| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির কথা
আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net
প্রতি বছর কুরবানী আসলেই দেওবন্দ মাদ্রাসা থেকে গরু কুরবানী করতে নিষেধ করা হয়। কোন মুসলমান কি এটা করতে পারে? এরা আসলে দেওবন্দী না দেওহিন্দু।
তারা সর্বোচ্চ বলতে পারে আপনার বিশৃঙ্খলা করবেন না। সম্প্রীতি বজায় রেখে কুরবানী করুন। কিন্তু কুরবানী করার বিরুদ্ধে তো বলার কোন অধিকার তাদের নেই।
তাদের মূর্খতা ও অজ্ঞতাসূচক যুক্তি হলো- গরু হিন্দুদের দেবতা । তাই গরুকে সম্মান করতে হবে। এজন্য গরু কুরবানী করা যাবেনা।(নাউযুবিল্লাহ)
দেওহিন্দুরা এত মূর্খ যে তারা জানেনা কুরআন শরীফে কুরবানীর পশুকে সম্মান করতে বলা হয়ে হয়েছে। প্রত্যেক মুসলমানই কুরবানীর পশুকে তাযীম করে, সম্মান করে।
কিন্তু মুসলমানতো হিন্দুদের দেবতা হিসেবে সম্মান করতে পারে না। তাহলে কি মুসলমানিত্ব থাকবে?
কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ হয়েছে যে, যার যার ধর্ম তার তার।
হিন্দুরা তাদের হিন্দুয়ানী নিয়ে থাকুক । ওটা তাদের ব্যাপার। কিন্তু মুসলমানরা তাদের দেবতাকে সম্মান করতে যাবে কোন দু:খে। তাহলে তো সে মুসলমান থাকতে পরে না।
মুজাফফর নগরে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছে, মা-বোন নির্যাতিত হয়েছে। দেওবন্দীরা তখন প্রতিবাদ থাক দুরের কথা কোন বিবৃতিও দেয়নি । সারা ভারতে গণহারে মুসলিম নিধন চলছে, অত্যচার-নির্যাতন চলছে তারা কোন প্রতিবাদ করে নি, বিবৃতি ও দেয়নি।
তাছাড়া প্রতিদিনই ভারতসহ সারা বিশ্বে লাখো গরু জবাই হয়ে থাকে। দেওবন্দীরা শুধু কুরবান আসলেই এ চুলকানীটা শুরু করে যে, গরু হিন্দুদের দেবতা , হিন্দুদের ধর্মীয় অনুভূতি রক্ষার জন্য গরু কুরবানী করা যাবেনা।
উল্লেখ্য, যেখানে হিন্দুরা নিজেরাও গরু বলি দেয়। সেখানে দেওবন্দী ওরফে দেওহিন্দুরা কি করে গরু কুরবানীর বিরুদ্ধে বলতে পারে?
আসলে দেওবন্দীরা দেওহিন্দু হয়ে গেছে।
নিচের লিংকগুলো দেখুন:
http://khabar.ibnlive.in.com/news/109892/13
Click This Link
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মাটির কথা বলেছেন: ভয় নয়। দালালী।
ভয়ও হতে পারে।কারন দেওবন্দীরা তাদের ঈমানকে হিন্দুদের কাছে জমা দিয়ে দিয়েছে।
২|
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
ঘুড্ডির পাইলট বলেছেন: মাটির কথা !
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মাটির কথা বলেছেন: মাটির কথা রূপক অর্থে রাখা হয়েছে।
মাটির কথা বলতে সত্য, সহজ , সরল কথাকে বুঝানো হয়েছে।
৩|
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
নষ্ট ছেলে বলেছেন: বেকুব নাকি আপনে?
নিষেধ করল কই? এড়াতে কইছে তাও সব রাজ্যে না।
Leading Islamic seminary Darul Uloom Deoband on Sunday appealed Muslims to avoid cow slaughter on Eid al-Adha in states where it has been banned as a mark of respect for the feelings of Hindus
৪|
১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মুদ্দাকির বলেছেন: এমন কি হতে পারে না যে তারা অযোচিত দাঙ্গা এড়ানোর জন্যই এই রকম বলছেন ??? আল্লাহের দেয়া হালাল জিনিসকে আপনি হারাম করতে পারেন না, কিন্তু এমনতো নয় যে গরু কুরবানি করতে হবেই ????!!!! যে খানে যেটা করলে কোন সমস্যা নাই তারা সেই পশুই করুক, নাকি বলেন ? যারা ভারতে বাস করেন, তাদের জন্য ব্যাপারটা (গরু জবাই) হয়ত খুব বৈরি !!!!
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
তারিন রহমান বলেছেন: আমার ধারণা ওরা ভারত সরকারের ভয়ে এই ফতোয়া দিয়েছে।