![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ভালোবাসা, এক অমল আলোর মতো,
এটা যেন হৃদয়ের গভীরে ছড়িয়ে পড়ে আলো।
যতটুকু চাই, তার চেয়েও বেশি পাই,
তোমার স্নেহে, ভালোবাসায় হারাই।
তুমি আমার জীবনের এক সুখময় স্বপ্ন,
যেখানে ভালোবাসা আর আশা মিশে থাকে অভিন্ন।
তোমার হাসি যেন চাঁদের আলো,
তোমার চোখে হারাই, খুঁজে পাই নিজেকে, নতুন।
তোমার ভালোবাসা, পাখির গানের মতো মধুর,
সন্ধ্যাবেলা যেমন বাতাসে মৃদু শীতল।
তোমার পাশে থাকার এই অমূল্য সময়,
আমার দুনিয়া হয়ে উঠেছে শান্তির রাই।
আমার হৃদয়ে শুধু তোমার নাম,
যতবার ভাবি, সে মুহূর্তে তুমি আমার কাছে।
এ ভালোবাসার স্বপ্ন সত্যি হবে একদিন,
তোমার হাতেই আমি সব হারিয়ে পেতে চাই এক জীবন।
©somewhere in net ltd.