![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিলিপাইনের শিক্ষাবোর্ডের গ্রেড-১, গ্রেড-২ ও গ্রেড-৩-এর গণিতের এসব পাঠ্যবই ছাপানো শেষে বৃহস্পতিবার এর চালান হস্তান্তর করা হয়। বসুন্ধরার এ ছাপাখানায় মোট ৯৮ হাজার ৪০০টি পাঠ্যবই ছাপানো হয়েছে।এদিন বিকেলে সিঙ্গাপুরভিত্তিক এলকেম প্রাইভেট কোম্পানি লিমিটেডের কাছে এ বইয়ের চালান হস্তান্তর করা হয়।আমার মন্তব্য: আর আমাদের শিক্ষাবোর্ডের বই ভারতের প্রেসে ছাপা হয়। এটা নির্লজ্জ ভারত প্রেম এর নমুনা। বর্তমান সরকার ভারতের দয়ায় ক্ষমতায় এসে এখন তাদের দায় পরিশোধ করে চলছে !!
অথচ এই বছর এমন কি গত বছরও আমরা ভারত থেকে বই ছাপিয়ে নিয়ে আসেছি !! আমার প্রধানমন্ত্রী বলেন '''আমার থেকে দেশ প্রেমিক আর কে আছে ''' !! লিংক ঃ পাঠ্য বইয়ে ছাপাখানার ভূত 'ভারতের পিতম্বরা নামের ছাপাখানা থেকে ছাপানো তৃতীয় শ্রেণীর বাংলা বই এখানে (ময়মনসিংহে) বিতরণ করা হয়। এতে দেখা যায়, বইয়ের ৮৩ থেকে ৯৮ পর্যন্ত পৃষ্ঠা নেই। ৪৫ থেকে ৫৮ পর্যন্ত পৃষ্ঠা দুইবার সংযোজন করা হয়েছে। চতুর্থ শ্রেণীর সমাজ বইয়ে ২৯ থেকে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত নেই। একই বইয়ের ৬০ পৃষ্ঠার পর ৪৫ থেকে শুরু হয়ে ৬০ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয়বার সংযোজন করা হয়েছে।' চলতি বছরের প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্য বই নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তর ও বোর্ডে এভাবেই মূল্যায়ন প্রতিবেদন পাঠিয়েছে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের বিনা মূল্যে বিতরণ করা প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ে ভুলের এই ভয়াবহ চিত্র শুধু ময়মনসিংহের নয়, গোটা দেশেরই। এ পর্যন্ত ৫০টি জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা পাঠ্য বই নিয়ে এ রকম অবিশ্বাস্য সব অসংগতির কথা উল্লেখ করে মূল্যায়ন প্রতিবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) পাঠিয়েছেন।
গত বছর ও এইবছর বই ইন্ডিয়া থেকে ছাপা হইছে !! বাহ বাহ !! আমাদের বন্ধু মানুষ তো !! ওদের নাকি কাম কাজ নাই , আর আমাদের কামের অভাব নাই তাই ওদের কিছু কাম কাজ দেই আর কি !!
বসুন্ধারা কেন ইসলাম পুরে দেক সরকার পাঠ্য বইয়ের কাম , ঠিক মতো সময় পোছিয়ে যাবে যদি দুর্নিতী না করে , কিন্তু এইডা কেমবাইক হইবে !!
জয় বাংলা !! জয় বাংলা !! ( দেশ প্রেমিকের প্রেম দেখে আমি মুদ্ধো
২| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:০৮
রাজনীতি বলেছেন: কুত্তার বাচ্চারা .....আর কিছু কি পারে?
৩| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:১৩
সাইফুল শরিফ বলেছেন: ক্ষমতায় আসার ঋণ পরিশোধ করতে এখন দেশ বেচতে হচ্ছে তাদের , জয় বাংলা, জয় হিন্দ, জয় ভারতমাতা !
৪| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:১৪
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ভাই কাল কে এই পুষ্ট দিয়া বকা খাইছি !!
আমারে মানুষ হইতে কয় !! লু রে লু
৫| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
যে সঠিক সময়ে ডেলিভারির গ্যারান্টি, আর সর্বনিম্ন দর হাকছে সেই পাইছে।
সেটা ভারতীয় হউক বা বসুধরা হউক।
০১ লা জুন, ২০১২ বিকাল ৪:২৭
চীড়া মুড়ী বলেছেন: সব জায়গায় দালালি করতে আহিছনা।
৬| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:২২
সাইফুল আলী বলেছেন: হ্যাঁ ভাই এটা সবাই জানে যে এই সরকার ভারতের পা চাটা সরকার
৭| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:৪০
বলশেভিক বলেছেন: ভাকুরদের পোদে আগুন লাগসে।
৮| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:৪৪
দাস্তান বলেছেন: vai apnar lekha ta vada go ekkere dil e giya lagse. Oder varat mata niya ksu bla jabena. Juta mara uchit ei shb vada der
৯| ০১ লা জুন, ২০১২ বিকাল ৪:৪৬
দাস্তান বলেছেন: vai apnar lekha ta vada go ekkere dil e giya lagse. Oder varat mata niya ksu bla jabena. Juta mara uchit ei shb vada der
১০| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:০৬
প্রকৌশলী আতিক বলেছেন:
............কে মমতার হাগু দ্বারা নাস্তা করানোর আবেদন জানানো গেল।
fill গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড
১১| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:০৭
চাটিকিয়াং রুমান বলেছেন: বর্তমান সরকার যখন ভারত বান্ধব তখনতো বাংলাদেশের পাঠ্যপুস্তক ভারত থেকে ছাপিয়ে এনে দাদাদের প্রতি আদর প্রদর্শন নতুন কিছু না।
১২| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:১০
উপপাদ্য বলেছেন: ভাই নাহিদ প্রগতি প্রকাশনে লাইন দিছে।
তাই আপনার ভালো নিউজ শোনার তার টাইম নাই।
১৩| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:১৪
মদন বলেছেন: দাদাদের প্রতি কৃতজ্ঞতাবোধ আছে না??? আওয়ামীলীগরে আপনি কি অকৃতজ্ঞ মনে করেন?????
১৪| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:১৪
তিতাকথা বলেছেন: দেশে এতএত রিয়েল এস্টেট থাকতে............সাহারা আসলো একই কারণে
১৫| ০১ লা জুন, ২০১২ বিকাল ৫:২১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমিও দেশপ্রেম দেখে মুদ্ধো হলাম।
১৬| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৯
কুট্টুশ বলেছেন: ভাই আজকাল ভাদা দের ভাদা বললে মা বাপ তুলে গাইল দেয়
তাই আমিও শুরু করছি।
পোস্ট ভালো হইছে।আসেন আমরা সবাই ভাদাদের বিরুদ্ধে লেখি।
১৭| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
বাজেকাম বলেছেন:
ফিলিপাইন বাংলাদেশ থেকে বই ছাপিয়ে নিলে তাদের দেশপ্রেমের কোন অভাব হয় না বাংলাদেশ ভারত থেকে বই ছাপালে দেশপ্রেমের অভাব দেখা দেয়।
বসুন্ধরা ফিলিপাইনের মাত্র ৯৮ হাজার ৪০০ বই ছেপেছে। বাংলাদেশে সর্বমোট কী পরিমাণ পাঠ্যবই ছাপা হয় কোন ধারণা আছে? প্রায় ২৫ কোটি বই। এর মাত্র ৩-৬ শতাংশ বই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ছাপান হয়। সকল শর্তে রাজী সর্বনিম্ন দরদাতাই কাজ পেয়ে থাকেন।
১৮| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
বাংলার চে বলেছেন:
বিরোধীতার জন্য সবকিছুর বিরোধীতা করা কি উচিত। বিষয়টি আপনার ভালভাবে জানা উচিত ছিল। ইচ্ছে হলেই একটা পোষ্ট দিয়ে দিলাম। শালার আমরা যে কি মহাজ্ঞানী। ভাদা/ছাগু- বাল ছাল এসব সস্তা সেন্টিমেন্ট বাদ দেন। সব কিছূ যৌক্তিকভাবে ভাবতে শিখুন।
আন্তর্জাতিকভাবে টেন্ডার না হলে মে-জুনের আগে বই সরবরাহ কোনভাবে সম্ভব ছিল না। আগের কোন সরকারের কথা বাদ- কোন সরকারের মন্ত্রী মে মাসের আগে সব বিদ্যালয়ে বই পৌছাতে পেরেছে! একজনই পেরেছেন তিনি নাহিদ।মনে আছে গুদামে আগুন দিয়েছিলেন, এক সপ্তাহ জলেছে তবুও জানুয়ারীর এক তারিখ স্কুলে বই পৌছাল।
আগে কিছূ শিশুকে পুরানো বই পড়তে হতো এখন সবাই নতুন বই পায়। এটা নাহিদের দোষ।
দলীয় িটকাদারদের দিয়ে কাজ না করিয়ে বর্হিদেশ থেকে কম খরচে বই ছাপালো এটা নাহিদের অপরাধ। যে হারে টেন্ডারবাজী করেছে আলীগ -আন্তজাতিকভাবে টেন্ডার না হলে একাজ নিশ্চিত তারা ভাগিয়ে নিত। আর কাজের মান কি হতো ভেবেছেন।
১৯| ০১ লা জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৩
শাওণ_পাগলা বলেছেন: ""ফিলিপাইন বাংলাদেশ থেকে বই ছাপিয়ে নিলে তাদের দেশপ্রেমের কোন অভাব হয় না বাংলাদেশ ভারত থেকে বই ছাপালে দেশপ্রেমের অভাব দেখা দেয়।"" +
সবাই কে ভাদা বলতে বলত নিজেকে পাদা বানায় ফেলবেন না।
২০| ০১ লা জুন, ২০১২ রাত ১০:৩০
শুকতারাা বলেছেন: অথচ এরাই দেশপ্রেমিক । আর আমরা সব বালছিরা।মুখ খারাপ করার জন্য দুঃখিত।
২১| ০২ রা জুন, ২০১২ রাত ১২:০৭
ইন্জিনিয়ার রুমান বলেছেন: আপনি তো ভাই দেখি যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা করছেন।
ক্ষমতায় আসার ঋণ পরিশোধ করতে এখন দেশ বেচতে হচ্ছে তাদের , জয় বাংলা, জয় হিন্দ।
২২| ০২ রা জুন, ২০১২ দুপুর ২:৩৬
অর্ণব আর্ক বলেছেন: জয় হিন্দ। জয় নাহিদ ভাই।
পোস্ট স্টিকি করা হোক।
২৩| ০২ রা জুন, ২০১২ দুপুর ২:৪৮
অথঃপর আমি বলেছেন: @ বাংলার চে...
দুর্নিতি রোধের জন্য ভারতকে বই ছাপানের কাজ দেওয়া হয়।
আচ্ছা দূর্নিতি রোধের জন্য ভারতকে বাংলাদেশটা দিয়ে দিলে কেমন হয়?
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১২ বিকাল ৪:০১
ফায়ারউলফ বলেছেন: +++++++++++++++++