নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই ছদ্মবেশী ছিদ্রান্বেষী!

বোরহাান

অবহেলিত ব্লগার !

বোরহাান › বিস্তারিত পোস্টঃ

ছদ্মবেশী ছিদ্রান্বেষীর বাণী চিরন্তনী

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫



●"নিজ ভালো তো জগৎ ভালো" এই উক্তিটি নেহাত একটি প্রবাদ মাত্র! বাস্তবতা হচ্ছে... আমাদের সমাজ সর্বদায় ভালো মানুষ গুলোর বিপরিতে সংঘর্ষ বাঁধায়।

●মানুষরূপী অমানুষগুলো সর্বদা সরলতার ভাঁজে দূর্বলতার আঁচ খুজে বেড়ায়।

●সমাজের চুপচাপ স্বভাবের লোকগুলো নিজের অজান্তেই এমন কিছু করে বসে যেটা দুষ্টু লোকের বিরুদ্ধ কাজ হয়ে দাঁড়ায় অতঃপর মানুষরুপী হায়েনাদের টার্গেট হয়েই দিনাতিপাত করতে হয় তাহাদের।

●আসক্তি যখন চরমে পৌঁছয় মানবতা তখন হিংস্র অসভ্য জানোয়ারকেও হার মানায়।

●দুঃখ বিভিশিখা আর বিষাদঘন মুহূর্তগুলো হেটে চলে আর আনন্দ সুখের মুহূর্তটুকু দৌড়ায়।

●যারা নিয়মনীতির কোনো তোয়াক্কা করে না তাদের কাছে ঐ অনিয়মটাই একটা নিয়ম! অনেকটা 'মানলে তালগাছ আর না মানলে বাল গাছ প্রবাদের ন্যায়।

●মুরুব্বী একজিনিষ আর বেয়াদবি আরেকজিনিষ! বেয়াদব কখনো মুরুব্বী হতে পারে না।

●ছোটরা দুষ্টুমী করবে এটাই স্বাভাবিক এবং এটা তাদের কাজ আর তা মাথা পেতে সহ্য করাটা হচ্ছে বড়দের দায়িত্ব!

●বাঁচার মত বাঁচতে চাওয়া প্রত্যেকটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। পৃথিবীর সকল মানুষই বাঁচতে চায় এবং ভালো করেই বাঁচতে চায়!

●কয়েকটা সেকেন্ড এবং এই সময়ের মাঝে আপনার একটা সিদ্ধান্ত ব্যাসস! এটুকুই যথেষ্ট আপনার জীবনের মোড় ঘুড়িয়ে দিতে।আর তা হতে পারে সুখের হাতছানি নতুবা দুঃখের আহাজারি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্যস! এটুকুই?



মন্তব্য ০ টি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

বোরহাান বলেছেন: সংযোজন করা হয়েছে! এখন পড়ুন!

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫

বোরহাান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই গিয়াস উদ্দীন লিটন ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.