![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের বেকার যুব সমাজকে আপনি দুভাগে দেখতে পাবেন!
প্রথমত আমি সে সকল যুবকদের কথা বলবো যারা অর্থের অভাবে বেশী দূর পড়ালিখায় অগ্রসর না হতে পেরে বিভিন্ন স্কুল,কলেজ হতে ছিটকে পড়ে!
যদিওবা কেউ অনেক কষ্টে কোনোরকম উচ্চমাধ্যমিকটা পাস করেছে ভাগ্যের নির্মম পরিহাসে ভর্তি হতে পারেনি কোনো ভালো এক্টা বিশ্ববিদ্যালয়ে!
শেষমেষ ওদেরকে বাস্তবতার সাথে সংগ্রাম করে পরিবারের হাল ধরতে হয়।
আফসোস! কারো কারো যোগ্যতা থাকা স্বত্তেও টেবিলের নিচের টাকাটা না থাকাতে ভালো একটা চাকরী হয়ে উঠেনা।
বাধ্য হয়েই পা রাখতে হয় তিন চাকার পেডেলে কিংবা কোনো স্টেশনের কুলি মজুর হিসেবে নয়ত ঘুরতে দেখা যায় চায়ের ফ্লাক্স হাতে! এদেরকে আপ্নি "ছদ্মবেশী বেকার"ও বলতে পারেন।
আরও এক প্রকার বেকার আছে আমাদের সমাজে! তাদেরকে আপনি আলালের ঘরের দুলাল হিসেবেই চিনে থাকেন আপ্নি আপ্নার এলাকায়!
না আছে পড়া লিখায় না আছে কিসে!
সারাদিন ব্রয়লার মুরগির মতো বাসায় বসে বসে বিদ্যুৎ এর অপচয় করবে না হয় বিল্ডিঙের নিচে এসে সব দুলালীরা জম্পেশ আড্ডায় মেতে উঠবে!
এরাই দেশের বোঝা হয়ে অনাহারীদের অন্ন নষ্ট করছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
বোরহাান বলেছেন: ক্ষোভ প্রকাশ পাবারই কথা! ধন্যবাদ দাদা #হাতুড়ে_লেখক
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৬
হাতুড়ে লেখক বলেছেন: ২নং বেকারদের প্রতি বেশ ক্ষোভ প্রকাশ পাইছে। এইটা মোটেই ঠিক না!
বি: দ্র: আমি ছদ্মবেশী বেকার।