নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

◙◙◙ মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করার A to Z সমাধান ◙◙◙

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২০





বর্তমানে অনেকটা ঝামেলাহীন ভাবেই মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি করা যাচ্ছে, যেখানে পূর্বে নানান ঝুট-ঝামেলার মুখোমুখি হতে হতো। মূলত ৫টি ধাপে কাজটি সম্পন্ন হয়ে থাকে।



ব্যাংকে টাকা জমা দেওয়া > অনলাইনে ফর্ম পূরণ > ফর্ম জমাদান এবং ছবি তোলা > পুলিশ ভেরিফিকেশন > পাসপোর্ট সংগ্রহ



আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে ধাপগুলো সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো। কিন্তু নিচের বিরাট ইতিহাস দেখে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা যাতে কোন জায়গায় ভুল না করেন তার জন্য প্রতিটি জিনিসকে সম্পূর্ণরুপে তুলে ধরা হয়েছে। কারণ ছোট একটা ভুলের কারনেই আপনাকে বারবার কষ্ট করতে হবে আর সময়ের অপচয়ও হবে বটে।



◘ কাজ শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস্/তথ্যঃ

• প্রতিটি জেলায় আলাদা আলাদা পাসপোর্ট অফিস রয়েছে এবং কেবলমাত্র নিজ নিজ জেলার পাসপোর্ট অফিস থেকেই পার্সপোর্টে তৈরি যাবতীয় কাজ করতে হবে।

• ঢাকাতে মোট ৩টি পাসপোর্ট অফিস রয়েছে। আগারগাঁও, শরির আখড়া এবং উত্তরাতে।

• এই পোস্টে শুধুমাত্র আগারগাঁও অফিসেরর তথ্য সরবরাহ করা হল। তবে ফর্ম পূরণের ব্যাপারটা সব অফিসের জন্য একই রকম হবে এবং কার্যপ্রণালীও একই।



আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানাঃ

Department of Immigration and Passport

7-E Agargaon

Shere-E-Bangla Nagor

Dhaka-1207, Bangladesh

ইমেইলঃ [email protected]

টেলিফোনঃ 02-8123788



এখন ধাপে ধাপে কার্যপ্রণালীগুলো দেখা যাক-



◘ ব্যাংকে টাকা জমা দেয়াঃ

অনেকেই টাকা জমা দেওয়ার আগেই ফর্ম পূরণ করা শুরু করে দিতে পারেন। তাদেরকে আমি অনুরোধ করবো আগে টাকা জমা দিতে। কেননা অনলাইনে ফর্ম পূরণ করতে হলে আপনাকে টাকা জমা দেওয়ার তারিখ এবং সিরিয়াল রম্বর দরকার হবে। তাই ফর্ম পূরণ একবারেই করতে হলে আগে টাকা জমা দিন।



সোনালি ব্যাংক এর ফার্মগেট, মগবাজার, মালিবাগ, কলেজ-গেট, বঙ্গবন্ধু এভিনিউ শাখায় পাসপোর্টের টাকা জমা দেয়া যাবে। এসব ব্যাংকে পাসপোর্টের জন্য টাকা জমা দেওয়ার আলাদা রশিদ পাওয়া যাবে। ব্যাংক কর্মকর্তা/কর্মচারীর কাছ থেকে নির্ধারিত রশিদ চেয়ে নিন।



টাকা জমা দেয়ার হারঃ

১. সাধারণ ৩০০০ টাকা

২. জরুরী ৬০০০ টাকা

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, যাদের পূর্বের পাসপোর্ট রয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদের কে অতিরিক্ত নবায়ন ফ্রি দিতে হবে। নবায়ন ফ্রির হার প্রতি বছরের জন্য ৩০০ টাকা (অর্থাৎ যাদের ২০১২ সালে মেয়ার উর্ত্তীণ হয়েছে তাদের কে ৩০০ টাকা, যাদের ২০১১ সালে মেয়ার উর্ত্তীণ হয়েছে তাদের ৬০০ টাকা)।



টাকা জমা দেওয়া হয়ে গেলে রশিদটি সংরক্ষন করুন।



◘ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণঃ

মেশিন রিডেবল পাসপোর্ট তৈরির সবচাইতে গুরুত্বপূর্ণ কিন্তু ঝামেলা বিহীন পার্টটি হলো অনলাইনে ফর্ম পূরণ করা। অনেকে অনলাইনেই ফর্ম পূরণকে ঝামেলা মনে করে শুধুমাত্র আবেদনপত্র ডাউনলোড করে হাতে পূরণ করেন। কিন্তু এতে করে তাদের পরবর্তীতে ঝামেলা পোহতে হয়।অনলাইনে অ্যাপ্লাই করার আরো একটি সুবিধা হলো নিজের পছন্দ অনুযায়ি ছবি তোলার তারিখ ঠিক করা যায়। অনলাইন ফর্ম পূরণ করার সময় ভ্যালিড ইমেইল অ্যাড্রেস/টেলিফোন নাম্বার দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার দেওয়া কন্ট্রাক্ট নাম্বারেই পরবর্তীতে এসএমএস দিয়ে বিভিন্ন তথ্য জানানো হবে।



অনলাইনে ফর্ম পূরণের ধাপ সমূহঃ

http://www.passport.gov.bd/ তে ভিজিট করুন।

• হোপ পেজে দেওয়া নির্দেশনাগুলো খুব মনোযোগ দিয়ে পড়ুন। এটি আপনাকে নির্ভুলভাবে ফর্ম পূরণের সহায়ক হবে।

• একেবারে নিচে I have read the above information and the relevant guidance notes ঘরে চেক মার্ক দিন।

• Continue to online enrollment এ ক্লিক করুন।

• যে নতুন পেজটি ওপেন হবে সেটি যথাযথভাবে পূরণ করুন।



গুরুত্বপূর্ণ বিষয় এবং সতর্কতাঃ



• শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।



• আপনার এবং পিতামাতার নামের বানান যেন আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের মত হয় সেদিকে খেয়াল রাখুন। এক এক জায়গায় এক এক রকম হলে ঝামেলা হতে পারে।

• টাকা জমা দেয়ার তারিখ এবং রিসিট নাম্বার ঠিকমত দিয়েছেন কিনা ডাবলচেক করুন।

• ছবি তোলার জন্য এমন একটা দিনকে আপনি নির্বাচন করুন যেদিন আপনার আর কোন গুরুত্বপূর্ণ কাজ না থাকে।

• ফাইনাল সাবমিট করার আগে আবার রিচেক করুন।

• আপনার মেইলে পূরণকৃত ফর্ম এর কপি পাঠিয়ে দেওয়া হবে। সেটি প্রিন্ট আউট দিয়ে রাখুন। দুটি কপি করুন। জমা দেওয়ার সময় দুই কপি জমা দিতে হবে।

• ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিরাপদ স্থানে রাখুন।



ঝামেলাঃ এটি একটি বিজি সাইট হওয়ায় অনেক সময় পেজ ওপেন হতে এবং ডাটা এন্ট্রি করতে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়। তাই অনেকে আবেদনপত্র ডাউনলোড করে হাতে লেখাতেই পছন্দ করেন। যারা হাতে ফর্ম পূরণে আগ্রহী তারা আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন।



◘ দরকারি ডকুমেন্ট সত্যায়নঃ

- আপনার পূরণকৃত ফর্মের যেই পিডিএফ কপিটা পেয়েছেন, সেটার ২ কপি কালার প্রিন্ট করে ফেলুন।

- যেসব জায়গা হাতে পূরণ করতে হবে সেগুলো করে ফেলুন । আপনার সাইন দিন।

- এবার নিজের চারকপি ছবি , জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট ফর্ম নিয়ে নিম্ন বর্ণিত যেকোন ব্যাক্তিদের কাছ থেকে সত্যায়িত করে নিন। পরিচিত কাউকে দিয়ে সত্যায়ন করানো দরকার এই কারণে যে, ঐ কর্মকর্তার নাম , যোগাযোগ ও ফোন নাম্বার ফর্মে লিখতে হয়।

- মনে রাখবেন ছবির পেছনে সত্যায়িত করার দরকার নেই। ছবি আগে ফর্মে আঠাদিয়ে লাগাবেন। তারপর ছবির উপর সত্যায়িত করতে হবে যেন সত্যায়নটা ছবিতে এবং ফর্মে অর্ধেক অর্ধেক হয়।

- সত্যায়ন শেষে পুরো ফর্মটি রিচেক করুন।

- সত্যায়িত ছবি এবং ব্যাংকের রিসিট আঠা দিয়ে ফর্মের সাথে যুক্ত করুন। সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিটি নিন।



আপনার ফর্ম এখন পরবর্তী কাজগুলো করার জন্য রেডি।



কারা কারা কাগজপত্র প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন?

যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।



◘ ফর্ম জমাদান এবং ছবি তোলাঃ



অনলাইনে আপনার দেওয়া তারিখে নিচের কাগজপত্র নিয়ে সকাল সকাল পাসপোর্ট অফিসে গিয়ে উপস্থিত হোন।



১. পূরণকৃত আবেদনপত্রের দুইটি কপি।

২. ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি।

৩. পূর্বের পাসপোর্ট থাকলে, পূর্বের পাসপোর্টের প্রথম তিন পাতার ( ছয় পৃষ্ঠা ) ফটোকপি এবং মূল পাসপোর্ট, এখানে লক্ষণীয় যে, ফটোকপি করার সময় পূর্বের পাসপোর্টের মলাটের পাতা থেকে যেখানে ইস্যু এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেয়া থাকবে, সেখান থেকে ফটোকপি শুরু করতে হবে।

৪. কলম, আঠা, স্ট্যপলার ও জেমস ক্লিপ সাথে রাখতে পারেন।



পাসপোর্ট অফিসে যে সমস্ত জিনিস আপনাকে করতে হবে-



• ফর্ম ভেরিফিকেশনঃ

- সরাসরি ৮ম তলার ৮০৪ নম্বর রুমে চলে যান। সেখান থেকে ফর্ম ভেরিফিকেশন করার জন্য একটা সিরিয়াল নম্বর নিয়ে নিন।

- সিরিয়াল নম্বর নিয়ে তয় তলার ৩১০ নম্বর রুমে চলে আসুন। আপনার পূরণকৃত ফ্রম এবং ডকুমেন্টস্ সাবমিট করুন।



• ছবি তোলঃ

- ফর্ম ভেরিফিকেশন করা হয়ে গেলে ওরা আপনাকে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিবে ছবি তোলার জন্য। ওদের দেওয়া গাইডলাইন অনুযায়ি নির্দিষ্ট রুমে চলে যান।



দরকারি তথ্যঃ

- ছবি তুলতে যাওয়ার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে, “সাদা কাপড় পরে ছবি তোলা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ”, তাই অবশ্যই সাদা ব্যতীত অন্য কোনো রঙের কাপড় পরে যাবেন অথবা সাথে নিয়ে যাবেন। আপনার পোশাকে কোনস্থানেই সাদা রং থাকা যাবেনা। কালো রঙের শার্ট ব্যাবহার করুন। এটা সবচাইতে ভাল হবে। ওদের একটা গনশার্ট আছে। চাইলে সেটিও ব্যবহার করতে পারেন।

- ছবি তোলার পর আপনার ফিঙ্গার প্রিন্ট/ডিজিটাল সিগনেচার নেওয়া হবে। ডিজিটাল সিগনেচার দেওয়ার সময় আস্তে আস্তে লিখুন।

- এগুলো করা শেষ হলে আপনাকে একটি ফর্ম দেয়া হবে যাতে আপনার পাসপোর্ট ডেলিভারি দেয়ার তারিখ দেয়া থাকবে। এটি সংগ্রহ করুন এবং সংরক্ষন করুন।



আপাতত আপনার কাজ শেষ।



◘ পুলিশ ভেরিফিকেশনঃ

আপনার স্থায়ী আর বর্তমান ঠিকানা আলাদা হলে দুই জায়গাতেই আপনার ভেরিফিকেশান হবে। পুলিশের এস বি ( স্পেশাল ব্রাঞ্চ) এই কাজটা করে থাকে।



৫০০-১০০০টাকা পুলিশকে বকশিস দিতে হবে এমনটাই রীতি হয়ে গেছ। আপনি চাইলে/পারলে নাও দিতে পারেন যদি আপনি মেনেজ করতে পারেন।

ভেরিফিকেশান শেষ হলে আপনার মোবাইলে এস এম এস আসবে। যেদিন এস এম এস আসবে তারপরেই আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।



◘ পাসপোর্ট সংগ্রহঃ

- সকাল সকাল পাসপোর্ট অফিসে চলে যান।

- লাইনে দাড়ান। আপনার সিরিয়াল আসলে রিসিট জমা দিয়ে পাসপোর্ট সংগ্রহ করুন।

- পাসপোর্টে দেওয়া তথ্যগুলো নির্ভূল আছে কিনা চেক করে নিন।



রিজিওনাল পাসপোর্ট অফিসের ঠিকানা ও দরকারি টেলিফোন নাং এর লিংক-

http://www.dip.gov.bd/?q=node/34



(পোস্টটি বাংলাদেশ সরকারের অনুমোদিত ওয়েবসাইট, বিভিন্ন পত্রপক্রিকায় প্রকাশিত আর্টিকেল এবং ব্লগারদের ইতোপূর্বে প্রকাশিত পোস্টকে সমন্বয় করে লিখা হয়েছে।)

মন্তব্য ৯২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩১

আশমএরশাদ বলেছেন: ভেরি গুড় আর্টিকেল।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮

চিরতার রস বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ :)

২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উপকারী পোস্ট!!

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

চিরতার রস বলেছেন: থ্যাংকু দেশ প্রেমিক বাঙালী :)

৩| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪১

ব্লগ ৪১৬ বলেছেন: ব্যাংকে টাকা জমার দিবার কত দিনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। কোন টাইম বার আছে কিনা জানতে চাই।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩০

চিরতার রস বলেছেন: নাহ। কোন টাইম নাই। তবে তাড়াতাড়ি করাই ভাল। আর একবার অনলাইনে আবেদন করলে ঐ আবেদন আবেদনের পরবর্তী ১৫দিন কার্যকর থাকবে। ১৫ দিন পর ঐ আবেদন অটোমেটিকভাবে বাতিল হয়ে যাবে। তখন আবার নতুন করে অনলাইনে আবেদন করতে হবে।

ধন্যবাদ।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪২

শরৎ চৌধুরী বলেছেন: উপকারী; এই পোষ্টটা যে কতজনে প্রিয়তে নেবে তার ইয়াত্তা নেই। + ।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১

চিরতার রস বলেছেন: ;) অনুপ্রাণিত হলাম গুরু। থ্যাংকু।

৫| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪২

সুমন কর বলেছেন: পোস্ট প্রিয়তে থাকল। কাজে লাগবে। ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

চিরতার রস বলেছেন: সুমন ভাই থ্যাংকু। ভাল থাকবেন সব সময়।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮

ঢাকাবাসী বলেছেন: কাজের পোষ্ট, খুব ভাল।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২

চিরতার রস বলেছেন: অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী ভাই।

৭| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

অন্যমনস্ক শরৎ বলেছেন: উপকারী; এই পোষ্টটা যে কতজনে প্রিয়তে নেবে তার ইয়াত্তা নেই। + ।

আমিও নিয়ে রাখলাম প্রিয়তে।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

চিরতার রস বলেছেন: ধন্যবাদ ইভান ভাই। দিনকাল ক্যামন চলে ? ;)

৮| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৯

আমাবর্ষার চাঁদ বলেছেন: অনেক ধন্যবাদ............

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

চিরতার রস বলেছেন: শুভেচ্ছা জানবেন।

৯| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পোস্ট প্রিয়তে।

ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৪

চিরতার রস বলেছেন: শুভেচ্ছা অফুরন্ত।

১০| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৯

নীলাবেশ বলেছেন: আপনাকে ধন্যবাদ। তবে আমি যখন পাসপোর্ট করি ২০১০ এ তখন ঝামেলা ছারাই করসিলাম কিন্তু এখন করতে গেলে ৩০০০ টাকা সাথে আরও ১৫০০/২০০০ টাকা লাগে রাজশাহী পাসপোর্ট অফিসে। দালাল না ধরলে অফিসার গুলা আপনার ফর্ম জমা নেবেনা।আজাইরা ভুল বের করবে।আমার ইয়ে ৬ বার ফর্ম জমা দিয়ে ফেরত পাইসে তারপর দালাল বাবাজিরে ধইরা পাসপোর্ট করাইসে। :(,

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৮

চিরতার রস বলেছেন: ঢাকার অফিসগুলোতে সম্পূর্ণ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ হয়ে থাকে বলে কোন ঝামেলা ছাড়াই এখন সবাই পাসপোর্ট করতে পারছে। আর ভীড়ও তেমন নাই। আমার কলিগ সেদিন মাত্র আধা ঘন্টাতেই সবকাজ করে চলে আসছে।

১১| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

জেরিফ বলেছেন: পাসপোর্ট করে রেখেছি ৩ বছর হলো , তখন ঝামেলাই পড়ি নাই ।
অথচ এর পরও পাসপোর্ট করার কথা শুনলে কেমন কেমন লাগে X( X( X(

অনেকের প্রয়োজন হবে । গুড পোষ্ট :)

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

চিরতার রস বলেছেন: ধন্যবাদ জেরিফ। পাসপোর্টে ভিসা কয়টা লাগছে এই পর্যন্ত ? ;)

১২| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৩

বেলা শেষে বলেছেন: good description, good writing, good informations. good editing....

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯

চিরতার রস বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৪

নিরীহ বালক বলেছেন: http://www.passport.gov.bd

লিঙ্ক তো এইটা !!!? এইটা দেন নাই কেন ?

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪০

চিরতার রস বলেছেন: গালতিছে মিছটেক হৈয়া গেছিলো। ঠিক করা হৈছে।
ধন্যবাদ জানবেন :)

১৪| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

দি সুফি বলেছেন: প্রিয়তে। :)

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

চিরতার রস বলেছেন: ;) ভাল থাকবেন সুফি ভাই :)

১৫| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই কামের পোষ্ট! আইচ্ছা একটা জিনিস কন তো, আমার হইল গিয়া হাতে লেখা পাসপোর্ট। সেটার মেয়াদ গতবছর শেষ, এখন আমি কেমনে কি করুম।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১২

চিরতার রস বলেছেন: আমি আপনাকে বলবো মেশিন রিডেবল পাসপোর্ট করে ফেরার জন্য। কেননা আপনি আবার মেয়াদ বাড়াতে গেলেও সব ফর্ম পূরণ করতে হবে। আর আপনাকে renewal দেওয়ার সম্ভাবনাও কম। দিলেও আগামী এক বছরের জন্য renewal দিতে পারে। মেশিন রিডেবল পাসপোর্ট করতে হলে আপনাকে ফরম পূরণের সময় পুরাতন পাসপোর্টের তথ্য দিতে হবে। আর কাগজপত্র জমা দেওয়ার সময়ও পুরাতন কপি জমা দিতে হবে।

মেয়াদ বাড়াবে কিনা আমি শিওর নাহ। আগে যোগাযোগ করে নিয়েন। :)

১৬| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: খুব গুরুত্বপূর্ণ পোস্ট। চমৎকার উদ্যোগে সাধুবাদ। :)

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৩

চিরতার রস বলেছেন: থ্যাংকু কবি :)

১৭| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: দরকারী

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৩

চিরতার রস বলেছেন: হুম। পাসপোর্ট না থাকলে করে ফেলেন। যে কোন সময় লাগতে পারে।

১৮| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৫

দালাল০০৭০০৭ বলেছেন: বহুত উপকারী পোস্ট! প্রিয়তে।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪

চিরতার রস বলেছেন: থ্যাংকু। ভাল থাকবেন সবসময় :)

১৯| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ৩০ তম বারের মত প্রিয় বাটনে ক্লিক মারিলাম।


পোষ্টে কোপাইয়া ++++++++

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৪

চিরতার রস বলেছেন: কোপাইয়া ধন্যবাদ শোভন ;)

২০| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৩

সেতু আশরাফুল হক বলেছেন: আমি তো আপনারে নিয়া চিন্তায় আছি, দালালির কাজটাও শেষে হারাইবেন। এইগুলা খুইলা বইলা দিলেন যে...। নিজের পায়ে কুড়াল মারলেন রে ভাই।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৬

চিরতার রস বলেছেন: হেহেহে :)
ডিজিটাল যুগে দালালের ভাত নাই। দালালরা এখন লাঙল, বদল কিনতে ব্যাংক লোন নিতেছে। সামনে হাল চাষ করতে হইবো ;)

২১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৮

মামুন রশিদ বলেছেন: কাজের পোস্ট ।

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১১

চিরতার রস বলেছেন: থ্যাংকু মামুন ভাই :)

২২| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না, আমি সেটা জানি। আমার কথা হচ্ছে, আবার কি পুলিশ ভেরিফিকেশন লাগবে নাকি? মানে আবার সেই ৫০০/১০০০ টাকা!!!

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৩

চিরতার রস বলেছেন: নাহ। আপনার নতুন করে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নতুন পাসপোর্ট নেবার সময় আপনার পুরাতন পাসপোর্টে বাতিল সিল মেরে দিবে। তবে প্রথম বিদেশ ভ্রমনের সময়ও নতুন পাসপোর্টের সাথে পুরাতনটা রাখতে হবে। তবে দ্বিতীয় ভ্রমনের সময় আর পুরাতনটার প্রয়োজন হবেনা।

২৩| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৯

খাটাস বলেছেন: নিঃসন্দেহে বক্সে সাজিয়ে রাখার মত সম্পদ। তাই সাজিয়েই রাখলাম। সময় করে বা প্রয়োজনে মাঝে মাঝেই পড়তে হবে আশা করি।
সুন্দর পোস্টের জন্য অগনিত ধন্যবাদ জানবেন। !:#P

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৩

চিরতার রস বলেছেন: শুভেচ্ছা অনিক :)

২৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩

মোঃ ইসহাক খান বলেছেন: খুব প্রাসঙ্গিক এক পোস্ট।

অনেক কৃতজ্ঞতা রেখে গেলাম।

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৪

চিরতার রস বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

২৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০১

আরজু পনি বলেছেন:

দারুণ পোস্ট অবশ্যই প্রিয়তে ।


@কাল্পনিক_ভালবাসা, পুলিশ ভেরিফিকেশনে তো টাকা দেই নাই B-))

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৬

চিরতার রস বলেছেন: পুলিশ ভেরিফিকেশনে টাকা লাগে নাই !!!! :-* :-* :-*
চরম রেকর্ড কৈরা ফালাইছেন B-)) B-))

২৬| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৫

মেঘবালক বলেছেন: আচ্ছা, ঢাকা জেলার কেউ যদি উত্তরা বা শনির আখড়া থেকে না করে আগারগাও থেকেই করতে চায় তাহলে কি হবে?

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭

চিরতার রস বলেছেন: নাহ। আলাদা আলাদা জোন ভাগ করা আছে। আপনাকে নির্দিষ্ট অফিসেই যেতে বলবে।

২৭| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

ব্লগ ৪১৬ বলেছেন: আগারগাও জোনে পাসপোর্ট করার জন্য মহাখালি সোনালী ব্যাংকে টাকা জমা দিলে কি হবে?

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

চিরতার রস বলেছেন: খুব সম্ভবত মহাখালীতে টাকা জমা নেয়না। তবে খোঁজ নিয়ে দেখতে পারেন।

২৮| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৫

অন্ধকারে একজন বলেছেন: অতি দরকারী পোষ্ট রস ভাই। ধন্যবাদ আপনাকে পোষ্টের জন্য।


এবার আপনার পোষ্টে আসি। দরকারী ডকুমেন্টে আমার কিছু কথা ছিলো। আপনি বলেছেন পুরনকৃত ফর্মের কালার প্রিন্ট করতে কিন্তু আদতে সেটার প্রয়োজন নাই। সাদা-কালো প্রিন্ট করলেও চলবে। পোষ্টে আপনি লিখেছেন চার কপি পাসপোর্ট ছবির কথা বলেছেন সেখানে ২ কপি হলেই চলবেকাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে নোটারী পাবলিক যদিও তাদের ফর্মে লিখা আছে কিন্তু তা প্রযোজ্য নহে । সত্যায়িত কাগজপত্রগুলোর মুল কপি অবশ্যই সাথে রাখতে হবে। বর্তমান আবাস স্থলের ঠিকানা ভোটার আইডি থেকে ভিন্ন হলে সেক্ষেত্রে অবশ্যই বর্তমান আবাস স্থলের ইউটিলিটি বিল অর্থাৎ গ্যাস/পানি/বিদ্যুত বিল এর এক কপি সত্যায়িত সাথে জমা দিতে হবে।

যাদের পূর্বের পাসপোর্ট আছে তাদের এক কপি আবেদন পত্র পুরন করলেই হবে এবং তাদের ক্ষেত্রে নতুন করে পুলিশ ভেরিফিকেশন হবে না।

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৭

চিরতার রস বলেছেন: আপনার তথ্যের জন্য ধন্যবাদ। আশাকরি সবাই খেয়াল করবেন।

২৯| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩১

অন্ধকারে একজন বলেছেন: পোষ্টে এলাকাভিত্তিক পাসপোর্ট আবেদনের অফিসের লিঙ্ক বা ঠিকানাগুলো সংযুক্ত করে দিতে পারে

১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৮

চিরতার রস বলেছেন: সংযুক্ত করে দিয়েছি। থ্যাংকু।

৩০| ১৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: দরকারী পোস্ট

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

চিরতার রস বলেছেন: :) থ্যাংকু ।

৩১| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

ফেরারী৭৬৫ বলেছেন: ভাই , ৩. নং সেকশন এ আমার নাম MD (ইংরেজিতে ) অথবা মো : (বাংলায় ) এটা কি ব্যবহার করা যাবে ?? :( /:)

২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:২৩

চিরতার রস বলেছেন: সবচাইতে ভাল হয় যদি MOHD লেখেন।

৩২| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: অসাধারণ নিঃসন্দেহে
পোস্টে প্লাস
সংকলনে যাচ্ছে

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২

চিরতার রস বলেছেন: ধন্যবাদ নাসিফ ভাই। আপনার নাম কি নাসিফ নাকি নাফিস ? :-*

৩৩| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

ডন ৩৮৬ বলেছেন: রিজিওনাল কোন অফিসে ই টাকা ছাড়া, দালাল ছাড়া হবে না। যারা পেশা স্টুডেন্ট দিবেন তারা অবশ্যই আইডি কার্ডের ফটোকপি জমা দিবেন। পাসপোর্ট অফিস যে কতটা ঝামেলা করায় তা অফিসে না গেলে বুঝা যায় না। আবেদনকারির চেয়ে দালাল বেশি।

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৫

চিরতার রস বলেছেন: রিজিওনাল অফিসগুলো অবস্থা আমার জানা নেই। তবে আগারগাঁও অফিসে এখন ঝামেলাহীল ভাবে কাজ করা যাচ্ছে।

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০

অকুল পাথার বলেছেন: খুবই উপকারি পোস্ট। আমি কয়েকদিন আগে পাসপোর্ট করে ফেলেছি। তবে পাসপোর্ট অফিসের যে ফোন নাম্বার ও ইমেইল ঠিকানা দিলেন ঐখানে ফোন করলে ইহ জনমে কেউ ধরবে না এবং ইমেইল করলে পরকালে উত্তরের আশায় থাকতে হবে। আর আমার মোবাইল এ SMS আসে নি তবে আমার ইমেইল ঠিকানায় ইমেইল এসেছিল।

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৭

চিরতার রস বলেছেন: হিহিহি। আসলে সরকারী অফিসগুলোতে টেলিফোন সেটগুলি শো-পিস হিসেবেই রাখা হয়।

৩৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

বাচ্চা বলেছেন: Great!

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

চিরতার রস বলেছেন: :) বাচ্চারাও ব্লগিং করে দেখছি।

৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: উপকারী পোস্ট!!

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

চিরতার রস বলেছেন: থ্যাংকু। ভাল থাকবেন সবসময়।

৩৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

অগ্নিপাখি বলেছেন: খুবই দরকারি পোস্ট।
প্রিয় তে নিলাম।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৫

চিরতার রস বলেছেন: অনেক ধন্যবাদ অগ্নিপাখি :)

৩৮| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৮

সুমন জেবা বলেছেন: দারুণ ...দারুণ...অবশ্যই প্রিয়তে ।

২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৭

চিরতার রস বলেছেন: ধন্যবাদ জানবেন।

৩৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০১

মাথা ঠান্ডা বলেছেন: অনেক ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৪

চিরতার রস বলেছেন: আপ্নাকেও ধন্যবাদ :)

৪০| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৯

মাথা ঠান্ডা বলেছেন: প্রিয়তে নেওয়ার অপশনটাই নাই।

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৫

চিরতার রস বলেছেন: হায় হায় :(

৪১| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭

মাথা ঠান্ডা বলেছেন: পেয়েছি।

৪২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:৪৪

আনমনে বলেছেন: প্রিয়তে নেওয়ার অপশনটা কই?

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৫

চিরতার রস বলেছেন: মাথা ঠান্ডা নাকি পেয়েছেন :) উনাকে জিগাইতে পারেন ;)

৪৩| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:২২

ইভেন বলেছেন: কত সুন্দর করে পাসপোর্ট তৈরীর সমাধান দিয়েছেন। কিন্তু এটা তো বলে দিলেন না যে টাকা জমাদানের পর বাকি কাজ গুলো শেষ করতে পুরো একদিন সময় লাগবে। তাও আবার অনেক ভীড়ের মধ্যে দাড়িয়ে থেকে, ধাক্কা ধাক্কি করে। যখন সব প্রক্রিয়া শেষ করবেন আপনার দেহটা তখন নিথর মনে হবে।

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৭

চিরতার রস বলেছেন: ব্যাপারটা পিড়াদায়ক। তবে কিছু কিছু দিন একটু ভীড় কম থাকে। যেমন মঙ্গলবার এবং বুধবার। আবার রবিবার, বৃহস্পাতিবার গেলে সারা দিন পার হয়ে যাবে। ব্যাপক ভীড় থাকবে। আর সকাল সকাল তো অবশ্যই যেতে হবে।

৪৪| ২৫ শে মে, ২০১৪ সকাল ১০:১২

সত্যের সন্ধানী এক যুবক বলেছেন: ভাইরে আপনার লিখা পড়ে মনে হলো, গেলাম আর পাসপোর্ট নিয়ে ঘরে ফিরে আসলাম।

কিন্তু ওখানে যাওয়াে পর কি পরিমান হেনস্তা পোয়াতে হয়, সেটা একমাত্র ভুক্তভোগীরাই উপলব্দি করতে পারবে।

তবে দালাল নামক কীট গুলো দিয়ে করালে কোন জামলো পোহাতে হয় না, তখন সবই ঠিক থাকে।

৪৫| ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:০৭

ইভেন বলেছেন: একদিন কোথায় যেন দেখলাম আমাদের দেশে ১২০০ লাল পাসপোর্ট ধারী ভি আই পি আছে। যাদের পাসপোর্ট দেয়ার সকল প্রক্রিয়ার কাজ তাদের বাসায় গিয়ে সম্পন্ন করা হয় এবং তারাই আমাদের দেশের সকল নীতি নির্ধারক। সুতরাং তাদের মত লোক কিভাবে বুঝবে আমাদের ভোগান্তি সকল জায়গায়।

আমার মতে মেশিন রিডেবল পাসর্পোট এর জন্য নিম্ম প্রক্রিয়া অনুসরন করা উচিত।

১। সরকারী অথবা বেসবকারী যেকোন ব্যাংকে এবং অনলাইনের মাধ্যমে পাসপোর্টের ফিস জমা দেওয়া যাবে।

২। অনলাইনে যারা আবেদন করবেন তারা পাসপোর্ট অফিসের নির্ধারণ করে দেয়া সময় গিয়ে ছবি, ফিঙ্গার ‍প্রিন্ট ও স্বাক্ষর দিয়ে আসবে লাইনে দাড়িয়ে।

৩। পাসপোর্ট তৈরী হয়ে গেলে এস এম এস দিয়ে জানিয়ে দিবে। শুধু আপনি গিয়ে নিয়ে আসবেন।

পাসপোর্ট কারো চারিত্রিক সনদ পত্র নয় যে পুলিশ ভেরিফিকেশন ছাড়া এটা দেওয়া যাবে না। তাছাড়া স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনি ভোটার আইডি কার্ড অথবা আপনার এলাকার জনপ্রতি নিধি কর্তৃক সনদ তো দিচ্ছেন। আর যদি মনেকরি যে এটা এক প্রকার পুলিশ ক্লিয়ারেন্স, তাহলে আমাদের দেশে অসংখ্য পাসপোর্টধারী ব্যাক্তি আছে যারা পাসপোর্ট পাওয়ার যোগ্য নয়।

৪৬| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১২:১২

সাহাদাত উদরাজী বলেছেন: ক্লিয়ার কাট।

৪৭| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

ভ্রাম্যমাণ জলদস্যু বলেছেন: আমার পাসপোর্ট প্রদানের তারিখ গত মাসের ২৫ । কিন্তু আমার পাসপোর্ট এর কোন মেসেজ আসে নাই .। এখন কি করব .।।?

৪৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৪

doors26 বলেছেন: আমার মেশিন রিডেবল পাসপোর্ট আগামি ডিসেম্বর ২০১৫ তে মেয়াদ উত্তীর্ণ হয়ে জাবে।আমাকে কত টাকা ফী জমা দিতে হবে। প্রক্রিয়া টা কি নতুন পাসপোর্ট করার মতই। অনলাইন এ কি কোন ফর্ম পুরন করতে হবে।ধন্যবাদ

৪৯| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

৫০| ৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৩

মোঃ আরিফুল ইসলামআ বলেছেন: আমার স্থায়ী এবং বর্তমান ঠিকানা দুইটাই টাঙ্গাইল সেক্ষেত্রে আমি ঢাকা থেকে কি পাসপোর্ট করতে পারবো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.