![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রতিবেশীরা দেয়ালের ওপাড় থেকে উকিঝুকি দেয়...
ধোঁয়ার ঘ্রান তাদের লোভাতুর জীভ থেকে লালা ঝরায় ...
দেয়ালের এপাড়ে বারবিকিউর আয়োজন চলছে...
সীমান্তরেখার অদ্ভুত এক আঁধার, তক্ষকের চোখ জ্বলছে,
জ্বলছে নিশ্চিন্তপুরের আগুন, জ্বলছে আগুন আজ অবিরত...
আর আমরা ছুটছি মৈত্রী নামের কস্তুরী ঘ্রাণের পিছনে,
উতলা হরিণের মত, মাংসাশী চোখে কাঁটাতারের ওপাড়ে
দাড়িয়ে প্রতিবেশীরা; বন্ধুত্ব তাই আজ এক বিভ্রম,
বুভুক্ষু ভীনদেশী বুলেটে বিদ্ধ, রক্তাত্ব ।
মৈত্রীর করিডোরে চলছে মৃত্যুর উৎসব, দায়শোধ হচ্ছে
অজশ্র তাজা প্রাণ, শিকারীর রক্তনেশায় মুহূর্তেই অতীত হচ্ছে
কতশত স্পার্টাকাস, মরছে পাখীর মত । পাখি মরে গ্যালে
পাখিগ্রামে মা-পাখির গগনবিদারী চিৎকার ধ্বনিত হয়
আর ওপাড় থেকে ভেষে আসে রক্তভুক শিকারীর উল্লাশ...
মৃতনদীর বুকের মাঝে শুকিয়ে যাবার ক্ষত, চরে ওড়ে শকুন,
সীমান্তহীন হাওয়ায় শুনি বিলাপের সুর; বেনিয়ার সাথে মিলেছে
মিরজাফরের ছলাকলা, মৃত্যুপুরীতে আজ কফিন সংকট চলছে;
কাঁটাতারে ঝুলেছে আমাদের স্বকীয়তা, আটকে পড়েছে সার্বভৌমত্ব;
মৃত্যুর আগে যেভাবে ফেলানী ঝুলেছে সীমান্তের কাঁটাতারের বেড়ায়,
আজ সেভাবেই ঝুলছে বাংলাদেশ...
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১২
বুলেট কিংবা কবিতা বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা ।
২| ১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ক্ষণিকের আগুন্তক বলেছেন: ভাল হয়েছে অনেক।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
বুলেট কিংবা কবিতা বলেছেন: মন্তব্যে অজশ্র ধন্যবাদ
৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন:
মৈত্রীর করিডোরে চলছে মৃত্যুর উৎসব, দায়শোধ হচ্ছে
অজশ্র তাজা প্রাণ, শিকারীর রক্তনেশায় মুহূর্তেই অতীত হচ্ছে
কতশত স্পার্টাকাস, মরছে পাখীর মত । পাখি মরে গ্যালে
পাখিগ্রামে মা-পাখির গগনবিদারী চিৎকার ধ্বনিত হয়
আর ওপাড় থেকে ভেষে আসে রক্তভুক শিকারীর উল্লাশ...+++
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
বুলেট কিংবা কবিতা বলেছেন: থ্যাংস অ্যা লট । শুভেচ্ছা ।
৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩
হাসান মাহবুব বলেছেন: Things can be worse. ঝুলে থাকতে থাকতে একটা হ্যাঁচকা টান দিয়ে উঠে যাব নিরাপদ চাতালে।
কবিতায় ভালো লাগা রইলো।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪
বুলেট কিংবা কবিতা বলেছেন: থ্যাংস অ্যা বাঞ্চ । শুভেচ্ছা ।
৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:০২
নস্টালজিক বলেছেন: মৈত্রীর করিডোরে চলছে মৃত্যুর উৎসব
আগুন লেখা এবং পাঠ শেষে দুঃখবোধের দেয়াল!
শুভেচ্ছা, পোয়েট!
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৫
বুলেট কিংবা কবিতা বলেছেন: গ্রেসিয়াস, রানা ভাই ।
শুভদুপুর ।
৬| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৫২
প্রোফেসর শঙ্কু বলেছেন: বুলেট কিংবা কবিতা নয়, স্রেফ কবিতা চাই! সুন্দর।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
বুলেট কিংবা কবিতা বলেছেন: পাঠ ও মন্তব্যে অজশ্র ধন্যবাদ ।
৭| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগছে
৮| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৭:২০
আমি সাজিদ বলেছেন: অনেক ভালো লেগেছে পড়ে।অসংখ্য প্লাস।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
নাইস ওয়ান পয়েট।
শুভ সন্ধ্যা।