| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক সি-১৩০জে সামরিক বিমানের প্রথম চালান পেয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ সুপার হারকিউলেস এয়ারলিফটার পাওয়ায় রাষ্ট্রটির সামরিক সক্ষমতা আরও বেড়ে গেল। তিনটি বিমানের চালান পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমান কোম্পানি লকহিড মার্টিন। গত বুধবার বিমানগুলো ইসরাইলের বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ইসরাইল হিব্রু ভাষায় এ বিমানের নাম রেখেছে শিমশন।
লকহিড মার্টিনের মহাব্যবস্থাপক জর্জ শুলতজ জানিয়েছেন, সি-১৩০জে তৈরি করা হয়েছে আগের বিমানগুলোর ধারা রক্ষা করেই এবং কাজের ক্ষেত্রে এটি অপ্রতিদ্বন্দ্বী। এ বিমানের রয়েছে গ্লাস ককপিট এবং আধুনিক ডিজিটাল অ্যাভিওনিক্স। সি-১৩০জে বিমান ঠাণ্ডা, গরম, কুয়াশা এবং মরুভূমি সব পরিবেশে সমানভাবে কার্যকর।
বিমানগুলো আবার আমেরিকায় নেয়া হবে এবং তাতে আরও আধুনিকায়ন করে আগামী বছর তা চূড়ান্তভাবে ইসরাইলে পাঠানো হবে।
©somewhere in net ltd.