নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

ইহুদী বংশদ্ভুত সউদী বাদশাহরা সুদখোর!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৪

১৯৮০ দশকের প্রথম দিকে যখন প্রতিদিন ৩০০ মিলিয়ন ডলার তেল থেকে আয় হতো তখন সউদী আরবের মনিটরি এজেন্সী ঝঅগঅ নিউইয়র্কের বিভিন্ন ব্যাংকে ফোন করে যেখানে উচ্চ হারে মেয়াদি সুদ পাওয়া যাবে সেখানে জমা রাখতো। বর্তমানে তাদের আয় অবশ্য এক তৃতীয়াংশে এসে দাঁড়িয়েছে তেলের মূল্য কমে যাওয়ার দরুন। তবে কে না জানে দেশের এই তেল সম্পদের নিয়ন্ত্রণ এবং এর থেকে সকল আয় সউদী বাদশাহদের নিয়ন্ত্রণে। সুদ গ্রহণের পক্ষে সউদী রাজতন্ত্র যুক্তি দেখায়-

We are turning a solid national asset, oil, into a wasting one, money. So we have to accept interest to try to maintain its value.

অর্থাৎ খাঁটি জাতীয় সম্পদ তেলকে আমরা টাকার মতো একটা আবর্জনায় পরিণত করেছি। সুতরাং এর মান বজায় রাখার জন্য আমাদের অবশ্যই সুদ গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহ!

এ বক্তব্য সউদী আরবের মনিটরি এজেন্সির প্রধান শেখ আব্দুল আজিজ কুরাইশীর।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক ছাড়াও আরো বিভিন্ন ব্যাংকে সউদী বাদশাদের টাকা মজুদ রয়েছে এবং এই ব্যাংকগুলো যে সুদের উপর মুনাফা করছে তা কারো অজানা নয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: লানত সেই ভন্ডদের উপর!

যারা ইসলামের প্রাণ কেন্দ্রে মোনাফেকি আর মিথ্যা দিয়ে কব্জা করে রেখেছে!

হে প্রভু, তোমার ঘরকে তুমি কলংক মুক্ত কর। এবং এর প্রকৃত হকদারদের কাছে মালিকানা ফিরিয়ে দাও। বণী মোহাম্মদী, বনী ইসমাইলী, বণি ইবরাহিমীদের মাঝে তোমার মন পছন্দ মনোনীতের কাছে হারাম শরীফের ইজ্জতের দায়িত্ব তুলে দাও।
নিম্চয়ই তুমি মহাপরাক্রমশালী, অমূখাপেক্ষী, পরম দয়ালু দাতা।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

গরম কফি বলেছেন:
ইদানিং এন্টি সৈদি প্রচারনা বেশি দেখতে পাচ্ছি ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.