নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

জার্মানি যদি ইহুদী পণ্য বর্জন করতে পারে, তাহলে মুসলমানরা পারবে না কেন?

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬



জার্মানির বড় বড় চেইন সুপার মার্কেটগুলো ইহুদিবাদী ইসরাইলের তৈরি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও গত মাসে পূর্ব বায়তুল মোকাদ্দাস ও জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত ইহুদী উপশহরে তৎপর ইসরাইলি বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধের জন্য ইউ’র সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। এএফপি।

অথচ নির্মম হলেও সত্য যে, মুসলমানেরা এখনো এই পরগাছা ইসরাইলের পণ্য ব্যবহার করে চলেছে। এলকোহলযুক্ত কোকাকোলা ও পেপসি মুসলমানেরা যত পান করে বিধর্মীরাও এতো পান করে না। এই পরগাছা ইসরাইল মুসলমান দেশে তাদের পণ্য বিক্রি করে এই টাকা ফিলিস্তিনি নিরীহ মুসলমান উনাদের শহীদ করার কাজে ব্যয় করে ।

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন, “তোমরা নেক ও পরহেজগারীতে পরস্পরকে সাহায্য কর। বদ ও নাফরমানীতে সাহায্য করো না।”

মুসলমান উনারা মহান আল্লাহ পাক উনার আদেশ মুবারক ফিকির না করে বরং উলটা করছে। নাউযুবিল্লাহ! মুসলমান উনাদেরকে অবশ্যই এই পরগাছার পণ্য ব্যবহার থেকে বিরত থাকা উচিত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন:
আত্ম পরিচয় আর মর্যাদাবোধ হারিয়ে গেলে যা হয়....

মুসলমান নামধারীরা নিজেদের মৌলিক আইডেন্টিটি হারিয়ে ফেলেছে!

তাদের বিশ্বাস এবং কর্ম (বাংলায় মনে হয় যুত হলো না ;) ) তাদের ঈমান এবং ইবাদত ভুলে গেছে!!!!

তাইতো এই হাল্

ফিরিয়ে আনতে হবে আত্মপরিচয়ের গৌরব।

ফিরিয়ে আনতে হবে জ্ঞান বিজ্ঞানের চর্চা

ফিরিয়ে আনতে হবে আত্মমর্যাদাবোদ....তবেই যদি কিছু হয়..

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫০

এম আর ইকবাল বলেছেন:
মুসলমানেরা নিজেরা আগে শুদ্ধ হোক ।
নিজেদের মধ্যে ভাতিত্র্য বোধ জন্ম হোক ।

সারা বিশ্বে মুসলমানদের হাতে মুসলমানরা কি পরিমানে
মরছে , তা কি হিসাব করে দেখেছেন ।

আমাদের নিজের দেশেই দেখেন,
আমরা নিজেরা যে ভাবে নিজের দেশ আর দেশের সম্পদ
নষ্ট করছি, ইসরাইলিরা বক তা করছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.