![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জানো চৈতি...
তুমি কখন এ হতভাগার দৃষ্টি নন্দিত হয়েছিলে?
তুমি দৃষ্টি কেঁড়েছিলে মাঘের কনকনে শীতের ঘন কালো দূর্বাকোমল শিশির ভেঁজা কুঁয়োশায়!
প্রথম পলকেই তোমা মাঝে আত্মহারা হয়ে যাই।
তুমি কি সেই...?
যাকে আমি দেখিছিনু
দোতলা বাড়ীর কড়িডোরে অলস বিকেলের পায়চারীতে!
তুমি কি সেই...?
যার দীঘল কালো ক্যাশ আর নিমীলিত চোখে হয়েছিনু আমি পুলকিত!
তুমি জান চৈতি...?
কতটা রাত আমি নির্ঘুম কেটেছি বাড়ীর উঠোনের রক্তজবা,শিউলী-বকুলের মাঝে তোমাকে কল্পনাতে!
কত রাত কেঁটেছে চাঁদের কাছে তোমার রূপগুণের কিসসা বলে!
চাঁদের সাথে নিশি কয়েক কলহ বেঁধেছিনু তোমা নিয়ে!
পরোক্ষণেই তোমা নিয়ে আমার ন্যাকামো প্রশংসায় চাঁদ হার মেনে মৃদু হেসে বলতো...
-আচ্ছা বাবা ঠিকাছে...
তোমার চৈতিই
সুন্দরী,অমায়িক স্বর্গের অপ্সরী!
ও তোমাকেতো বলাই হয়নি...
তুমি যেদিন প্রথম আমা দৃষ্টিনন্দিত হয়েছিলে,
সেদিন বিকেলেই তোমা খুজতে আমি সাগরতীরের সূর্য্যাস্তের কাছে ছুটে যাই...!
তোমাকে আরেক্টিবার আবিষ্কার করেছিলাম সূর্য্যাস্তের লাল টুকটুকে আভায়!
চিৎকার গলায় বলেছিলাম চৈতি ভালোবাসি তোমায়!
আফসোছ! আমার নিরব প্রকাশ ভঙ্গি ছুতে পারেনি তোমায়!
তুমি বুঝতে পারনি কতটুকু ভালো বাসি তোমায়!
যে দিন আঁচ করতে পেরেছিনু আমা প্রতি তোমা এড়িয়ে চলার ছাপ!
সেদিনই বুঝতে পেরেছিনু...
তোমা প্রতি আমা ভালোবাসাটুকু ছিলো ভূল সময়ে ভূল মানুষটির প্রেমে আসক্ত হওয়ার তিক্ত স্বাদ!
বুঝতে বাকি রইলো না তুমি উন্মাদিনী!
তোমা সহিত সঙ্গত শোভন আচরণ করা নিরর্থক!
তবুও আজ তোমাকে না পাওয়ার বেদনাগুলো নিকোটিনের নীলচে কালো ধোঁয়ায় পুড়ে হয় ছাই!
নিকোটিনের প্রতি টানে তোমা ভেবে নিজেকে হারাই!
তবুও ভালোবাসি তোমায়...!
তুমি কি ভালোবাসবে না আমায়?
©somewhere in net ltd.