নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

হাভাতে ভারতের ড্রোন ব্যবহার : ছাল নেই কুত্তার নাম বাঘা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১০

সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ড্রোন বিমান ব্যবহারের হুমকি দিয়েছে ভারত। বলাবাহুল্য, ড্রোন ব্যবহারে খরচ কত, তা যারা ব্যবহার করছে তারাই জানে। খুব সাধারণ মানের একটি ড্রোনের পেছনে বাৎসরিক খরচ কয়েকশ কোটি ডলার। তদারকিতে প্রয়োজন আরো বহু অর্থ।

কিন্তু

(১) যে দেশের ৪০ কোটি লোক চরম দারিদ্র্য সীমার নিচে বাস করে (২০০৯ সালের হিসেবে)

(২) যে দেশের ৫০ শতাংশ লোক খোলা আকাশের নিচে প্রাকৃতিক কর্ম সারে

(৩) যে দেশের ৪২ শতাংশ শিশু অপুষ্টিতে ভোগে (মনমোহনের ভাষায় জাতীয় লজ্জা)

(৪) পৃথিবীর এক তৃতীয়াংশ দরিদ্র লোক যে দেশে বাস করে

(৫) যে দেশে পৃথিবীর সর্বোচ্চ শিশু মৃত্যু ঘটে (প্রতি বছর মারা যায় ২০ লক্ষ, প্রধান কারণ অপুষ্টি)

(৬) পৃথিবীতে মোট অপুষ্টি আক্রান্তের ৪০ শতাংশ যে দেশে বাস করে

(৭) যে দেশে প্রতিদিন ৩২ কোটি লোক ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়

(৮) যে দেশের মানুষ ক্ষুধার জ্বালা মেটাতে মাটি, কুকুরের দুধ কিংবা মৃত পশু মাটির নিচ থেকে তুলে খায়

সেই ভারত কোটি কোটি ডলার খরচ করে সীমান্তে ড্রোন ব্যবহার করবে!! ‘ছাল নেই কুত্তার নাম বাঘা’।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২

নিয়ামুল ইসলাম বলেছেন: এই কারনেই চিল্লাচিল্লি করতাছিনা, জানি অই কাম অরা জীবনেও করবার পারবে না। ;) ;)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মাটির কথা বলেছেন: বামন হইয়া চাঁদে হাত বাড়ায়।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৬

স্বাধীন কিবোর্ড বলেছেন: হি হি হি :P =p~

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৯

খেয়া ঘাট বলেছেন: :) :) :)

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৫

শান্তির দেবদূত বলেছেন:
" ভাত পায়, না চা খায়
ড্রোন নিয়া আগতে যায়" ------- বদমাইশির আর জায়গা পায় না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

মাটির কথা বলেছেন: একটু হাক ডাক দিয়ে সরকার থেকে চাঁন্দা খাওয়ার ফন্দি, আর কি?

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২০

তারেক বলেছেন: ড্রোন দিয় কি বাল ফালাইবো

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৫

খেয়া ঘাট বলেছেন: শান্তির দেবদূত বলেছেন:
" ভাত পায়, না চা খায়
ড্রোন নিয়া আগতে যায়" ------- বদমাইশির আর জায়গা পায় না।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১

ম্যাংগো পিপল বলেছেন: যে দেশের ৫০ শতাংশ লোক খোলা আকাশের নিচে প্রাকৃতিক কর্ম সারে =p~ :-B :-B

অরা ড্রন ব্যবহার করলে আমরা ইরানীগো মতো ঐ ড্রন নামাইয়া আনুম।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭

কারা বন্দি বলেছেন: ছাল নাই কুত্তার বাঘা নাম ও মানা যায়। কিন্তু ইন্ডিয়ার ভাব দেইখ্যা মনে হয় প্রবাদ চেঞ্জ করন লাগবো---------
" ছাল নাই কুত্তার নাম ডাইনোসর !!!

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

পথহারা সৈকত বলেছেন: " ভাত পায়, না চা খায়
ড্রোন নিয়া আগতে যায়" ------- বদমাইশির আর জায়গা পায় না।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৭

মাটির কথা বলেছেন: কেডি কুত্তা চিনেন ভাই?
ভারত এখন কেডি কুত্তার মত ঘেউ ঘেউ করতাছে।

কেডি কুত্তা হইলে চামড়া ছাড়া কিছু হাড্ডিসার কুত্তা আছে যে ঐগুলো।
মানুষ দেখলে ভয়ে ঘেউ ঘেউ করে।

এখন ভারত মনে করছে যে, ওরা তো ফকির হয়ে যাচ্ছে তাই যে কেউ আক্রমন করে বসতে পারে। তাই কেডি কুত্তার মত ড্রোনের ভয় দেখাচ্ছে।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

হেডস্যার বলেছেন:
:D :D

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

২৪ বলেছেন: সহমত

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছাল নাই কুত্তার বাঘা নাম ও মানা যায়। কিন্তু ইন্ডিয়ার ভাব দেইখ্যা মনে হয় প্রবাদ চেঞ্জ করন লাগবো---------
" ছাল নাই কুত্তার নাম ডাইনোসর !!!

হাহাহাহাহাহাহাহাহাহাহাহহ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
চমৎকার পোস্টে প্লাস ।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

আলাপচারী বলেছেন: বাপে না পুতে, চোঙায় চোঙায় মুতে।

মাথা ভরা ঘু, অরা উড়াইবো ড্রোন???

ছয় ছয়টা মাস দুইটা প্রাকৃতিক উপগ্রহকে চীনা স্যাটেলাইট ভাইভা মনিটরিং করেছে!!!

কতটা গবেট অইলে এতোটা সময় লাগে ভুল ভাঙতে।

অরা ড্রোণ ছাড়লে পৃথিবীর সব দেশ ভয়ে থাকবো ঐ বাল কার মাথায় গিয়া বাল (হিন্দি অর্থে) হইয়া যায়।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০

বেকার যুবক বলেছেন: ভাই ভারতেরে কেউ সহ্য করতে পারেনা ক্যান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.