নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই ছদ্মবেশী ছিদ্রান্বেষী!

বোরহাান

অবহেলিত ব্লগার !

বোরহাান › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা সম্প্রদায় ও একটি নাফ নদী (১,২,৩)

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০১

(১)
'অহিংসা পরম ধর্ম'
এই শান্তির বাণীতে আকৃষ্ট হোইয়া
যাহারা "বুদ্ধং শরনং গচ্ছামী" বুলির খৈ ফুটাইয়া
শরণাপন্ন হোইয়াছিলেন শাক্যমুনি'র দ্বারস্তে,
যমদূতের রূপ লোইয়া আজিকে
পাষাণ দস্যু অসুর সে!
( ২)
চৌষট্টি কিঃমিঃ নোনতা জলে আজিকে
শুধুই মুসলমানের রক্তের গন্ধ!
বিশ্ব দরবার,মানবাধিকার সংস্থা,
শান্তিতে নোবেলজয়ী সুচি আজ
চোখ থাকিতেও কেনো অন্ধ?

চৌষট্টি কিঃমিঃ নাফের জলে
আজিকে শুধুই মরা লাশের গন্ধ!

ভা-স-ছে! কেবলই ভা-স-ছে!
মা ভাসছে, ছেলে ভাসছে,
জোয়ান ভাসছে,বুড়ো ভাসছে।
নাফ নদী পাড়ি দিয়ে কচিকাঁচা'র স্বপ্ন আসছে!
আরাকানের বুক রক্তে রঞ্জিত সবুজ ঘাঁসে
দুগ্ধ পানকারী শিশু কাঁদছে!
চৌষট্টি কিঃমিঃ জলোপথ পাড়ি দিয়ে
আমার বোনের নগ্নতা আসছে!

পিতার নিথর দেহখানি আঁকড়ে ধরে
লায়েক যুবা ঠুকরে কাঁদছে!
'সুকান্ত' দার আঠারোর বুক রক্তে ভেজা স্খলিত,
আরাকান আজ রক্তে ভাসছে।
বিপন্ন মানবতায়
নীরব বিশ্ব মজা লুটছে!
(৩)
নিরামিষাশী শাক্যকুলের রক্তারক্তিতে
মানুষ শব্দের মূর্ধন্য-ষ
সভ্যতা ছেড়ে জংলার খালে দৌড়ে পালায়!

বার্মিজ তবন ছুড়ে ফেলে গ্রাম্য উন্মাদ
ন্যাংটো হয়ে ছুটে বেড়ায়!

(চট্টগ্রাম প্রেসক্লাব,জামালখান রোড,চট্টগ্রাম)
০৫/১২/১৬ বিকেল- ০৪:৪৫ মিঃ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.