![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্লোগানগুলো শাহবাগে প্রজন্ম চত্বরের প্রান । স্লোগানে জেগেছিল, জেগে আছে শাহবাগ । আর কিছু গান হলো শাহবাগের প্রেরনা ।
নতুন প্রজন্মের এই আন্দোলনে একাত্তরের মত এবারো যোগ দিয়েছে শিল্পী সমাজ । প্রজন্ম চত্বর নিয়ে অনেক সংগীতশিল্পী অসাধারন কিছু গান বেঁধেছেন । তাদের প্রতিবাদী কণ্ঠ ও সুর দিয়ে করা এই দুর্দান্ত গান গুলো সবাইকে আন্দোলিত করেছে । জাগরণের এইসব গান প্রেরনা যোগাচ্ছে, প্রজন্ম চত্বর কাঁপাচ্ছে । গানগুলো আন্দোলনকারীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে উতসাহ ও উদ্দিপনা । সারাদেশে গান গুলো এখন খুব জনপ্রিয় ।
মিডিয়াফায়ার ডাউনলোড
পঞ্চান্ন টা গান এক সাথে জিপ করে শেয়ার করলাম এখানে । বেশির ভাগ গান গুলো আমি পেয়েছি কাউসার রুশোর মাধ্যমে তার বন্ধু অরিন্দম গুস্তাভো বিশ্বাস এর ব্লগ সাইট থেকে । কিছু গান হয়তো এখনো আমার শোনা হয় নি । হাতের কাছে পেলেই আপলোড করে এখানে লিঙ্ক দিয়ে দিব ।
কমেন্টে ইন্ডিভিজুয়াল গানের লিঙ্ক ও লিরিক গুলো শেয়ার করার চেষ্টা করবো ।
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
বুলেট কিংবা কবিতা বলেছেন: আজ পাগল
ডাউনলোড
মিডিয়া ফায়ার
সাউন্ডক্লাউড
পাগলরে আজ পাগল মোরা সব পাগল...
...
......
.........
বলছে মোদের ধর্ম খানা, ধর্ম নাকি ওদেরই জানা
নিজের মাটি লুটলি নিজেই মীরজাফর...
ধর্ম দোহায় কি করে হয় যায়েজ তোর
আল্লাহ্ মোদের সাথেও থাকে, সবার সকল পথের বাঁকে।
বিচার আবার হবেইরে তোর রোজ হাসর...
২| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:১৫
বুলেট কিংবা কবিতা বলেছেন:
তিন নং গান টির শিরোনাম ভুল এসেছে...এবং ভুলবসত এই কালেকশনে যোগ করে ফেলেছি ... Aj Pagol _ Songs from Shahbag_2 এর স্থলে শিরনাম হবে 'অদৃশ্য' ...
এই গানটা ইমন জুবায়ের ভাইয়ের স্মরণে জনের গাওয়া গান...
অন্য চুয়ান্ন টি গান শাহবাগ আন্দলন নিয়ে সঙ্গীত শিল্পিদের গাওয়া ...
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
বুলেট কিংবা কবিতা বলেছেন:
গণ জোয়ার-শহরতলী
সাউন্ড ক্লাউড
মিডিয়া ফায়ার
কথা: নীতেশ বড়ুয়া
সুর:মিশু খান
ব্যান্ড:শহরতলী
এ্যালবাম:অপর পৃষ্ঠা দ্রস্টব্য (আসছে)
---------------------
লঙ্ঘিত সীমানায়
চর্চিত স্বাধীনতা
অস্থির এ সময় হে,
মুক্তি মিলিবে সীমানা
ছাড়িয়ে, কণ্ঠে শাণিত
মুক্তির বাণী
থেকো তবে হুঁশিয়ার...
হুঁশিয়ার... হুঁশিয়ার...
দুর্গম এ স্বাধীনতা
রক্ষা করো মুক্তির সীমানা
এ স্বাধীনতা তব
বেঁচে থাকার অঙ্গীকার,
বজ্র নিণাদে মুক্তির
সংগ্রামে তোল তব
কলমের হাতিয়ার...
হাতিয়ার... হাতিয়ার...
হাতিয়ার জাগ্রত
স্বাধীনতা আজ সংহত
লড়ে যাক তব
মুক্তি মিছিলে
তোমার আমার অহংকার...
স্বাধীনতার... স্বাধীনতার...
আমাদের স্বাধীনতার
গণ জোয়ার...এ স্বাধীনতার... আমাদের স্বাধীনতার।
৩| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:২৩
বাতাসের রূপকথা বলেছেন: ফেলানীরে নিয়ে কোন গান লেখে নাই কলকাতার দাদা বাবু?
৪| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:৩২
যোগী বলেছেন: মেনি মেনি থ্যাংকস ব্রদার!!!
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
বুলেট কিংবা কবিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৬:৪৯
মাগুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ
++++++++++
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
বুলেট কিংবা কবিতা বলেছেন: শুভরাত্রি ।
৬| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৭:১৯
তুহিন সরকার বলেছেন: ধন্যবাদ বুলেট।
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫০
বুলেট কিংবা কবিতা বলেছেন:
৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৩২
কাফের বলেছেন: অশেষ ধন্যবাদ
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫০
বুলেট কিংবা কবিতা বলেছেন:
শুভেচ্ছা ।
৮| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
শাহীন ভূইঁয়া বলেছেন: thanks for presented this songs of 2nd liberty's
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫০
বুলেট কিংবা কবিতা বলেছেন:
শুভেচ্ছা ।
৯| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
সমানুপাতিক বলেছেন: অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য । প্রিয়তে নিলাম।
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫২
বুলেট কিংবা কবিতা বলেছেন:
বেশি ভাল লাগা গান
কোন গুলো?
১০| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:০১
রেজোওয়ানা বলেছেন:
থ্যাংকু
থ্যাংকু
থ্যাংকু
বুলেট!!
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫২
বুলেট কিংবা কবিতা বলেছেন:
ওয়েলকাম
ওয়েলকাম
ওয়েলকাম
১১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
হাসান মাহবুব বলেছেন: খাইছে এত গান কবে হইল! থেংকু!
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৮
বুলেট কিংবা কবিতা বলেছেন: আজ পাগল, মা, ধর্ম স্পেশাল রেকমেন্ডেশান ।
১২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
ফারজুল আরেফিন বলেছেন: ৯+++++
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
বুলেট কিংবা কবিতা বলেছেন: আপনাকেও প্লাস ।
১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০০
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
+++++++++++++++
অনুমতি দিলে,আমি মিডিয়াফায়ার লিঙ্কটা ফেবু তে শেয়ার দিতে চাই ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
বুলেট কিংবা কবিতা বলেছেন: ওক্কে ।
১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৪৬
বুলেট কিংবা কবিতা বলেছেন:
১৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৫৪
পীরসাহেব বলেছেন: বুলেট আর কবিতা দুটোই - কবিতা রক্তে আগুন জ্বালাতে আর বুলেট শত্রুর শেষ করতে।
১৬| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
আমিনুর রহমান বলেছেন: প্রিয়তে +++
১৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
থ্যাঙ্কস ব্রো ।
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ...৫৫টি গান শেষ পর্যন্ত নষ্টদের অধিকারে গেল
১৯| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: শাহবাগ নিয়া এখনো গান
মজাক মজাক
সরকারি বিরানী, ভারতীয় মিডিয়ার সর্বোচ্চ প্রচার, শিবসেনার লং মার্চ এত কিছুর পর এখন আবার সরকারেরই লাত্থি খাইয়া শাহবাগীরা যে যার ঘরে ফিরছে। এখনো এই শাহবাগী নাটকের গান নিয়া ল্যাদানো পোষ্ট
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ ভোর ৫:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ধন্যবাদ। আমার পোষ্টেও অনেকগুলো আছে।