![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর যত অভিমান
শত ব্যাথার গান
আমাকে দিয়ে দিস,
প্রতিদানে তুই আমায়
চিরতরে ক্ষমা করে দিস!
আমার যত অপরাধ
যত কষ্ট দিয়েছি তোকে
সব ব্যাথা ভূলে,
ঐ ব্যাথা গুলো
আমাকে শোধ দিস
প্রতিদানে আমার প্রতি
তোর রাগ ঝেড়ে ফেলে দিস!
তুই তো জানিস
তোকে আমি দিতে পারিনি
তোর যথাযত সম্মান,
মান অভিমানের সংসারে
তোর চোখের কোনের
জল মুছে ফেলিশ
প্রতিদানে আমাকে তোর
আপন করে নিস!
ওরা আমার বুকের ধন
সোনা মানিক
জানি আমি অনেক জানি
যোগ্য নই আমি ওদের বাবার,
তুই হয়ে যাস
ওদের বাবা-মা,
আর আমার প্রতি তোর
হৃদয়ের ঘৃনা সব
ছুড়ে ফেলে দিস
আমাকে চিরতরে
মাফ করে দিস!
গুঠাইল, ইসলামপুর, জামালপুর
২২/১২/২০২১
বুধবার রাত ১২:২৮ এএম
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১০:৫৯
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের পর উদ্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়া কিরূপ ছিল?
০৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:১৭
মাকার মাহিতা বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আমার পোস্টে মন্তব্য করার জন্য।
* যার উদ্দেশ্যে লেখা তিনি কবিতা প্রেমী নন।
* উনাকে এই কবিতার লিংকটা পাঠালেও তিনি তা পড়বেন কি না জানি না!
* আমার আবেগ তিনার নিকট কোন মূল্য পায় না।
* শুধুমাত্র কবিতা প্রেমিকরাই এই মর্ম বুঝতে পারে।
পুনশ্চ: এই জনমে তিনি এই কবিতা পড়বেন কিনা তাও জানি না ... ধন্যবাদ আপনাকে...।
৩| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৪
খায়রুল আহসান বলেছেন: অভিযোগ সুদৃষ্টি না পেলে তা অভিমানে পর্যবসিত হয়। অভিযোগকে তো তাও উদ্দিষ্ট ব্যক্তির নিকট পৌঁছে দেওয়া যায়, তার কাছে রেখেও যাওয়া যায়। কিন্তু উদ্দিষ্ট ব্যক্তিটি সংবেদনশীল না হলে অভিমানকে তার কাছে পৌঁছে দেওয়া যায় না, অভিমানকে শুধুই বহন করে বেড়াতে হয়। বহন করতে করতে এক সময় মানুষ নিজের অভিমানকে হারিয়ে ফেলে, নিজেই নিজের অভিমান সম্পর্কে বিলক্ষণ বিস্মৃত হয়।
যারা কবিকে লালন করে, তাদের জীবন কাননে সহস্র ফুল ফোটে, আকাশ বাতাস সুবাসিত করে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ভালো।