নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

এলো মেলো জীবন আমার

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২২

বিদায় দিয়ে যখন তুমি চলে যাবে
আমার ভূল গুলো সব সব স্মরিবে!
আমার কাজের কথা স্মরন করে
দুচোখ জুড়ে বান ডাকিবে!

আমায় কথায় যখন তুমি
রেগে গিয়ে আমার মারো
হয়তো হাতে না হয় মুখ দিয়ে
তখন তুমি আমার স্মরিবে!

আমার বোকামী গুলো হাসাবে তোমায়
কাঁদবো আমি চুপিসারে
ভাঙ্গবে যখন হৃদয়ের বাঁধ
মাটিতে লুটিয়ে পড়বে তুমি!

আমার কথা আমার কাজে
যখন তুমি বুক চাপড়াবে
থাকবো না আমি এই ভূবনে
থাকবে শুধু অল্প স্মৃতি!

সেই স্মৃতিতে মরিচা ধরে
পড়ে রবে কালের গর্তে
হঠাৎ করে জাগবো আমি
তোমার মনের ছোট্ট ঘরে!

হঠাৎ করেই আমার স্মৃতি
তোমাকে কাঁদাবে ডুকরে ডুকরে
পেতে চাবে আমার সুহবত
পাবে না তো এই জনমে!

পরজনমের আশায় থেকে
লাভ কি বলো তুমি আমায়
পাপের সকল ধকল গুলি
ভুগাবে আমায় পর জনমে!

তুমি আমায় রাখতে চাইতে
সরল সঠিক পথের দিকে
পাইলো না সেই পথ যে
ধুলিস্মাৎ হলো ইহকালে!

কি জানি কি হয় আমার তবে
কাজ গুলো সব এলোমেলো
তুমার বক্ষের সকল চাওয়া
পুরন করতে পারলাম না তো!

তুমি যেদিন আমার হলে
সেই দিনে তে কত স্বপ্ন
বছর বিশেক পরেও তো
সত্য হল না সে স্বপ্ন!

স্বপ্ন বিভোর কাতর তুমি
নগ্ন পায়ে দুর্বা ঘাসে
হাটছো তুমি আনমনে
আমায় স্মরে দু ফুটো জল
ফেলছো তুমি নয়ন জুড়ে
কি হলো হে তোমার জীবনে
আমি এসে সব এলোমেলো
করে দিলাম তুমার স্বপ্ন!

ক্ষমা করো তুমি আমায়
আমার বুকের মানিক গুলো
দেখে রেখো জনম জনম
জীবন চলার সকল কষ্টে
তোমার সাথী না হলাম
এই অথর্বের কারনে তুমি
তোমার জীবন দুঃখময়!

জানি তুমি করবে না ক্ষমা
এই জনমে বা পরজনমে
তোমার ক্ষমার যোগ্য নই
এই অবলা পরুষ আমি!

সিজোপিনের যন্ত্র জ্বালায়
পারকিনিল আর ভ্যালেক্স
শরির জ্বলে অদ্যপন্ত্য
বুকের ভেতর আগুন জ্বলে
শরীরের নীচে চামড়ায় আগুন
এই অপরাগতায় মরি আমি
ক্ষমা করো দু জনমে!

তোমার ক্ষমার যোগ্য আমি নই
কি ভূল করেছিনু দুহাজার বারোতে
নিয়তি আমায় এমন করে
ডুলহাজরায় নিয়ে গেলে
তবুও মনের কথা গুলো
সব হয়ে যায় এলোমেলে
বক্ষ মাঝে অনেক স্বপ্ন
কিছু তো হলো না বাস্তবে
না পাওয়ার সব আশা নিয়ে
চলে যাব পরপারে!

কঠিন মনোরোগের কবলে
আমি ছিলাম তোমার জীবনে
প্রস্থান যবে হবে আমার
না স্মরিলে কি আর হবে!

জানি তুমি অন্যের হবে
আমার চলে যাওয়ার পরে
আমাকে মাফ করবে নাতো
সেটা আমি ভালো জানি!

এই জীবনের কঠিন গাড়ি
আমি তো নই পাকা ড্রাইভার
তুমিই ছিলে গাড়ি এবং
তুমি ছিলে সঠিক ড্রাইভার!

মাঝে মাঝে জীবন আমার
থমকে দাঁড়ায় কোন বাকে
এই থমকে যাওয়া তোমার পছন্দ নয়
কি করবো আমি বুঝি না!

আমার এমন জীবন কেন
স্রষ্ট্রা জানে আমি জানিনা
তোমার জীবনে এসে আমি
কি কষ্ট দিলাম তোমায়
সেটা আমি বুঝতে পারি না!

জীবন গল্প হয় না তো শেষ
এভাবেই আমি হবো নিঃশেষ
শুধু তোমার ছক মেলে না
তার জন্য তো দায়ী আমিই!

ক্ষমা করো বা নাই করো
এটাই ছিল আমার জীবন
যখন আমি চলে যাব
শুধু এক ফোটা অশ্রু ফেলো
আমার কবরে দাড়িয়ে
আমার স্মৃতি মুছে ফেলো!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: :( :( :(

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩| ১০ ই মার্চ, ২০২২ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক কষ্টের কবিতা, মর্মস্পর্শী! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.