নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

সীমিত আকারে কঠোর লকডাউন

২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:১০



আহা, কি আজব লকডাউনের
পাল্লায় পড়লাম রে ভাই,
সীমিত আকারের আজব
কঠিন, লকডাউন যে তাই!

রাস্তায় চলে বড় লোকের গাড়ি
যত সমস্যা ভ্যান ঠেলায়,
পাবলিক বাস বন্ধ হল
মোটসকারে বাড়ি পালাই।

গরীব মানুষের মরন জ্বালা
না পায় পেটে ভাত,
আয় রোজগার না থাকলে
যায় যে চলে জাত।

তোমরা যারা উপরে বসে
করো নজরদারি,
রাস্তায় নামো এসে দেখো
মানুষের আহাজারি!

------------------------------
তারিখ : ২৭/০৬/২০২১

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লগ ডাউনকে তামাশা বানিয়ে ফেলা হয়েছে । প্রয়োজন হলে , দেশের মানুষের স্বার্থে কঠোর লক ডাউন দিলে তো অসুবিধা নেই । কিন্তু সেটা হবে পরিকল্পিত লক ডাউন । এখন যা হচ্ছে, সেটা তামশা ছাড়া আর কিছুই না । মূল বিষয়টা হচ্ছে, এক মন্ত্রনালয়ের কথা অন্য মন্ত্রনালয় শুনতে চাচ্ছে না । কেউ কাউরে মানে না সবাই রাজা .....।

২৮ শে জুন, ২০২১ সকাল ১০:৩৬

মাকার মাহিতা বলেছেন: আমরা সবাই রাজা
আমাদেরই রাজার অরাজকত্বে
লকডাউন লকডাউন খেলা
রুখবে কি শর্তে?

২| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কইলো সোমবার থাইকা অফিস বন্ধ এখন কয় বিস্যুতবার থাইকা কেমনডা লাগে কন দেহি

সুন্দর হইছে

২৮ শে জুন, ২০২১ সকাল ১০:৪২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা ছবি, পোস্টে মন্তব্যের জন্য।
আপনার ছড়ার বেশ ভক্ত আমি।

- আসলে নীতি নির্ধারক তো আর আমাদের মতো বাদুর ঝোলা হয়ে অফিস করে না, তারা কি বুঝবে?
- ঐ প্রথম মন্তব্যে সাখাওয়াত হোসেন বাবন বললেন, এক মন্ত্রনালয় আরেক মন্ত্রনালয়ের কথা শুনে না, তবে তো এমন সমন্বয়হীনতা হবেই।
- সকল কষ্ঠ জনগনের, মানিয়ে নিলাম।

আমার ছড়া আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত। যদিও এ ক্লাস লেখনী হয়নি।
শুভকামনা সবসময়।

৩| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৯

নজসু বলেছেন: :-B

২৮ শে জুন, ২০২১ সকাল ১০:৪২

মাকার মাহিতা বলেছেন: হাহা

৪| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৯

নজসু বলেছেন: সুন্দর

২৮ শে জুন, ২০২১ সকাল ১০:৪২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জুলাই, ২০২১ সকাল ১০:৫৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য প্রকাশ।

সবাই বোঝে কিন্তু প্রকাশ করে না...

৬| ০২ রা জুলাই, ২০২১ বিকাল ৫:৩৬

জুন বলেছেন: দেশের অন্য কোথাও হচ্ছে কি না জানি না তবে ঢাকার এই ভারী বৃষ্টিপাত আমাদের সরকারের ঘোষিত সর্বাত্মক লকডাউনে বেশ ভালোই সহায়তা করছে মাকার মাহিতা। সুন্দর কবিতায় ভালো লাগা রইলো। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.