নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি ভাল'র দলে

গালিগালাজ ও ক্যাচালমুক্ত ব্লগ

চিরতার রস

ভাল'র সাথে থাকি। ভাল'র মাঝে বাঁচিতে চাই ফেসবুকে বন্ধু হতে চাইলে- www.facebook.com/chiroter.rosh

চিরতার রস › বিস্তারিত পোস্টঃ

রম্যঃ কুদ্দুস মিয়ার বাসর রাতে বিড়াল মারার ইতিহাস

০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৪





কুদ্দুস মিয়ার বোঝার বয়স হওয়ার পর থেকেই পণ করেছিল সে বাসর রাতে বিড়াল মেরেই ছাড়বে। বন্ধুরা তাকে মজা করে কুদ্দুইচ্চা বলে ডাকলেও সে যতটা অবাক হয়না, তার থেকে বেশি অবাক হয় যখন সে শুনে বেশির ভাগ পুরুষই বাসররাতে বিড়াল মারতে পারেনা। তাই সে এই অসাধ্য সাধন করে বন্ধুদের মুখে চুনকালি মেখে প্রমাণ করবে সে আসলে কুদ্দুইচ্চা না, শেখ কুদ্দুস মিয়া।



আজ বাসর ঘরে ঢোকার আগ মুহুর্তে তার বন্ধুদের ফ্যাকাসে মুখের কথা চিন্তা করে তার খুব হাসি পেতে লাগলো। কেননা আজ সে এক ঐতিহাসিক কাজ করতে যাচ্ছে যার মাধ্যমে সে তার বন্ধুদের সমালোচনার কড়া জবাব দিতে পারবে। সে প্রমাণ করে ছাড়বে সেই আসল পুরুষ।



কুদ্দুস মিয়া বাসর ঘরে ঢুকেই খুব শক্ত করে দরজা বন্ধ করে দিল। যেন আজ এখানে যাই ঘটুক না কেন; কেউ যাতে বাসর ঘরে ঢুকতে না পারে আর কেউ যেন বেরও না হতে পারে। দরজার ছিটকিনি লাগিয়ে বেশ কয়েকবার পরীক্ষাও করে নিল সে। তার নতুন বউ মোসাম্মৎ কুলসুম বেগম খাটের উপড় আটোসাটো হয়ে বসে আছে। তার স্বামীর হাতের মোটা লাঠি আর দরজা আটকানোর কায়দা দেখে সে কিঞ্চিৎ ভয় পেয়ে গেছে। তার মতিগতি সুবিধার ঠেকছেনা কুলসুমের কাছে। ইতিমধ্যে সে কয়েকবার ঢোকও গিলে ফেলেছে। এমনকি কপালে ঘামের বিন্দুও জমা শুরু হয়ে গেছে। মনে মনে সে আইয়াতুল কুরসি পড়া শুরু করল।



কিন্তু তাকে অবাক করে দিয়ে কুদ্দুস মিয়া খাটের তলা থেকে একটা লোহার খাচা বের করল। খাচায় একটা হুলো বিড়াল বাইরে বের হওয়ার জন্য খুব ছটফট করছে। কুদ্দুস মিয়া বিড়াল সমেত খাচাটা খাটের উপড় নিয়ে রাখল। নতুন বউকে বলল- "আমি এক দুই তিন বলার সাথে সাথে খাচার দরজাটা খুলে দিবা।"



কুদ্দুসের কান্ডকারখানায় কুলসুম ভীষণ অবাক হতে লাগলো। কিন্তু আপাতত সান্তনার কথা হচ্ছে তার কপালে মনে হয় খারাপ কিছু নাই। তবে কুদ্দুস মিয়ার কাজকর্ম তার কপালের ঘাম বৃদ্ধি করেই চলল। কুদ্দুস মিয়া খাচার সামনে এটাকিং মোডে প্রস্তুত হল।

ওই দিকে কুলসুমও স্বামীর কাউন্টডাউন এর জন্য অপেক্ষা করতে লাগল। এক দুই তিন বলার সাথে সাথে কুলসুম খাচার দরজা খুলে দিল ঠিকই, কিন্তু কুদ্দুস তার শট মিস করল। বদমাশ বিড়াল খাচা থেকে বের হয়ে তুলকালাম শুরু করে দিল। পালাবার পথ খুঁজতে গিয়ে একের পর এক জিনিসপত্র ভাঙতে লাগল। কুদ্দুসও ছেড়ে দেওয়ার পাত্র নয়। বিড়ালের পিছু সে ছাড়ছেই না। হঠ্যাৎ বিড়ালটা লাফ দিয়ে কুলসুমের উপড় গিয়ে পড়ল। আর ওমনি সে ওমা, ওমা, মরে গেলাম, মরে গেলাম বলে চিৎকার করতে লাগল। কুলসুমের গলার আওয়াজ বাড়ির সবার কানেই গেল বটে। কিন্তু কোন এক বিচিত্র কারণে কেউ বাসরঘরমুখী হওয়ার মত দুঃসাহস দেখালো না।



এই ঘটনার পরে আশেপাশের সবার কাছেই কুদ্দুস মিয়া আসল পুরুষ হিসেবে পরিচিতি পেল বটে, কিন্তু কুলসুমের কাছে এমনকি নিজের কাছেও সে আজীবন কুদ্দুইচ্চা হিসেবেই রয়ে গেল।



*মূল লেখাটি পূর্বে বাংলাদেশ প্রতিদিনের "রকমারি রম্যতে" প্রকাশিত।

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মদ শামসাদ বলেছেন: Thanks for your nice post

২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ শামসাদ বলেছেন: Thanks

৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

ঢাকাবাসী বলেছেন: মজার।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯

চিরতার রস বলেছেন: ;)

৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯

আমি তুমি আমরা বলেছেন: ভাল্লাগছে :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

চিরতার রস বলেছেন: শুনে ভাল্লাগলো :)

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২

প্রফেসর মরিয়ার্টি বলেছেন: চিরতার রসের তিতা জিনিস থেকে এত হাসির জিনিস আসে কেমনে :-*

রম্য ভালো লেগেছে :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

চিরতার রস বলেছেন: হে হে হে....... হো হো হো হো ;)

ধন্যবাদ প্রফেসর সাব :)

৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

নিলু বলেছেন: লিখে যান

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

চিরতার রস বলেছেন: আইচ্ছা ;)

৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

হুমায়ুন হানিফ বলেছেন: অসাধারণ লিখেছেন। পড়ে ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২১

চিরতার রস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হানিফ ভাই :)
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

কালীদাস বলেছেন: লেখা পড়ে হাসি আসে নাই, টাইটেলে রম্য লেখা দেখে হাসি এসেছে :D

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩

চিরতার রস বলেছেন: আপনার মন্তব্যে দুঃখ পাই নাই। কষ্ট করে মন্তব্য করেছেন বলে আপনার জন্য কষ্ট লাগছে ;) B-)) B-))

৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

িশশু দর্পন বলেছেন: ৪ ঘন্টায় মাত্র ৮টা কমেন্টস ? চিরতার রস - সামু মনে হয় ইন্তেকাল করেছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫

চিরতার রস বলেছেন: সামু গত বছরেই ইন্তেকাল করছে ;)
সামুকে এখন ব্লগের থেকে আর্কাইভ হিসেবেই ধরা হয় বৈকি :)

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এই বিড়াল সেই বিড়াল নহেরে কুদ্দুস :) :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৫

চিরতার রস বলেছেন: বিড়াল কি? কত প্রকার ও কি কি ? উদাহরণ সব সংজ্ঞা লিখ ;)

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

যুবায়ের বলেছেন: =p~ =p~ =p~ =p~
বিড়াল জাতীরতো দফা রফা হইয়া যাইবো :P

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

চিরতার রস বলেছেন: নিরিহ প্রাণীর উপর অত্যাচার ঝাতি সহ্য করবে নাহ ;)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ |-) :P এ কি হুনাইলেন !! অসাধারণ রম্য ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

চিরতার রস বলেছেন: ;)
ধন্যবাদ দাদু :)

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: //কিন্তু কুলসুমের কাছে এমনকি নিজের কাছেও সে আজীবন কুদ্দুইচ্চা হিসেবেই রয়ে গেল। //
হা হা হা। আসলেই তাই। কোন বিড়াল মারতে যেয়ে কোন বিড়াল মারার রণক্ষেত্র তৈরি করেও ব্যর্থ। তবে বউয়ের শব্দগুলো বাইরের লোক বিড়াল মারা হিসাবেই গণ্য করে নিয়েছে। :P =p~
রম্য ভালো হয়েছে। বেশ ভালো।

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০০

চিরতার রস বলেছেন: এই ভাবে ভাইঙা বলতে নাই। বাচ্চারা শরম পাবে ;)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

শাকিল ১৭০৫ বলেছেন: =p~ =p~ :-P :-P

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

চিরতার রস বলেছেন: B-)) B-)) B-))

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

নিরপেক্ষ মানুষ বলেছেন: :v :v

০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

চিরতার রস বলেছেন: B-)) B-)) B-))

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে কুদ্দুইচ্যা!!!

তার বিড়াল মারা সেতো নিজের উপ্রে দিয়া গেল......
পুরা জাতি যে আজ সরকারের বিড়াল মারা খেলায় কাহিল তার কি হপেরে কুদ্দুইচ্যা!!!! :-/ :-/ =p~ =p~

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

চিরতার রস বলেছেন: দেশের বর্তমান পরিস্থিতির জন্য কুদ্দুইচ্যাদের অবদান অনস্বীকার্য =p~ =p~ =p~

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

ডি মুন বলেছেন: =p~ =p~ =p~ =p~

+++++

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

চিরতার রস বলেছেন: ধন্যবাদ ডি মুন :)

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

এমএম মিন্টু বলেছেন: =p~ =p~ =p~ =p~ :) B-) ;) সেইরম হইচে বস

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

চিরতার রস বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই :)
শুভ সকাল।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২২

আবু শাকিল বলেছেন: রম্য ত সেইরাম !!

মজা পেলুম :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

চিরতার রস বলেছেন: থ্যাংকু শাকিল ভাই :)
ভাল থাকবেন ।

২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২২

খায়রুল আহসান বলেছেন: গল্পের সূচনা ও সমাপ্তিটা দারুণ হয়েছে! ১৬ নং প্রতিমন্তব্যটাও।
গল্পে এবং প্রতিমন্তব্যে ভাল লাগা + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.