| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটির কথা
আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net
যে দলই হরতাল করুক তা কখনো গ্রহনযোগ্য হতে পারে না।
গণআতংক, ভাংচুর, বোমা-ককটেল ফাটানো গণজীবনের অচল অবস্থা। সব মিলিয়ে যেন এক গণজুলুম এবং গণঅত্যাচারের মহোৎসব।
এ থেকে পরিত্রান পাওয়ার কি উপায় নেই? আছে তা জনগণকেই ব্যবস্থা করতে হবে।
আমরা বোধাই জনগণ যতদিন এধরণের জুলুম-অত্যাচার মাথা পেতে নেবো , ততই তা আমাদের উপর চেপে বসবে।
হরতালসহ রাজনৈতিক দলগুলোর সকল অপকর্মসূচী জনগণকেই বন্ধ করতে হবে। না হয় এ নির্যাতনের যাঁতাকল থেকে কারোই রেহাই হবে না।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭
মুহাই বলেছেন: রাইট