নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

❐❐❐❐ইসলাম অবমাননা করলে এবার শাস্তি দেবে সরকার!!!!!❐❐❐❐

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

গণ মাধ্যম সহ যে কোন মাধ্যমে ইসলাম নিয়ে অবমাননা চরম শাস্তিযোগ্য।

অনেকে ইনুকে নাস্তিক বলতো। কারন সে বামপন্থী।



কিন্তু সরকারের স্বার্থে হোক, বা যে কোন কারনেই হোক তার বক্তব্য হলো:



ইসলাম অবমাননা শুধু সাংবাদিকতার নীতি-নৈতিকতা পরিপন্থী নয়, আইনের দৃষ্টিতেও অপরাধ ।





ইনুর পুরো বক্তব্য দেখুন।



ইনুকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

বইয়ের পোকা বলেছেন: আশা করি সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নিবে। ছাগু দের মতো ইসলামের অপপ্রচারকারীরা একই রকম ভয়ংকর X( X( X( X( X(

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

বইয়ের পোকা বলেছেন: আশা করি সরকার ইসলাম বিরোধীদের বিরুদ্ধেও জামাতীদের মতো কঠোর অবস্থান নিবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

মাটির কথা বলেছেন: আশা যেন হতাশা না হয়, এটাই কামনা করি।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

আমরা তোমাদের ভুলব না বলেছেন: বালের সিদ্ধান্ত।
এরকম বহুত ওয়াদা করছে বর্তমান সরকারের মন্ত্রিরা।
এরা শুকনা চিড়া অনেকবার ভিজাইছে শুধু কথা দিয়ে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

মাটির কথা বলেছেন: হুম। বাস্তব বড় কঠিন।

দেখা যাক কি হয়?

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: যত্তসব। খালি ফটফট করে! কাজের বেলায় নাই X(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

মাটির কথা বলেছেন: ধৈর্য্য ধরেন।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

শিপু ভাই বলেছেন:
যারা প্রতিনিয়ত ধর্মকে কটাক্ষ করে জনমনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। তারা সমাজে বিশৃংখলা সৃষ্টি করে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

মাটির কথা বলেছেন: ঠিক বলেছেন ভাই।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

ধৈঞ্চা বলেছেন: ইনু এই বক্তব্য দিয়ে থাকলে তাকে সাধুবাদ জানাই সাথে সাথে আমরা বক্তব্যের প্রতিফলন দ্রুত দেখতে চাই।
এটা যেন অন্য সবকিছুর মত আইওয়াশ হয়ে না থাকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

মাটির কথা বলেছেন: এদাবীতে একটা সমাবেশ করা যায় না?

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ইনুকে তাঁর এই বক্তব্যের জন্য ধন্যবাদ জানাই, তবে মুখে না, লোক দেখানো না, কাজেই তা প্রমান করা উচিত, এই কুত্তালীগের আমলে তা আদৌ হবে কিনা সেটাই আসল কথা।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

পুংটা বলেছেন: তাইলেতো এগোর খবর আছে B-))

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মাটির কথা বলেছেন: এদের খবর আছে সবার আগে।

জামাতের বিরোধীতা করতে গিয়ে যারা ইসলামের বিরুদ্ধে বলবে তাগোরো খবর আছে। কারন জামাতের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

েশখসাদী বলেছেন: এর বাস্তব প্রয়োগ দেখতে চাই । ইনুকে এ কথা বলার জন্য সাধুবাদ ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মাটির কথা বলেছেন: ইনুকে আল্লাহ পাক প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.