![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net
ঈদে মীলাদুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আর মাত্র ১ দিন বাকী।
হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত আছে যে,
তিনি একদা ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করলাম’ এ আয়াত শরীফটি শেষ পর্যন্ত পাঠ করলেন। তখন উনার নিকট এক ইহুদী ছিলো সে বলে উঠলো, ‘যদি এই আয়াত শরীফ আমাদের ইহুদী সম্প্রদায়ের প্রতি নাযিল হতো আমরা আয়াত শরীফ নাযিলের দিনটিকে ‘ঈদের দিন বলে ঘোষণা করতাম।’
এটা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু তিনি বললেন, এ আয়াত শরীফ সেই দিন নাযিল হয়েছে যেদিন এক সাথে দু’ঈদ ছিল- (১) জুমুয়ার দিন এবং (২) আরাফার দিন।" (তিরমিযী শরীফ )
উপরোক্ত হাদীছ শরীফ মোতাবেক জুমুয়ার দিন ঈদের দিন প্রমানিত।
যারা বলে দুই ঈদ ব্যতীত কোন ঈদ নেই তারা হাদীছ শরীফ অস্বীকারকারী।
উল্লেখ্য: মিলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ সম্পর্কে এখনই সরাসরি লাইভ ওয়াজ শুনুন । রেডিও আল হিকমাহ ডট নেট।
আলোচকঃ হযরতুল আল্লামা মাওলানা, হাফেজ, ক্বারী, মুফতী মুহম্মদ রিদ্বওয়ান উল্লাহ পাটয়ারী ছাহেব।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদে আযম ঈদে মিলাদুন্নবি সা সকল ঈদের সেরা
রহমতের বারী ঝরে জগত জুড়ে
তামাম মাখলুখ লক্ষ কোটি দরুদ পড়ে
আনন্দ তাই মুমিনের তরে তাজিমে ছালাম ভেজে মদিনা মনোয়ারা
শুভ কামনা
ঈদ মোবারক