![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net
১) চাঁদ একটি উপবৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আবার পৃথিবী ২৩.৫ ডিগ্রী কোণে সূর্যকে প্রদক্ষিণ করে। কখনো চাঁদ পৃথিবীর কাছে থাকে আবার দূরে যায়, আবার পৃথিবী কখনো সূর্যের কাছে থাকে আবার দূরে যায়। সে কারণে একটি নির্দিষ্ট দেশ কখনো সবসময় প্রথমে চাঁদ দেখতে পায় না । কিন্তু সউদী আরব কেন জানি দেখতে পায়! এর কারণ-
বিজ্ঞানের নিয়ম যাই থাকুক না কেন, সউদী আরবের জন্য নিয়ম ভিন্ন
সউদী আরবের পেট্রো ডলারের কারণে তাদের দেশে চাঁদ আগে দেখতে পাওয়া যায়।
সউদী আরব মধ্যপ্রাচ্যের একটি দেশ। মধ্যপ্রাচ্যে বিজ্ঞানের নিয়ম কার্যকর নয়।
২) চাঁদ কখনো পৃথিবীর পূর্বে, কখনো পশ্চিমে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে আগে দেখা যেতে পারে। এটা সম্মানিত শরীয়ত এবং বিজ্ঞান অনুযায়ী সত্য। কিন্তু সউদী আরব কেন জানি সবার আগে চাঁদের তারিখ ঘোষণা করে। এর কারণঃ
সউদী বাদশারা দুই পবিত্র মসজিদের খিদমতগার, তারা চাঁদের তারিখ ঘোষণা করার অধিক হকদার।
সউদী পর্যবেক্ষকদের বাইনোকুলার চোখ আছে।
প্রতি মাসে চাঁদ সউদী আরবে প্রথম দেখা যায়।
পাঠক! উত্তর এখানে কোনটাই সত্য নয়। ফলে আপনি সঠিক উত্তর দিতে ব্যর্থ হবেন। এভাবে উত্তর দিতে ব্যর্থ হচ্ছেন পৃথিবীর সকল মুসলমান। সঠিক উত্তর পেতে সউদী বাদশাদের ইতিহাস জানুন, সঠিক উত্তর জানতে রাজারবাগ দরবার শরীফ আসুন।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৫৭
rafiq buet বলেছেন: সউদী বাদশাদের ইতিহাস নিয়ে কোন গ্রহনযোগ্য পিডিএফ লিংক থাকলে শেয়ার করবেন।