নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা ছানার ব্লগ

ছানা পোনা

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই।

ছানা পোনা › বিস্তারিত পোস্টঃ

কিছু কথোপকথন আর অনেক বিরক্তি

০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৫

১ম কথপোকথন:
- হ্যালো দুলাভাই (হাই তুলতে তুলতে)। কি খবর?
- তোমার বোনকে দাও দেখি।
- কি বলেন দুলাভাই? (বিব্রত হয়ে) আপা তো এখানে নাই।
- বল কি? (বিরক্ত হয়ে) সেই সকাল থেকেই তো দেখছি না। মা মনে করেছে হয়তো তোমার বাসায় কোন জরুরি দরকার ছিল, তাই কাওকে না বলেই চলে গ্যাছে।
- (একই সাথে বিব্রত এবং বিরক্ত হয়ে) কি যে বলব দুলাভাই, আপনারা দুশচিন্তা করবেন না। আপা যে কি কান্ডজ্ঞানহীন! দেখবেন, হয়তো পাশের বাসায় যেয়ে বসে আছে, সময়ের হিসেব নেই। আপনি রেস্ট নেন, একটু পর চলে আসবে।

২য় কথপোকথন:
- মা তোমাকে কতবার বলেছি সকাল দশটার আগে ফোন দিবে না, আমরা ঘুমিয়ে থাকি। তোমার জামাই এত রাতে ফিরে, তাছাড়া বাবু ও দেরি করে ঘুমায়।
- আরে শোন না কি হয়েছে!
- হু, বল।
- তোর ভাই এর বউ তো কাল সকালে থেকে উধাও।
- কি যে বল! সে কিভাবে উধাও হবে? দেখ কই ঘুরে বেড়াচ্ছে নিজের খেয়াল খুশি মত। সে যে খামখেয়ালী!
- আমি বলি কোন লোকের হাত ধরে চলেই গেল নাকি! পরে ভাবলাম, একে আর কে ঘরে তুলবে? আমরাই তো কত অনিচ্ছায় শুধু মাত্র ঘটকের কথায় ঘরে তুললাম।
- তুমি যে কি কি ভাব! তার চেহারা খানা দেখেছ, তাছাড়াও তো বেশভূষার কোনো ছিরি নেই। ঐ বিয়েতে তো আমি রাজি ই ছিলাম না, তাও তোমরা করালে।
- বাসায় এত কাজ! আমি কি বুড়ো বয়সে এসব করব নাকি? যত্তসব দায়িত্বজ্ঞানহীন আমার কপালেই জোটে।
- বুয়া কে দিয়ে করিয়ে নাও তো।
- তাই তো করছি কাল থেকে।
- তোমার ছেলের বউ ফিরলে ওকে ঘরে যেন না তোলা হয় আমি সাবধান করে দিলাম।

৩য় কথপোকথন:
- হ্যালো।
- হ্যালো দুলাভাই। অফিস টাইমে বিরক্ত করলাম।
- আরে নাহ, বল বল।
- আপাকে বলেছিলেন তো ঠিকঠাক মত (একটু বিব্রত হাসি হেসে)?
- তোমার আপা তো ফিরেই নাই।
- এ তো মহা জ্বালা! বিয়ের আগে যে আমাদের কি জ্বালিয়েছে, জানেন না!
- তোমরা তো আমাদের কাঁধে তোমাদের আপদ তুলে দিয়েছ। এখন আমাদের জ্বালাচ্ছে।
- ভেবেছি বিয়ের পর পাল্টাবে। আমি খুবই দুঃখিত দুলাভাই। আমি ব্যাপার টা দেখছি।
- হ্যাঁ দেখ দেখ (ব্যস্ত হয়ে)। আমার ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং আছে।

৪র্থ কথপোকথন:
রিং হচ্ছে।

৫ম কথপোকথন:
রিং হচ্ছে।

৬ষ্ঠ কথপোকথন:
রিং হচ্ছে। কেও একজন কল ধরল।
- (যান্ত্রিক আওয়াজ)
- ভাবী তুমি এত স্বার্থপর আর কেয়ারলেস কিভাবে হতে পার? ২ দিন ধরে তুমি কই বাসার মানুষ কিছু জানেনা। সবাই তোমার জন্য টেনশন করে নাওয়া খাওয়া বাদ দিয়ে বসে আছে, তোমার কি সে খবর আছে!
- (যান্ত্রিক আওয়াজ)
- আবার ফোন ধরে কিছু বলছ ও না। উফঃ

৭ম কথপোকথন:
- হ্যালো মা তোমার বউ কে মাত্র কল করেছিলাম। একটা কথাও বলে নি। উল্টো কল কেটে দিল!
- আরে ওর ফোন তো বাসায়। আমি ধরলাম, তোর সাথে আমি কথা বললাম এতক্ষন ওর ফোন দিয়ে। তারপর চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেল।
- কি বল? আমি তো কোন কথাই শুনলাম না।
- এটা তো আমার পুরনো ফোনটা। ওই যে তোর ছেলে পিপি করে দিয়েছিল। এর পর কথা শুধু শোনা যায় এটা দিয়ে।
- তা যাই হোক! নিজের ফোনটা ও নিয়ে যায় নি? উফঃ আমি আর এসব নিতে পারছি না।

এক সপ্তাহ পর:

১০ম কথপোকথন:
- হ্যালো থানা থেকে ইন্সপেক্টর বলছি।
- জি আমার বোন কে খুঁজে পাচ্ছিনা, আমি এ ব্যাপারে সাহায্য চাচ্ছি।
- ২৪ ঘন্টা হয়েছে?
- হ্যাঁ।
- ছবি, কোন ফটো id, ফেসবুক id, এসব নিয়ে থানায় আসুন।
- ইয়ে মানে, ওর কোন ফটো id অথবা ফেসবুক নেই।
- তবে ছবি, সার্টিফিকেট আর ফোন নাম্বার হলেও চলবে আপাতত।
- সার্টিফিকেট গুলো হারিয়ে গিয়েছে, আর ওর কোন ফোন নেই।
- বলেন কি? এই ডিজিটাল যুগেও ফোন নেই? আমার তো এখন আপনাকেই সন্দেহ হচ্ছে।
- না মানে... মানে
- মানে মানে কি আবার? আপনার বোন হারিয়েছে আর আপনি তাকে খুঁজে বের করার জন্য কিছুই দিতে পারছেন না?
- সরি ইন্সপেক্টর। আসলে মেয়ে মানুষ কি যে দায়িত্বজ্ঞানহীন! সারা টা জীবন আমাদের জ্বালিয়ে এসেছে আমার বোনটা। এখন নিজের বউ বাচ্চা ফেলে, নিজের দায়িত্ব রেখে ওকে খুঁজছি। কি যে একটা লজ্জা জানেন না। ওর শ্বশুরবাড়ির মানুষের কাছে আমাদের নাক কাঁটা যাচ্ছে।
- আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি একটা fir করেন আর ছবি দিয়ে যান। কোন ম্যাচ পেলে জানাবো।

১ বছর পর:

১২ তম কথপোকথন:
-হ্যালো দুলাভাই, কি খবর?
- খুব ব্যস্ত! শোন সামনে শুক্রবার আমার বিয়ে, চলে এস পরিবার নিয়ে।
- এটা তো খুব ই ভাল সংবাদ। আমরা অবশ্যই আসব।
- দেখা হচ্ছে তাহলে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৮

মিরোরডডল বলেছেন:

পড়লাম, বোঝার চেষ্টা করলাম কিন্তু ........... :| :(



০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৮

ছানা পোনা বলেছেন: একটা মেয়ে কিভাবে শুন্যে মিলায়ে যায়. বেশির ভাগ মেয়েরই তো নিজস্ব কোন সত্ত্বা থাকেনা, কারো বোন, কারো মা, কারো ভাবি, কারো বউ। কিন্তু সে নিজে?

২| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার,. জবাব নাই
বুমেরাং বুঝি একেই বলে !!

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

ছানা পোনা বলেছেন: জ্বি ধন্যবাদ।

৩| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৪

চাঁদগাজী বলেছেন:



আপনি আজ অবধি কারো পোষ্টে কমেন্ট করেননি?

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫০

ছানা পোনা বলেছেন: আমি অতি নগন্য একজন। অতবড় ধৃষ্টতা আমি কিভাবে করি?

৪| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২০

নেওয়াজ আলি বলেছেন: পড়লাম ;)

৫| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: নিন গান শুনুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.