নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওপাড় বাংলার বন্ধু..............।চলে এস বন্ধু হতে.....।

বর্তমানে আমার কমেন্ট করার সুবিধা বন্ধ আছে.

chin২

নাম ই যথেষ্ট.............Kyun sach ka sabak sikhaye Jab sach sun bhi na paye...Sach koi bole toh tu....।Niyam kanoon bataye Tera dar..Tera pyar..Teri waah..Tu hi rakহ......।Rakh, saala

chin২ › বিস্তারিত পোস্টঃ

নারীদের বলা হয় ছলনাময়ী!

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১১

সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাসী বলে বদনাম আছে পুরুষের। তাই নারীদের সন্দেহের তীরও পুরুষদের দিকেই থাকে বেশি। নারীদের কাছে হাতেনাতে ধরা পড়ে পুরুষদের নাজেহাল হওয়ার নজিরও কম নেই। কিন্তু সম্প্রতি চালানো এক জরিপে দেখা গেছে, একেবারে উল্টো তথ্য। প্রেমের ক্ষেত্রে এখন পুরুষ নয়, বরং নারীরাই বেশি অবিশ্বাসী। চিরন্তন ত্রিভুজ প্রেমের কাহিনির লাটাই এখন নারীদের হাতেই।

ভারতের বেঙ্গালুরুর বেসরকারি একটি সংস্থার চালানো এক জরিপে দেখা গেছে, এক-চতুর্থাংশ নারী একসঙ্গে দুজন বা তিনজন পুরুষের সঙ্গে প্রণয়ের সম্পর্ক রক্ষা করেন। দুই হাজার জনের ওপর চালানো ওই জরিপে আরও জানা যায়, ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করেই নারীরা সুকৌশলে এ ধরনের ত্রিভুজ প্রেম চালিয়ে যান। আর পুরুষদের মাত্র ১৫ শতাংশ এ ধরনের দ্বৈত বা ত্রিভুজ প্রেমের সম্পর্ক বজায় রেখে চলেন। আরও ভয়াবহ ব্যাপার হলো এ ধরনের সম্পর্ক বজায় রাখাটাকেই স্বাভাবিক বলে মনে করছেন নারীরা। জরিপে প্রায় অর্ধেক নারীই জানান, এটা দোষের কিছু নয়। একসঙ্গে দুই বা তিনজন পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখাই যায়। যেসব নারী বেশি উপার্জন করেন, তাঁদের মধ্যেই এ প্রবণতা বেশি।

এ ব্যাপারে মনস্তত্ত্ববিদদের ব্যাখ্যাও চমকে দেওয়ার মতো। মনস্তত্ত্ববিদ জো হেমিংস বলেন, ভালোবাসার ক্ষেত্রে পুরুষদের ছলচাতুরীর কথা সবার জানা। এ কাজে তাদের জুড়ি মেলাভার। তবে এ ব্যাপারে নারীরাও কম যান না। ভালোবাসা বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তাঁদের দৃষ্টিভঙ্গি আরও জটিল। আর সম্ভবত এ কারণেই নারীদের বলা হয় ছলনাময়ী!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০১

নিয়ামুল ইসলাম বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-)

২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০৮

chin২ বলেছেন: :-B :-B

২| ২৩ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৪

বাজপাখি বলেছেন: কেউ কম না। বহু দেখছি।

২৩ শে আগস্ট, ২০১১ দুপুর ১:১০

chin২ বলেছেন: তাই বুঝি

৩| ২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:০৭

স্বাধীন শোয়েব বলেছেন: je jmn tar kopal e temon e GF/BF asbo.....

২৩ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৩

chin২ বলেছেন: না ভাই ভালো দের খারাপ, আর খারাপদের ভালো জোটে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.