নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ তখন যদি ফেসবুক থাকতো ? !!!

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫২



ফেসবুকের আগমন হয়েছে খুব বেশি দিন হয়নি। আর এর মধ্যেই এটি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাড়িয়েছে। সকালে বাথরুমে যাওয়া থেকে শুরু করে রাতে বাথরুম সেরে আবার ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যাবতীয় ঘটনাবলী আমরা ইদানিং ফেসবুকে আপডেট দিয়ে থাকি। কিন্তু যদি আরো কয়েকশ বছর আগেই ফেসবুকের আবির্ভাব হতো তাহলে ব্যাপারটা কেমন হতো?!

রবীন্দ্রনাথ ঠাকুরঃ


ফেসবুক হতো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখার খাতা। প্রতিদিনই অসংখ্য কবিতার পোস্ট দিয়ে সবাইকে ট্যাগ দিতেন। তার সাথে নতুন নতুন কবিতার পেজ খুলে বন্ধুদের এড দিতেন। এতে করে তার ফেসবুক বন্ধুরা বিরক্ত হয়ে তাকে ব্লক করা শুরু করতো। এক সময় তার কবিতায় লাইকের সংখ্যা চক্রবৃদ্ধিহারে হ্রাস পেত। এটি তাকে ভীষণ পীড়া দিতো এবং দিনে দিনে তার হতাশা বাড়তে থাকায় এক সময় তিনি কবিতা লেখা ছেড়েই দিতেন। ফলাফল হিসেবে আমরা আজ একজন বিশ্ব কবিকে হারাতাম।

সম্রাট শাহজাহানঃ


সম্রাট শাহজাহান কন্যা রাশি হওয়ায় এবং বিপুল অর্থ প্রতিপত্তির কর্ণধার হওয়াতে তার প্রফাইলে নারী ফেসবুকাররা কিলবিল করতো। ফেসবুক সম্রাট শাহজাহানকে অগণীত প্রণয় এবং ততোধিক বিবাহ সম্পাদন করার সুযোগ তৈরি করে দিতো। সারাদিন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকার ফলে বেগম মমতাজকে তিনি তেমন একটা সময় দিতে পারতেন না। আর বেগমের প্রতি তার ভালবাসাটাও তেমন ভারী হওয়ার সুযোগ হতো না। এতে করে তার মনে কখনোই তাজমহল তৈরি করার কথা জন্ম হতো না। ফলাফল হিসেবে আমরা আজ আর তাজমহল দেখতে পেতাম না।

স্যার আইজ্যাক নিউটনঃ


ক্যান্ডি ক্রাশ তার অত্যন্ত প্রিয় একটা খেলা হতো। তিনি প্রায়ই আপেল গাছের নিচে বসে আইপ্যাডে ক্যান্ডি ক্রাশ খেলতেন। কিন্তু মাঝেমাঝেই গাছ থেকে আপেল পড়ে তার খেলায় বারোটা বাজতো। তাই বাধ্য হয়েই তিনি আর কখনো আপেল গাছের নিচে বসতে যেতেন না। বরং বালিশে হেলান দিয়েই গেমটি খেলায় তিনি সাচ্ছন্দ বোধ করতে শুরু করতেন। এতে করে তার মাথায় আর মাধ্যকর্ষণ শক্তি আবিষ্কারের কথা ভুলেও আসতো না।

সক্রেটিসঃ


অন্যের মাঝে স্বেচ্ছায় জ্ঞান বিতরণ করা ছিল সক্রেটিস সাহেবের হবি। নিজে কিছু শিখে তা অন্যকে না শেখানো পর্যন্ত তার ভাল ঘুম হতো না। ফেসবুকে তিনি যেদিন প্রথম আইডি ওপেন করলেন, সেদিন থেকেই তিনি অন্যকে ফেসবুক ব্যবহারে উদ্বুদ্ধ করা শুরু করলেন। আশেপাশের সবাইকে তিনি ডেকে ডেকে ফেসবুকের নানান ফিচার এবং এ্যাপস্ সম্পর্কে নানান চমকপ্রদ কথা বলা শুরু করলেন। তিনি এতোই ভাল বক্তা ছিলেন যে, তার কথায় উদ্বুদ্ধ হয়ে ধীরে ধীরে রাজ্যের সবাই ফেসবুকে আইডি ওপেন করা শুরু করলো। এতে তার প্রফাইলে ফ্রেন্ড আর ফলোয়ারের সংখ্যা চক্রবৃদ্ধিহারে বাড়তে লাগলো যা রাজা মশাইয়ের ইর্ষার কারণ হয়ে দাড়ালো। তাই বাধ্য হয়ে রাজ পরিবার সক্রেটিসের হাত থেকে তরুণ সমাজকে রক্ষার অজুহাত দেখিয়ে তাকে শুলে চড়িয়ে দিল।

*মূল লেখাটি পূর্বে বাংলাদেশ প্রতিদিনের "রকমারি রম্যতে" প্রকাশিত।
লিংকঃ ফেসবুকে তাহারা যাহা করিতেন

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২

মামুন রশিদ বলেছেন: তাহারা বাঁচিয়া গিয়াছেন! এখন আমাদের কি হইবেক? :||

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

চিরতার রস বলেছেন: আউল বাউল লালনের দেশে মাইকেল জ্যাকসন আইলো রে আরে সবার মাথা খাইলো রে.......... ♪♪♪


ফেসবুকও আমাগোর বেবাকের মাথা খাইয়া ফালাইবো একদিন ;)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

চিরতার রস বলেছেন: B-)) B-)) B-))

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৬

হামিদ আহসান বলেছেন: তখন না থাইকা ভালই হইছে। কিন্তু এখন তো আমরা এর শিকার। ইশ ফেসবুক না থাকেলে হয় তো এ্রখন আমি বড় লেখক থাকতাম..............

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৮

চিরতার রস বলেছেন: এখনও সময় আছে কিন্তু। লেট করলে আবার পাছে দেরি না হৈয়া যায় :)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: চরম আইডিয়া ........

++

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

চিরতার রস বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই :)

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৫

এহসান সাবির বলেছেন: হায় সক্রেটিস!!




দারুন মজার!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

চিরতার রস বলেছেন: হে হে হে :)

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: =p~ =p~ =p~
বর্তমান ফেবু জাতির কি হপে?

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

চিরতার রস বলেছেন: চিন্তার বিষয় :-* :-*

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভাগ্যিস তাঁদের যুগে ফেবু ছিল না। থাকলেতো পুরাই গজব হয়ে যেতো! =p~ =p~
আপনি রসিক বটে; তবে মাথায় যথেষ্ট ঘিলুও আছে। :)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

চিরতার রস বলেছেন: ঘিলুটুকু এখন অবশিষ্ট থাকলেই হয় :) :) :)

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৭

নীল আতঙ্ক বলেছেন: ;) ;) ;) ;)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

চিরতার রস বলেছেন: ;) ;) ;)

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

ইমিনা বলেছেন: ট্যাগ করলেই ত্যাগ। রবীন্দ্রনাথ দিয়ে দারুন প্রমান পেলাম। এখন এই প্রমানটাই বাংলাদেশের ট্যাগবাজ পোলাপাইনের সামনে তুলে ধরতে হবে :-B

আপনার রম্য পোস্টগুলো অসাধারন লাগে। আশা করছি এখন থেকে আমাদের নিয়মিতভাবে পোস্ট উপহার দিবেন।

শুভকামনা।।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১

চিরতার রস বলেছেন: রবিঠাকুর ট্যাগবাজদের সুপার মডেল হতেন বোধ করি ;)


প্রশংসা শুনে শুড়শুড়ি লাগলো B-)) B-)) B-))

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩

কলমের কালি শেষ বলেছেন: হা হা হা । চমৎকার রম্য ।++++++

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

চিরতার রস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই :)
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

অহন_৮০ বলেছেন: ভালো লিখেছেন

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

চিরতার রস বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই :)
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ফেবু প্রজন্ম তবে কি শুধু ওনাদের নিয়ে লিখিয়াই যাইবে ?

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

চিরতার রস বলেছেন: এমনই পূর্বভাস পাইতেছি। নতুন প্রজন্ম তো খুব ব্যস্ত। প্রতিভার বিকাশ করিবার সময় তাহাদের কৈ ? ;)

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৮

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার লেখা । হাসতে হাসতে গড়াগড়ি টাইপ লেখা । ভীষণ ভাল লেগেছে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮

চিরতার রস বলেছেন: শুনে শুড়শুড়িত হইলাম ;)

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:


সম্রাট শাহজাহানেরটা খুব ভাল হইছে।

=p~ =p~ =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯

চিরতার রস বলেছেন: ;) হে হে হে ।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

চিরতার রস বলেছেন: ;)

প্রবাসী কবি, খবর কি ?

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

আমি তুমি আমরা বলেছেন: ফেসবুক থাকলে দেখি জ্ঞানীরা সব কোপ খাইত। ভাগ্যিস তাদের সময় ফেসবুক ছিল না।

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

চিরতার রস বলেছেন: ;)

সম্ভাবনাটা তো নাকচ করে দেয়া যায় না :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.