নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিরি বাতাসের কোমল ছোঁয়া
লাগলো আমার গাঁয়
বৃষ্টির পরে শান্ত রাতে
সুখানুভূতি ধায়।
নগ্ন বক্ষে হিমেল হাওয়া
বহে যখন যায়
কি সুমধুর লাগে যেন
চাঁদেরই মায়ায়।
ভরা পূর্ণিমার সোনালী রাতে
কি যে মায়া ছড়ানো
রাত বিরাতে বের না হলে
যাবেনা সেতো বোঝানো।
নেভি ব্লু জোৎসার রাত
সাথে পুবেল হাওয়া
হর হামেশায় যায়কি তবে
এমন রাতটি পাওয়া?
এমন রাতে পুলের উপর
চুপটি করে বসে
এলোমেলো হিসেব গুলো
মেলেনা শত কষে।
আষাঢ়ের শান্ত রাত
ছিল বেজায় বেশ
ফিরতে হবে বাসায় তবে
গল্প এবার শেষ।
ছবিঃ গুগল ডট কম
২৪ শে জুন, ২০২১ সকাল ৯:২৯
মাকার মাহিতা বলেছেন: জ্বি, সত্যিই বলেছেন।
২| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৪৩
হাবিব বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে জুন, ২০২১ সকাল ৯:২৯
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:২১
ঢুকিচেপা বলেছেন: “আছ” < “আছি” হবে
২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৩৯
মাকার মাহিতা বলেছেন: কোন চরেনে?
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২১ রাত ১০:৩০
ঢুকিচেপা বলেছেন: ছন্দ কবিতা ভালো লেগেছে।
পড়ে মনে হলো আমি কোন গ্রামের মাটির রাস্তার পুলের উপর বসে আছ, চারদিকে চাঁদের আলোয় ভরপুর।