![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
❑সন্ধ্যা মালতী'র প্রতীক্ষায়
গোধুলীর শেষ বিকেলের পরেই যখন অন্ধকার নেমে আসবে নগরীতে ঠিক তখনই সন্ধ্যা মালতীর আগমণের কথা ছিলো।
পশ্চিমের ঘনঘটা আকাশপানে নিষ্পলক দৃষ্টিপাত করে বসে আছি সন্ধ্যা মালতী আসবে বলে সেই দেড়শত ষাট সেকেন্ড ধরে।
দেড়শত ষাট সেকেন্ড প্রতীক্ষার সমাপ্তিক্ষণে অবশেষে আসমানীকে ভেদ করে সন্ধ্যা মালতীর আগমণ।
অপলক দৃষ্টিতে চেয়ে আছি... শুধুই চেয়ে থাকা বললে ভূল হবে রীতিমত সন্ধ্যামালতী'র রূপ লাবণ্যে আমার আমিকে হারিয়ে ফেলি।এ যেনো নগরীর বিষাক্ত উষ্ণতার সমাপ্তক্ষণে স্বর্গীয় এক শীতলতার ছোঁয়া। অপলক দৃষ্টিতে বাকহীন ভাবে চেয়েই রয়েছি সন্ধ্যা মালতির পানে। হঠাৎ করেই ধূসর কালো উড়ে চলা মেঘের আড়ালে সন্ধ্যা মালতিকে হারিয়ে ফেলি ক্ষনিক পরে আবার খুজে পাই। এ যেনো লুকোচুরি লুকোচুরি খেলছি দুয়ে মিলে।.।
সময় স্বল্পতা।এই বুঝি কথা দুয়েক রোমান্টিসিজমের পর প্রেম প্রেম খেলা জমে উঠতে চলেছে... এই যা সন্ধ্যা মালতীর নাকি বিদায় নেয়ার সময় ঘনিয়াছে।
©somewhere in net ltd.