নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

যারা বিশ্বাস করবে সাঈদীকে চাঁদে দেখা গেছে এবং বুযুর্গ মনে করবে, এরা দজ্জালের চেলা

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

যারা বিশ্বাস করবে রাজাকার সাঈদীকে চাঁদে দেখা গেছে এবং বুযুর্গ মনে করবে, এরা দজ্জালের চেলা।

আখেরী জামানায় যখন দজ্জাল আসবে, অনেকলোক দ্জ্জালের অনুসারী হবে।

দজ্জালের চোখ কানা থাকবে, কপালে কাফের লিখা থাকবে। তারপরও কিছু বাজে লোক দজ্জালকে খোদা মানবে। অনুসরন করবে।



দজ্জালতো এখনো আসেনি। তবে দজ্জালের চেলা অনেক আছে। রাজাকার সাঈদী সহ তামাম ধর্ম ব্যবসায়ীরা হলো দজ্জালের চেলা। এরা প্রকাশ্যে এত হারাম আর পাপ কাজ করছে, যেমন, ইসলামের নামে গনতন্ত্র, হরতাল, নারী নেতৃত্ব, বেপর্দা, বেহায়াপনা সবই করছে। অথচ কিছু মগজবিহীন লোক এদেরকে বড় বুযুর্গ মনে করে।



কোন লোক মিথ্যা কথা ছড়ালো রাজাকার সাইদীকে চাঁদে দেখছে, তা আবাল কিছু লোক বিশ্বাস করলো এবং কিছু লোক দিধায় পড়ে গেলো।

এ লোকগুলো দজ্জালের চেলা।



রাজাকারর দাজ্জাল সাঈদীর এত কুকর্ম দেখার পরও তাকে বুযুর্গ মনে করা দজ্জালের অনুসারীর কাজই হতে পারে। কারন দজ্জালের অনুসারীরাও দজ্জালের কপালে কাফের লেখা দেখেও বেখবর থাকবে।



এ নব্য দজ্জাল রাজাকার সাঈদীর ভক্তরাও একই রকম। নব্য দজ্জাল রাজাকার সাঈদীর বেপর্দা মহিলার সাথে হাজারো মোলাকাতের ছবিসহ লাখ লাখ পাপ দেখেও দজ্জাল রাজাকার সাঈদী সম্পর্কে সুধারণা রাখে।



তাই দজ্জালের চেলা ও তার অনুসারী ভক্তদের থেকে সাবধান।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

কাজী মামুনহোসেন বলেছেন: চাঁদ ছাড়াও ভিবিন্ন জায়গায় দেখা গেছে (ব্লগ এবং ফেইবুকের ভিবিন্ন ছবির মাধ্যমে) ... :D :D :D :)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

মাটির কথা বলেছেন: কেউ দেখেছে টয়লেটের কমোডে।
কেউ দেখেছে গোবরে।
আবার কেউ দেখেছে কুকুরের চাঁন্দিতে।

২| ০৪ ঠা মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

ফায়ারম্যান বলেছেন: জামাতের আইনজীবিই আদালতে সাইদীরে রাজাকার বানাইলো !!!!!!! :P:P:


সূত্রঃ সাঈদী একাত্তরে রাজাকার ছিলেন/ দৈনিক প্রথম আলো, শেষের পাতা ,তারিখ: ০১-০৩-২০১৩

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮

মাটির কথা বলেছেন: হুম।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ৮:২৫

তারিন রহমান বলেছেন: তাই দজ্জালের চেলা ও তার অনুসারী ভক্তদের থেকে সাবধান।

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৭

মাটির কথা বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.