নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

আজ ১৭ রমাদ্বান শরীফ। ঐতিহাসিক বদর দিবস, মক্কা শরীফ বিজয় দিবস ও বদর দিবস কবিতা

২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

আজ ঐতিহাসিক ১৭ রমাদ্বান শরীফ। অনেক কারনেই এই দিন গুরুত্বপূর্ন।



১) উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল ‍কুবরা আলাইহিসসালাম উনার বিছাল(বিদায়) শরীফ।



২) উম্মুল মু’মিনীন হযরত আয়েশা ছিদ্দীকা আলাইহিসসালাম উনার বিছাল (বিদায়) শরীফ।



৩) হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনার শাহাদাত দিবস।



৪) বদর দিবস। বদরের জিহাদ এ দিন সংঘটিত হয়।



৫) মক্কা শরীফ বিজয় দিবস



**********************************************



বদর দিবসের কবিতা।

*********************************************

বদরের শুনি ডাক বিংশ বুকে



যে ডাক বাতিলের মৃত্যু হাঁকে,



সেই বদরের ডাক, সুন্নি বদনে ফিরে আসে



আসি লক্ষ মুজাহিদ ঝাঁকে ঝাঁকে।।







ওহুদের প্রান্তে জাগায় হৃদয়,



খন্দকী প্রেরনায দিপ্ত সদায়,



দেখি ঐ মদীনার রৌশনি ছবি



আমাদের চোখে চোখে।।







ঐ দেখ মুনাফিকি পাপী পরিচয় পচেঁ মরে যায়,



আমরা রহি খোদার আশ্রয় শহিদী পাতায়।



আমরা হক্বের বীর মুহসীন



খোদার রঙ্গে হয়েছি রঙ্গিন



নাহক্বের সাথে কভু সন্ধি করিনা,



আল্লাহর নাম জপি মুখে মুখে।।







আধুনিক জাহিলীর বদ্ধ দোরায় মোরা আঘাত করি্



ঐ প্রগতির নামে উলামায়ে ‘ছু‘র মোরা মুখোশ ছিরি,



ভেঙ্গে ফেলি ঐ ধোঁকার দেয়াল,



আমাদের হাতে আছে খায়বারী ঢাল



হায়দারী জজ্ববায় নকল পুড়াতে আসি মাদানী ডাকে।।







ভন্ডরা হায় নেতা হতে চায় , আমাদের বারবার।



আমাদের হাতে খায় মার মিটে যায় আবদার।



লোভি বেহায়া ঐ ফের আসে



কাফেরের মদদে বাহবা পুষে



চোষ সেরওয়ানী চোখখারা ঘোরে



বিধর্মরাই বাঁকে বাকেঁ।।



==========================================



[বিঃ দ্রঃ ধর্মব্যবসায়ী সন্ত্রাসী দল জামাত সম্মানিত বদর জিহাদের নাম দিয়ে “আল বদর” সন্ত্রাসী ও রাজাকার বাহিনী গড়ে দ্বীন ইসলামের অবমাননা করেছে। আজ “বদর জিহাদ দিবসে” তাদের প্রতি তীব্র ঘৃনা জানাই।]

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

সোনালী কিরণ বলেছেন: সালাম তাদের উপর যারা আল্লাহ এবং তার রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তার সাহাবায়ে কেরাম (রাদিআল্লাহু আনহুম) সকলের উপর ইমান আনে।

২| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

মুহামমদল হািবব বলেছেন: সুন্দর লিখেছেন। ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

অস্তমিত সুর্য বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.