![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোক লজ্জার আড়াল হয়ে গণিকালয়ের সেই পরিবানু নিজেকে আজ খুব সাদাসিধে ভাবেই ঢেকে রেখেছে তিন প্রস্থ সাদামাটা কালো আলখেল্লার ভিতরে। এই ভেবে যে...
সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছেলেটা আজ চাকরীর ইন্টারভিউ দিতে বের হয়েই যদি আমার মূখ দেখে তাহলে অমঙ্গল হবে!
না জানি সভ্য সমাজের মান্য গন্য জঘন্য ব্যাক্তিত্ত জনাব রফিক সাহেবের অফিসে চলাচলের পথে বাধা হয়ে দাড়াই!
সব মিলে পরিবানু যখন সমাজের চোখে এক অমঙ্গলের প্রতীক
তখন সে নিজেই সমাজ হতে আড়াল হয়ে পড়েছে সমাজের ভালাই কামনায়!
সমাজ তাকে ভালো থাকতে দেয় নি ঠিকই তাই বলে কি সে সমাজ নষ্ট করবে।
সমাজের চোখে নষ্ট হয়ে যাওয়া পরিবানুর এত অমায়িক আচরণের পরেও সমাজ তাকে এখনো আড় চোখেই দেখে!
"গতর বেইচ্চ্যা খাছ, তর আবার পর্দা কিসের"
ভেবে পাচ্ছি না... পরিবানুর গণিকালয়ে নাম লেখানোটুকুই কি সমাজের অসুস্থতার কারণ নাকি আমাদের সমাজটাই আগে থেকে অসুস্থ ছিলো যার ছোয়াচে ভাইরাস আক্রান্ত করেছে পরিবানুর মত এক অমায়িক ললনার দেহমনে?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০১
বোরহাান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে! উৎসাহিত হলাম ♥
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০২
মানবী বলেছেন: পোস্টের মূল বক্তব্য নয়, পোস্টে ছবির ব্যবহারে হতভম্ব হলাম।
"গণিকালয়ের সেই পরিবানু নিজেকে আজ খুব সাদাসিধে ভাবেই ঢেকে রেখেছে তিন প্রস্থ সাদামাটা কালো আলখেল্লার ভিতরে" লিখে ঠিক তার উপর একজন বোরখাপরিহিতা ভদ্রমহিলার স্পষ্ট ছবি দিয়েছেন....!!!!
ব্যপারটি কতোখানি অশোভন ও আপত্তিকর আপনি হয়তো বুঝতে পারছেননা! ছবি সরিয়ে ফেলার অণুরোধ রইলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯
বোরহাান বলেছেন: বুঝতে পেরেছি! আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাপারটা দেখিয়ে দেয়ার জন্য! অচিরেই রিমোভ করা হবে ফটোটা
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১
করুণাধারা বলেছেন: কি বলতে চাইলেন বুঝলাম না। ছবিটাতো একেবারেই অপ্রাসঙ্গিক ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৯
বোরহাান বলেছেন: আসলে ছবিটা একটা উপলক্ষ মাত্র! লেখক কি বুঝাতে চেয়েছেন সেটা বুঝে নেয়ার দায়িত্ব হচ্ছে পাঠকের! আর আমিতো কোনো ভিন ভাষা ব্যবহার করিনি! সোজা সাপ্টা বাংলায় লিখেছি। আপনি কোন দিকটা বুঝেন নি জনাব একটু বলবেন প্লিজ
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো