![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিচে তাকালেই দেখি— এক অন্ধকার খাদ,
গহীন শূন্যতা, দিগন্তের বাঁধ।
পায়ের নিচে মাটি কাঁপে থরথর,
ভয় বলে, "এক পা এগোলেই শেষ সফর!"
হাওয়ারা ফিসফিসিয়ে ডাকে অবিরাম,
"এসো, হারাও, দাও তোমার নাম।"
কিন্তু মন বলে, "না! আমি যাব না,
খাদের গভীরে মিশে যাব না!"
আকাশের তারা ঝলসে দেয় আলো,
সাহসের ভাষায় বলে, "চলো! চলো!"
গভীর খাদ পেছনে, সামনে নতুন পথ,
জীবনই জয়ী—নয় শূন্যতা রথ।
২| ০১ লা এপ্রিল, ২০২৫ দুপুর ১:৪৯
নকল কাক বলেছেন: কবিতা ভাল লাগল
আমার লেখা বড় গল্প "গনি মিয়ার গুপ্তধন" পড়ার জন্য আমন্ত্রণ রইল।
৩| ০৩ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:১৫
নকল কাক বলেছেন: আমার লেখা সাইফাই এ্যকশন গল্প "ক্যু-২" পড়ার জন্য আপনাকে আমন্ত্রন।
৫| ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৩
নকল কাক বলেছেন: আমার লেখা ছোটগল্প "এ্যমবুশ" এর ২য় পর্ব "এ্যমবুশ ২" পড়ার জন্য আমন্ত্রণ রইল।
৬| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩২
নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।