![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর যত অভিমান
শত ব্যাথার গান
আমাকে দিয়ে দিস,
প্রতিদানে তুই আমায়
চিরতরে ক্ষমা করে দিস!
আমার যত অপরাধ
যত কষ্ট দিয়েছি তোকে
সব ব্যাথা ভূলে,
ঐ ব্যাথা গুলো
আমাকে শোধ দিস
প্রতিদানে আমার প্রতি
তোর রাগ ঝেড়ে ফেলে দিস!
তুই তো জানিস
তোকে আমি দিতে পারিনি
তোর যথাযত সম্মান,
মান অভিমানের সংসারে
তোর চোখের কোনের
জল মুছে ফেলিশ
প্রতিদানে আমাকে তোর
আপন করে নিস!
ওরা আমার বুকের ধন
সোনা মানিক
জানি আমি অনেক জানি
যোগ্য নই আমি ওদের বাবার,
তুই হয়ে যাস
ওদের বাবা-মা,
আর আমার প্রতি তোর
হৃদয়ের ঘৃনা সব
ছুড়ে ফেলে দিস
আমাকে চিরতরে
মাফ করে দিস!
গুঠাইল, ইসলামপুর, জামালপুর
২২/১২/২০২১
বুধবার রাত ১২:২৮ এএম
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৯
রাজীব নুর বলেছেন: ভালো।