নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

◙ ঈশপের গল্প ◙ আধুনিক ভার্সন ◙ পর্ব ২

২১ শে মে, ২০১৪ সকাল ১০:১২

দুই বন্ধু ও ভাল্লুক







দুই বন্ধু একটি বনের মধ্য দিয়ে যাচ্ছিলো। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেল একটা বিরাট ভাল্লুক তাদের দিকে আসতেছে। এখন উপায়? !!!



কিছু বুঝে উঠার আগেই এক বন্ধু অপরজনকে ফেলেই দৌড়ে গিয়ে একটা বড় গাছে উঠে বসলো। কিন্তু অপরজন গাছে উঠতে পারেনা। তাই সে মহা বিপদে পরে গেলো। ভাল্লুকের হাত থেকে বাঁচতে সে একটা ফন্দি আটলো। চোখ বন্ধ করে অফলাইন হয়ে গেল। ভাল্লুকটি তার কাছে এসে পোক দিতে লাগলো। কিন্তু বুদ্ধিমান বন্ধুটি ভাল্লুককে পোক ব্যাক করলো না। ভাল্লুকটি মনে করলো এর আইডি মনে হয় ডিএক্টভি। তাই সে আর টাইম নষ্ট না করেই অন্য দিকে চলে গেল। বুদ্ধিমান বন্ধুটি এই যাত্রায় রক্ষা পেল। ভাল্লুকটি চলে যাওয়ায় অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে তার জিজ্ঞেস করলো ভাল্লুকটি তার কানে কানে কি বললো? বুদ্ধিমান বন্ধুটি বললো -"ভাল্লুকটি আমাকে একটা উপদেশ দিয়েছে। সে বললো ফ্রেন্ড লিস্টের সকল বন্ধুই আসল বন্ধু না। সেখানে কিছু সুবিধাবাদী বন্ধুও থাকে। যারা বন্ধুর বিপদ দেখলে দৌড়ে পালায়। তাদের খুঁজে খুঁজে আনফ্রেন্ড করে দিতে হয়।"



আধুনিক মোরালঃ ফেন্ডলিস্টের সব বন্ধুকেই বন্ধু ভাবা উচিত নয়।



সিংহ ও ইদুর







এক দুপুরে বনের মধ্যে একটা সিংহ বেঘোরে ঘুমাচ্ছিলো। ঘুমানোর আগেই সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল এরকম-



"ব্যাপুক ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে নিই। ডোন্ট ডিস্টার্ব মি গাইজ।-ফিলিং স্লিপি।"





কিন্তু সিংহের এই স্ট্যাটাসটি পিচ্ছি ইদুরের চোখ এড়িয়ে গিয়েছিল। সে দৌড়া দৌড়ি করতে করতে এক পর্যায়ে সিংহের নামের উপর উঠে বসলো। আর তাতেই সিংহের ঘুম ভেঙে গেল। সিংহটি ইদুরটিকে খপ করে ধরে ফেললো।



ইদুরটি সিংহের কাছে তার জীবন ভিক্ষা চাইলো। বললো -"আমাকে ছেড়ে দিন সিংহ ভাই। আমি আর কোন দিন দুস্টামি করবো না। আজ থেকে আমি আপনার বন্ধু। আপনার বিপদের সময় আমি আপনাকে সাহায্য করবো।"



পুচকে ইদুরের কথায় সিংহ হো হো করে হেসে দিল। ইদুরকে উদ্দেশ্য করে সে বলতে লাগলো -"তোর মত এই পুচকে ইদুর বনের রাজাকে কিভাবে সাহায্য করবে?"



ইদুর সিংহকে বললো- "সেটা সময়ই বলে দিবে।"



ইদুরের কথায় সিংহ খুব মজা পেল। তার মনটা ভাল হয়ে গেল। তাই সে ইদুরকে ক্ষমা করে দিল। ইদুর তার জীবন ফিরে পেয়ে সিংহকে কদমবুসি করে বিদায় নিল।



কিছু দিন পরে একদল শিকারীর পাতা জালে সিংহ আটকে গেল। শত চেষ্টা করেও সে জাল থেকে বের হতে পারলো না। সিংহ তার স্মার্টফোন বের করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলো -"আমি ফাইসা গেছি মাইন্কা চিপায়। শেষ পর্যন্ত শিকারীর জালেই ধরা খাইলাম !!"



স্ট্যাটাসটা ইদুরের চোখ এড়ালো না। ইদুর সাথে সাথেই বন্ধুকে উদ্ধারের জন্য ছুটে গেল। কুটকুট করে জালের প্রতিটি বাধন কেটে সিংহকে উদ্ধার করলো।



জাল থেকে বের হয়ে সিংহ যেন হাফ ছেড়ে বাঁচলো। সাথে সাথেই ইদুরকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। আর ইদুরও সিংহের রিকোয়েস্ট হাসিমুখে একসেপ্ট করলো।



আধুনিক মোরালঃ অরডিনারী ফেসবুকারও সেলিব্রেটি ফেসবুকারদের কখনও কখনও কাজে আসতে পারে।



*গল্পদুটি ১৯মে, ২০১৪ এ দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রকমারি রম্য পাতায় প্রকাশিত।

মন্তব্য ৪৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: ++++++++++++++++++

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৪

চিরতার রস বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন, সুস্থ থাকুন।

২| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৩০

আহলান বলেছেন: সুন্দর ....

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৪

চিরতার রস বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকুন, সুস্থ থাকুন।

৩| ২১ শে মে, ২০১৪ সকাল ১০:৫২

সুমাইয়া আলো বলেছেন: বাহ বাহ খুব সুন্দর ।।।।। ++++++++++++++++

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৫

চিরতার রস বলেছেন: ধন্যবাদ আলোপু। ভাল থাকুন, সুস্থ থাকুন।

৪| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:১১

আহসানের ব্লগ বলেছেন: এটা কালের কন্ঠে পড়েছিলাম কয়েকদিন আগে ।

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৬

চিরতার রস বলেছেন: কালের কন্ঠে? মনে হয় বাংলাদেশ প্রতিদিনে পড়েছিলেন। কালের কন্ঠে এই লেখা দেই নাই।

৫| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৩

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: অভিনব হয়েছে। ইশপের গল্পগুলোর আধুনিকায়ন বেশ উপভোগ্য।

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৬

চিরতার রস বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবসময়।

৬| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৪৭

নিজাম বলেছেন: ব্যাপক বুদ্ধি খাটাইছেন। ধন্যবাদ।

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৭

চিরতার রস বলেছেন: ;) হিহিহি

৭| ২১ শে মে, ২০১৪ সকাল ১১:৫৬

আরিফুল আমির বলেছেন: খুব ই মজা পেলাম :)

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৭

চিরতার রস বলেছেন: জেনে ভাল্লাগলো :)

৮| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৭

চিরতার রস বলেছেন: কিপ্টুস কমেন্টার B-)) B-))

৯| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:০৪

শুঁটকি মাছ বলেছেন: আমি ঈশপের গল্প পইড়া বড় হইছি আর আমার পুলাপান বড় হইব চিরতার গল্প পইড়া! ঠিক না? :P

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯

চিরতার রস বলেছেন: ঠিক তাই। জেনারেশন চেঞ্জ হইছে না। এখনকার পুলাপান ঈশপের গল্প শুনে মজা পাইবো না। হেতেরে পুরাই আতেল আর খ্যাত কইবো ;)

১০| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:০৬

অপ্রতীয়মান বলেছেন: চমৎকার :)

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৩৯

চিরতার রস বলেছেন: থ্যাংকু ভাই :)

১১| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈশপ লোকটা আইসা লেখকরে কদম্বুচি করে যাক !

২১ শে মে, ২০১৪ দুপুর ১:৪০

চিরতার রস বলেছেন: ইরে খাইচেরে !!! B-) B-) ঈশপ ব্যাটা তার গল্পের এই হাল দেখলে কাইট্টালাইবো :-P :-P :-P

১২| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:৪১

শায়মা বলেছেন: মজার!!!!!:)

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:২০

চিরতার রস বলেছেন: :) শুনে ভাল্লাগলো !!!

১৩| ২১ শে মে, ২০১৪ দুপুর ১:৫০

মামুন রশিদ বলেছেন: ইনোভেটিভ এন্ড ব্রিলিয়ান্ট B-)

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:২১

চিরতার রস বলেছেন: নাইস এপ্রিশিয়েটিভ কমেন্ট ;)

১৪| ২১ শে মে, ২০১৪ দুপুর ২:৪৬

অপু তানভীর বলেছেন: আধুনিক মোরালঃ ফেন্ডলিস্টের সব বন্ধুকেই বন্ধু ভাবা উচিত নয় !
আধুনিক মোরালঃ অরডিনারী ফেসবুকারও সেলিব্রেটি ফেসবুকারদের কখনও কখনও কাজে আসতে পারে।

:D :D :D :D

২১ শে মে, ২০১৪ বিকাল ৩:২৩

চিরতার রস বলেছেন: ইহাই সইত্য ;) ইশপের আদিকালের মোরাল ইনভ্যালিড হৈয়া গ্যাচে B-)) B-)) :-B :-B

১৫| ২১ শে মে, ২০১৪ বিকাল ৩:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার আধুনিক নীতিবাক্য (মোরাল) পড়তে পড়তে দিনে দিনে নীতিবানের দিকে অধঃপতিত হচ্ছি B-) ;)

পিলাচ দিয়ে গেলাম... :)

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৩৪

চিরতার রস বলেছেন: অধঃপতিত শব্দটির অস্থানে ব্যবহার দেখিয়া কিঞ্চিৎ দুঃখ পাইলাম :(

পেলাচের লাইগা ধইন্যা।

১৬| ২১ শে মে, ২০১৪ বিকাল ৫:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ফেন্ডলিস্টের সব বন্ধুকেই বন্ধু ভাবা উচিত নয়। :P

২১ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৪

চিরতার রস বলেছেন: হুম। দুষ্টুদের মাধ্যমে আপনার আইডি পাসওয়ার্ড হ্যাক হইতে পারে ;)

১৭| ২১ শে মে, ২০১৪ রাত ৮:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা!

২২ শে মে, ২০১৪ সকাল ৯:১৭

চিরতার রস বলেছেন: ;) ;) ;)

১৮| ২১ শে মে, ২০১৪ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ফেন্ডলিস্টের সব বন্ধুকেই বন্ধু ভাবা উচিত নয়।

২২ শে মে, ২০১৪ সকাল ৯:১৭

চিরতার রস বলেছেন: ;) ;) ;)

১৯| ২২ শে মে, ২০১৪ রাত ১২:৫৮

সায়েদা সোহেলী বলেছেন: :)

২২ শে মে, ২০১৪ সকাল ৯:১৮

চিরতার রস বলেছেন: ;)

২০| ২২ শে মে, ২০১৪ রাত ১:১৬

আমি সাজিদ বলেছেন: হেহেহ

২২ শে মে, ২০১৪ সকাল ৯:১৮

চিরতার রস বলেছেন: হো হো হো ;)

২১| ২২ শে মে, ২০১৪ দুপুর ১২:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
// অধঃপতিত শব্দটির অস্থানে ব্যবহার দেখিয়া কিঞ্চিৎ দুঃখ পাইলাম//


আমারও খুব দুঃখ লাগে উচ্চমানের নীতিবানদের অধঃপতন দেখে। তবে আপনার দুঃখে সমবেদনা জানাই :)

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:২৩

চিরতার রস বলেছেন: আমি দুঃখবাদী/নিরাশাবাদী নই ভ্রাতা, আমি সব কিছুতেই আশাবাদী ;)

২২| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:১৬

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার আইডিয়া।দুটো গল্পই ভাল লাগল।

২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৮

চিরতার রস বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন :)

২৩| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:৫৫

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল ।

ফেন্ডলিস্টের সব বন্ধুকেই বন্ধু ভাবা উচিত নয়।


একদম ঠিক কথা।

২৫ শে মে, ২০১৪ সকাল ১১:১৯

চিরতার রস বলেছেন: ;) ইহা অভিজ্ঞতার আলোকেই বলা। হাহাহা :) :) :)

২৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪

কে এম শিহাব উদ্দিন বলেছেন: অরডিনারী ফেসবুকারও সেলিব্রেটি ফেসবুকারদের কখনও কখনও কাজে আসতে পারে। :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.