নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

সরকার কি ধর্মকারী সাইট বন্ধ করবে না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭

সরকার কি দেশে অরাজকতাকে লাই দিচ্ছে?



ধর্মকারীর মত সাইট কিভাবে এখনো থাকে?



সরকারের লোকজনকি নিজেদেরকে আর মুসলিম দাবী করবে না?



নিজেদের কে মুসলমান মনে করলে তারা যেন অতিসত্ত্বর ধর্মকারীসহ অন্যান্য বাক স্বাধীনতার নামে ধর্মীয় বিদ্বেষমূলক সাইট বন্ধ করে।





মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

পথিকের ডায়েরীর পাতা বলেছেন: ডট কম তো আগে বন্ধ ছিলো।পরে ডট নেট খুলছে।এখন তো দুটোই খোলা।

সরকারের কিসের রাজাকারের ফাঁসি দিবো আর সাইট বন্ধ করবো? আগামী ৫ বছরের জন লুটপাট করতে হবে না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

মাটির কথা বলেছেন: বুঝলাম না। দেশটাযে কোন দিকে যাচ্ছে?

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৫

নদীর তীরে বলেছেন: নিজেদের মুসলমান মনে করলে করবে , নইলে না । এখন তো মুসলমান যে কে তা বুঝাই মুস্কিল ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

মাটির কথা বলেছেন: মুসলমান হইলে তো আরো আগে বন্ধ করতো।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

নর্থপোল বলেছেন: ধর্মকারিতে কি কেউ মানুষ মারার হুমকি দেয়? হিট লিস্ট করে মানুষ মারে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

মাটির কথা বলেছেন: ধর্মকারীতে যা করা হয়, তা সারা পৃথিবীর মানুষকে মারার চেয়েও খারাপ কাজ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

খুব সাধারন একজন বলেছেন: ---ডিভাইড এন্ড রুল---

আমরা সত্যর পক্ষে আবেগের আন্দোলন করি অরা দেয় গুটির চাল। দাবা-পাশা খেলার কাছে আবেগ যেন না হারে।

রাজীব থাবা বাবা হওয়াতে মারা যায়নি। থাবা বাবা হওয়ায় মারা গেলে অনেক আগে যেত। সে মারা গেছে শাহবাগে যাওয়ায়। সে মারা গেছে বাংলাদেশে একাত্তর সালে যারা ৩০ লাখ খুন, ৪ লাখ নারীকে ধর্ষণ, এখনো মুক্তিযুদ্ধাদের প্রকাশ্যে লাথি দেয়, গৃহযুদ্ধের ঘোষণা দেয় আর একাত্তরের খুনীদের রক্ষা করতে প্রতিদিন আটশো কোটি টাকা গচ্চা দেয় হরতাল দিয়ে সেই জামাতির বিচার চাইতে গিয়ে।

রাজীব, রাজীবের জানাযার কথা ভোলেন। মূল প্রসঙ্গে আসো বাংলাদেশের মানুষ। রাজীব নাস্তিক এইজন্য খুন হয় নাই। রাজীব শাহবাগে যায় তাই খুন হয়েছে।

প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একজন মুসলমানের পাঁচটি কর্তব্য। তার মধ্যে এক কর্তব্য হল, যখন কোন লাশ যায়, তার যা বিশ্বাসই হোক না কেন, সম্মান দেখিয়ে উঠে দাঁড়াবে।

ওইক্ক চাই বলে ফেনা তুললে হবে না একতার কাজ করতে হবে। বাংলার মানুষ, দেশের মুখ রক্ষা কর। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। দশটা কথার জবাবে একটা কথা হলেও বল।

বাংলাদেশ সবার দেশ। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান-নাস্তিক-বাংগালী-চাকমা-মারমা সবাই একাত্তুরে খুন হয়েছে পাকিস্তানিদের হাতে। মনে রেখ, তোমার শত্রু তোমাকে চেনে বাংগালী বাংলাদেশী হিসাবে, কিন্তু মুখে বলে, নাস্তিক-আওয়ামী

কয়দিন পরে বলবে, খুন হইসে ভাল হইসে, ওই পোলা সিগারেট খায়। জিন্সের পেন্ট পড়ে।
বাকিরা বলব, ঠিকই তো করসে সিগারেট খায় জিন্তের পেন্ট পরে ওরে খুন তো করবই।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

শুধু মুসলিম বলেছেন: এটা সরকারের ফাইজলামি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.