নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিরঞ্জীব দত্ত

স্বপ্ন ছাড়া জীবন অ্থহীন.।।।

চিরঞ্জীব দত্ত › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ভালবাসা

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৪

প্রায় ১ ঘণ্টা হল বিমান ছেরেছে। হঠাত ১ AIR HOST কে দেখে চোখ আটকে গেল। পুরো হিয়ার মত দেখতে। কেমন আনমনা হয়ে যাই। নিজের অজান্তেই মনের মধ্যে সেই স্মিতি ভেসে উঠে। কত সুন্দর ছিল সেই দিনগুলি। কলেজ ফাকি দিয়ে ঘুরতে যাওয়া, হাতে হাত ধরে খালি রাস্তা দিয়ে হেটে যাওয়া, আমার কাধে ওর মাথা রেখে বসে থাকা। সবকিছু কত সুন্দর ছিল। কিন্তু হটাত একদিন শুনি হিয়া এক্সিডেন্ট করে। অবস্থা খুবই বেগতিক হয় এবং এক সময় তাকে নিয়ে বিদেশে যেতে হয় ট্রিটমেন্ট এর জন্য। এক সময় হিয়া সুস্থ হয়ে উঠে, কিন্তু ওর স্মৃতি শক্তি হারিয়ে ফেলে। কয়দিন পর তারা কানাডা চলে জায়। এরপর আর তাদের কোন খবর নেই। আজ ১০ বছর পার হয়ে গেল কিন্ত হিয়াকে এক বিন্দুও ভুলতে পারি নি। প্রায়ই ওর সেই ভুবন ভুলানো হাসি মনকে অস্থির করে তুলে। তাকে আগের মতই ভালবাসি। আর তাই আজ ছুটে যাচ্ছি কানাডার উদ্দেশ্যে।

হিয়াকে খুঁজে পেতেই হবে। তার স্মৃতি ফিরাতেই হবে। আমাকে পারতেই হবে। হিয়া!! আমি আসছি হিয়া!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.