নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই ছদ্মবেশী ছিদ্রান্বেষী!

বোরহাান

অবহেলিত ব্লগার !

বোরহাান › বিস্তারিত পোস্টঃ

আছো কেউ সঙ্গী হবে মোচন করিবে অসহায় হতদরিদ্রের দুখ

০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২২


এই ব্যস্ত শহরের কিছু একাকী পথচারী রাতের আঁধারে নিভৃতে হেঁটে বেড়ায়;
মানবতার খোজে বিবেকের তাড়নায়!
আমি তাদেরই একজন হয়ে নিজকে পেতে চাই।

আশপাশে সকলই কেবল ধোঁয়ার কুন্ডলী;
এই আছি এই নেই যাচ্ছে কেঁটে বেশ ছদ্মবেশী দিনগুলি!

বিষাক্ত নিকোটিনে মাথায় কিছু নিরেট চিন্তার সমাবেশ;
নিমিষেই হয়ে যায় একটি জ্বলজ্যন্ত সিগারেটের গল্পের নিঃশেষ!

প্রতি নিঃশ্বাসে বিষপান;
এই আছি এই নেই, এই শহরেই মাথা গুজে আছে মানুষরূপী কিছু শয়তান!

সিগারেটের ক্ষয়ে যাওয়া দেখে মনের পশুটা অনুভব করে এক অমানুষিক সুখ;
আছো কেউ সঙ্গী হবে মোচন করিবে অসহায় হতদরিদ্রের দুখ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন: প্রতি নিঃশ্বাসে বিষপান;
এই আছি এই নেই, এই শহরেই মাথা গুজে আছে মানুষরূপী কিছু শয়তান!

সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ভাই।

০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

বোরহাান বলেছেন: নষ্ট হয়ে যাচ্ছে কৈ? অলরেডি হয়ে হয়ে গেছে! উলট পালট ভালো মন্দ বোঝা বড় দায়!
.
অসংখ্য ধন্যবাদ আপনাকে ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.