সঠিক ঠিকানা,
চেঁপে থাকাও যে কঠিন দায়, বোঝাব কারে?
অপরাধের ইতিহাস ঘেঁটে দেখি অতীতের
জুলমের সীমা ছাড়িয়েছে যে অকর্মবীর!
পরিশেষে কি জঘন্য পরিনতির স্বীকার
মনে করিয়ে দেয় বার বার, অবিরাম।
ওহে,তোমরা যারা ঐ আর্তনাদ না পারো শুনতে,
না পারো মাপতে অবিরাম কষ্ট তাদের গুনতে।
দ্বিধায় ভরে মন, ডুব দেয় অনন্ত কষ্টের মোহে,
বিচার চাইব না আর, ডুকরে কাঁদি অবিরাম।
না, এরও শেষ আছে এই নশ্বর পৃথিবীতে,
ক্ষনিকের এই ক্ষমতার অহমের শেষ বেলায়
কি হয় অথবা শেষ পরিনতির বিহমে,
ইতিহাসের আস্তাকুঁড়ে যাবার প্রতিক্ষায়!
---------------------------------------------------
গুলিয়াখালি, সীতাকুন্ড, চট্টগ্রাম।
১৭/০৬/২০২১ ইং
সকাল ০৭ টায়...
.
.
.
ছবি: গুগল
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩১
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
২| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: "এরও শেষ আছে এ অবিনশ্বর পৃথিবীতে" - আছে, আছে- তা আছে! তবে, করণীয়টুকু তো আমাদের সবাইকেই করতে হবে!
১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৫১
মাকার মাহিতা বলেছেন: দুঃখিত, জনাব খায়রুল আহসান, “ওটা অবিনশ্বর হবে না, নশ্বর হবে”
কারেকশন করেছি।
ধন্যবাদ ভূল ধরিয়েদেবার জন্য।
আর হ্যা, আমাদের করনীয় আছে অনেক, কিন্তু কি এক অজানা কারনে তা হয়ে উঠে না।
৩| ১৭ ই জুন, ২০২১ সকাল ১০:৩৪
অক্পটে বলেছেন: নিদারুণ সত্য এবং কষ্টের কথা তুলে ধরেছেন কবিতায়। যে চলে গেছে আর যার যায় সেই জানে মর্মবেদনা আসলে কি। যারা অবজ্ঞায় চলে যায় কষ্ট পেতেপেতে তাদের অভিমানী নিথর দেহখানা শান্তিপাক ওপারে।
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩২
মাকার মাহিতা বলেছেন: বিনা অপরাধে এভাবে চলে যাওয়া আর কত?
৪| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৪৩
নীল আকাশ বলেছেন: মানুষ ভুলে যায়, সব কিছুর শেষে একজন উপরে আছে। তার কাছে দিন শেষ সমস্ত কাজের জন্য জবাবদিহী করতে হবে।
সব কিছুরই বিচার হবে একদিন, ইনশা আল্লাহ।
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৩
মাকার মাহিতা বলেছেন: মানবিক গুণাবলীর অধঃপতন আরও দেখতে হবে বৈকি?
৫| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতায় ++
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৪
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ @ মহাজাগতিক চিন্তা।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২১ সকাল ৯:৫৯
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর