![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সত্যি সফল হবে"--অ্যাপলের কর্নধার আমি মনে করি বর্তমানই আমার সব.......আমি বর্তমানকে সাজিয়ে রাখতে চাই....শুধুমাত্র পরের মূহুর্ত নিয়ে চিন্তা করতে চাই। আমারও ভাবতে ইচ্ছা হয় আজই শেষ দিন....আজকে সব কাজ শেষ করে দিব।কিন্তু পারিনা।সব কাজ বাকী থাকে..... নিজেকে কেবল আশ্বাস দেই............ একদিন নিশ্চয়ই আমি আমার কাজগুলি শেষ করব.....শেষ করেই বিদায় নেব....
কোন দেশের ফ্ল্যাগ হইতে হইলে তার কি কি বৈশিষ্ট্য লাগে???
আমি জানিনা....তয় এই পতাকাগুলা দেখিয়া মনে হইল যে পতাকা বানাইতে মনে হয় কোন বৈশিষ্ট্যের দরকার নাই......নাইলে একটা আজব আজব ভাব থাকতে হইব!!!
বেনিনের জাতীয় ফ্ল্যাগ দেখেন...
মন্তব্য নিশ্প্রোয়জন!!
আইল অফ ম্যান
তিনটা পা মিলিত হইসে উরুতে.....আবার হাটু ভাঁজ হইয়া পায়ের পাতাগুলাকে ঘড়ির কাঁটার মতো করে দেখাচ্ছে.......এর মানে কি??
মোজাম্বিক
বইয়ের উপরে একে-৪৭!!!!!!মানে পড়ার সাথে যুদ্ব রিলেটেড!!
সোয়াজিল্যান্ড
কেমন হাত ধোয়ার তোয়ালের মতো মনে হচ্ছেনা???
এন্টওয়ার্প(বেলজিয়াম)
একটা শব্দই ব্যবহার করা যায়--হরিবল!!!না হইল দাবার বোর্ড....না হইল আমার মাথা......
কিরঘিজিস্তান
টেনিস বল!!! নির্ভয় নির্ঝর চইলা যাইতে পারে ঐখানে
নর্দার্ন মারিয়ানাস আইল্যান্ড
উইন্ডোজের ক্লিপ আর্ট হইতে মেরে দেয়া একটা ফ্ল্যাগ
ভূটান
ড্রাগন........এই ফ্ল্যাগটা আঁকতে পারবেন??
ভার্জিন আইল্যান্ডস
হমমমমমম........
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক(কঙ্গো)
এত ব্যস্ত মনে হয় আর কোন দেশের ফ্ল্যাগ না.....কলাম,লাইন,তারা,সব ধরনের রং
নেপাল
পৃথিবীর একমাত্র দেশ যার ফ্ল্যাগ আয়তক্ষেত্রাকার না.....
লিবিয়া
এই ফ্ল্যাগ আঁকতে পারবেন?????লিবিয়ানরা মনে হয় ফ্ল্যাগ তৈরির মতো ফালতু কাজে সময় নষ্ট করার পক্ষপাতি ছিলনা
গুয়াম
মনে হচ্ছে না একটা হাওয়াই টি-শার্ট কিনে সেটা পুরাটা পতাকায় বসিয়ে দেয়া হয়েছে??আর ভাল কোন টি-শার্ট পাওয়া গেলনা??
ফ্রিসল্যান(হল্যান্ড)
এইগুলা কি!!!!!!!আপনারাই বলেন....
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: থেংকু
২| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ডারুন........
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ঢন্যবাদ
৩| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: এত হাসেন ক্যান??
৪| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২০
নিবিড় অভ্র বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৭
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
৫| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭
ত্রিমাত্রিক বলেছেন: শ্রীলংকারটাও কেমন জানি লাগে .....
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৭
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: তাইতো!!!!!!
৬| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮
রিমি (স. ম.) বলেছেন: ইন্টারেস্টিং!
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৭
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: !!!
৭| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৯
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
বেনিন এর ফ্লাগ (সূত্র উইকি )
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আপনার বেনিন আর এই বেনিন মনে হয় সেইম না......
বেনিন বর্তমানে রিপাবলিক অফ নাইজেরিয়ার একটা অংশ.....আমার ডিকশনারি খুলে দেখলাম ঐ ফ্ল্যাগটা
৮| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১
নীল ভোমরা বলেছেন: চালু পোস্ট!
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
৯| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩১
টিনটিন` বলেছেন: সুন্দর একটা পোষ্ট।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধইন্য...
১০| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪২
ভিজামন বলেছেন: ব্যাফক মজাক..............................
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: মওজা পাইসেন দেইখা খুশী হইলাম
১১| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
স্বাধীনতার বার্তা বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
১২| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
মামুনুর রহমান খাঁন বলেছেন: মজাই মজা
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৭
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্য....মওজা পাইসেন দেইখা আবারো খুশী হইলাম
১৩| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫০
সাঈফ শেরিফ বলেছেন: নেপালের পতাকার আকৃতি নিয়ে অনেক ভেবেছি, কেন এমন! গুয়েতেমালার, ম্যাক্সিকো আর স্পেনের পতাকা দেখুন , সুন্দর আছে।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আসলে তো...!!মেক্সিকোর টা আসলেই আজব
১৪| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ফ্লাগগুলো আনকমন।
>>"বেনিন বর্তমানে রিপাবলিক অফ নাইজেরিয়ার একটা অংশ."
বেনিন নাইজেরিয়ার একটা অংশ হলে আপনার পোশ্টের শিরোনাম পরিবর্তন করে ফেলুন। আর এখানকার বেশ কয়েকটি ফ্লাগ কোনো দেশের না।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: দেশ বলতে আপনি কি বুঝেন জানিনা......
তয় দেশ বলতে যে কেবল স্বাধীন দেশ হওয়া লাগবো তা না........সরি...শিরোনাম চেইন্জ করতে পারবনা
এইটা বেনিনের নিজস্ব ফ্ল্যাগ.....অনেক আগে থেকে.....আমিও কিছুটা কনফিউশনে আছি...
১৫| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৪
সাঈফ শেরিফ বলেছেন: ম্যাক্সিকোর পতাকাতে ক্যাকটাসের উপর চিল জাতীয় পাখির সাপ ভক্ষণ, গুয়েতেমালার পতাকায় বন্দুক-বেয়নটের উপর শান্তি চুক্তি সন তারিখ সহ, সাথে টিয়া পাখি, স্পেনের টা রাজকীয় ঢং এ।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: দেখলাম.....ধন্যবাদ
১৬| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮
ইমতিয়াজ জামিল বলেছেন: ভাল লাগল
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
১৭| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১১
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: এক দেশের অংশ আবার একটি দেশ হয়! ভালাই কৈছেন।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: অস্ট্রেলিয়ারে আপনি তাইলে দেশ কইবেন না.....বা স্কটল্যান্ড কিংবা ওয়েলস রে আপনি দেশ বলতে চাননা??
১৮| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫
আসফাকুল আমিন বলেছেন: খুবই জসিলা পুষ্ট । পুরাই পাংখা হৈয়া গেলাম ।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: থেংকু.....থেংকু.....
১৯| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭
শ।মসীর বলেছেন: মজা পাইলাম...
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আমিও খুশী
২০| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২০
আহমেদ রাকিব বলেছেন: মজার পোষ্ট।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
২১| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৩
সায়েম মুন বলেছেন:
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
২২| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৬
ফিউশন ফাইভ বলেছেন: বেনিনের এইরকম পতাকার রহস্য কী?
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৩
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আফ্রিকার নেতাগোর মটো তো আগে এইটাই ছিল....
সবার না.....অনেকের
২৩| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৪
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: ভালু ভালু... (+)
(এইটা ব্লগে শর্টকাটে উন্নতির কোন ট্রিক নয়)
অ.ট: "তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সফলকাম হবে"
...এরকম ভাবলে তো দেশে কেবল হৃদরোগীর সংখ্যাই বাড়বে। কেউই আর জীবনকে উপভোগ করতে পারবে না।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪১
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: তাইলেই জীবনটা মনে হয় আরো ভাল কইরা উপভোগ করা যাইবে
আর এইটা অ্যাপলের মালিকের কথা......ইসলামী কারো ডায়লগ না
খুশ???
প্লাসের জইন্য ধইন্যবাদ
২৪| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৩
অপ্রয়োজন বলেছেন: সার্ডিনিয়ার ফ্ল্যাগ:
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ইয়া মাবুদ!!!!!!!!
২৫| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৯
স্বপ্নকথক বলেছেন: হুমম...পতাকা দেশের কথা বলে..
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৩
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: হমম.....
২৬| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০১
অপ্রয়োজন বলেছেন: ফ্ল্যাগের ভাষা -
White: Means peace and Honesty.
Black: means determination and the heritage of the people. Red: means courage, bravery.
Blue: means vigilance, truth, loyalty.
Green: means joy and hope.
Yellow: means generosity.
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: দারুন তথ্য দিলেন তো!
২৭| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৬
বিলাল বলেছেন: মজা পাইলাম ... ভালো পোষ্ট
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
২৮| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৬
অপ্রয়োজন বলেছেন: যাদের কিছুটা সেন্স অফ হিউমার আছে, তারা এটা দেখেন। মজা পাবেন।
Click This Link
২৯| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭
অপ্রয়োজন বলেছেন: সব দেশের পতাকার একটা প্রাথমিক রং থাকে। সবচেয়ে বেশি ব্যবহার হয় লাল, সবুজ, নীল এবং সাদা।
লাল ৩৬.৬০%
নীল ২০.৬২%
সবুজ ১৫.৯৮%
সাদা ১১.৩৪%
(১৯৪টা দেশের পতাকার উপর ভিত্তি করে)
- ৩৯ টি দেশের পতাকায় লাল, সাদা এবং নীল আছে
- ২৭ টি দেশের পতাকায় শুধুমাত্র লাল সাদা এবং নীল ব্যবহার হয়েছে।
- মুসলিম দেশ গুলোর পতাকায় মুল রং সাধারনত লাল আর সবুজ।
- খ্রীষ্টান দেশ গুলোর পতাকায় মুল রং সাধারনত নীল আর লাল।
Click This Link
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে......দারুন কিছু তথ্য দিলেন
৩০| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৯
তায়েফ আহমাদ বলেছেন: এন্টওয়ার্প(বেলজিয়াম) আর লিবিয়ার কোন তুলনা নাই!
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩০
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আসলেই.....আমার কাছে বেনিনেরটাও দারুন লেগেছে
৩১| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৩
চোরকাঁটা বলেছেন: জোশ জোশ
২৮ নং এ লিংক এর লাইগ্যা অপ্রয়োজন রে জাঝা
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
৩২| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
পুরাতন বলেছেন: ভালো লাগলো
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
যীশূ বলেছেন: আমাগোডাই সোন্দর।
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: একমত
৩৪| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫
ফিরোজ-২ বলেছেন: ভালো লাগলো
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
৩৫| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১১
সুবিদ্ বলেছেন: দারুণ মজা তো......ধন্যবাদ শেয়ারের জন্য
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৫
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৩৬| ১০ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩১
অন্যরকম বলেছেন: মজা পাইলাম!
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: মজা পাইসেন দেইখা খুশী হইলাম
৩৭| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৮
রিয়াজুল ইস্লাম বলেছেন: গভীর পর্যবেক্ষণ করেছেন দেখি। অনেক মজা তো পেলাম।
বেনিনের পতাকাটা কেমন যেন নিষ্ঠুর লাগলো!!
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ.....
বেনিনেরটা আসলেই কিরাম যেন!!!!!
৩৮| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০১
শাওন বলেছেন: বহুত মজা পাইলাম । পোস্টে +
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
৩৯| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫
নিরব হাসি বলেছেন: Click This Link
৪০| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩
সব্যসাচী প্রসূন বলেছেন: জসিলা পোষ্ট ... বিয়াপক মজার
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: থেংকু থেংকু
৪১| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৩
আরিফ থেকে আনা বলেছেন: লিবিয়ারটা
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৯
সারওয়ার ইবনে কায়সার বলেছেন:
৪২| ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
সিউল রায়হান বলেছেন: " একটা সবুজ আয়তক্ষেত্র আর তারমাঝে একটা লাল বৃত্ত..... মনে হয় প্রাইমারী স্কুলের কোন বাচ্চার জ্যামিতি'র খাতা"
এভাবেই অন্য কোন দেশের কোন মানুষের কাজে সংজ্ঞায়িত হবে আমাদের দেশের জাতীয় পতাকা...... সেটা পড়ে অনেকে হাসবে, অনেকে লাইক দিবে ফেসবুকে সেই পোস্টের লিংক পেয়ে..... কিন্তু লাল-সবুজের মহিমা আমরা ছাড়া কি তারা বুঝবে ?? এই লাল কিসের প্রতীক, সবুজটা কিসের প্রতীক তা কি তারা জানে ???
স্যরি বস, আমি বিশ্বাস করি সম্মান পেতে সম্মান দিতে হয় তাই অন্য দেশের পতাকা নিয়ে আমি মজা করার ধৃষ্টতা দেখাই না.......
আমি পোস্টে মাইনাস দিলাম..... ( একমাত্র মাইনাস এই পোস্টে, অতি আবেগ বলে ভৎসর্না করতে পারেন তবে এটা অন্তর থেকে আসা আবেগ..... "জাতীয় পতাকা নিয়ে নির্দোষভাবেও করা" ফান কেও সাপোর্ট করতে পারলাম না)
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০১
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: এই পোস্ট টা যখন আমি দিয়েছিলাম তখন আসলে ফানের ব্যপারটা মাথায়ই ছিলনা......
আজব সব ফ্ল্যাগ......এই থিমটাই ছিল প্রধান.........
কেমনে যে এইটা ফানপোস্ট হইয়া গেল!!!!
তবে আপনারে কমেন্টের জন্য ধন্যবাদ...........মাইনাস আপনি দিতেই পারেন.....কারন মাঝে মাঝে আমাদের চোখ বন্ধ থাকে....সেটা খুলে দিতে কারো সাহায্য লাগে.......
৪৩| ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২
লালসালু বলেছেন: বেশিরভাগ পতাকায় লাল রঙ। মনে হয় লালসালুর নাম মিলাইয়া রাখছে।
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: উল্টাটা হইতে পারেনা??
৪৪| ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০
মহসিন০৮ বলেছেন: ভাল লাগল।
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ
৪৫| ১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৪
আসফাকুল আমিন বলেছেন: সিউল রায়হান ভাই আজকাল সেইরকম সেইরকম জসিলা জসিলা কমেন্ট করা শুরু করসে ......... ধাযা ধাযা ধাযা ধাযা......
১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫০
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ar kothay korechen?? link den
৪৬| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৬
হামিদ পায়োনিয়ার বলেছেন: পৃথিবীর একমাত্র দেশ যার ফ্ল্যাগ আয়তক্ষেত্রাকার না.....
ভাটিকান সিটির জাতীয় পতাকাও কিন্তু আয়তাকার না, বর্গাকার।[img|http://media.somewhereinblog.net/images/thumbs/hamidpioneer007_1260733449_1-Untitled-1_copy.jpg
আমার কাছে সবচেয়ে বেষ্ট আমার জাতীয় পতাকা
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৮
সারওয়ার ইবনে কায়সার বলেছেন: সেটা ঠিক........তবে একা ভ্যাটিকান না....
সুইজারল্যান্ডের পতাকাও বর্গাকার.......
তবে নেপালের ডিজাইনে আর কোনটা নাই...
৪৭| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৪৭
হামিদ পায়োনিয়ার বলেছেন: ভ্যাটিকান সিটি
৪৮| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
রুচি বলেছেন: ছোট বেলায় শ্রীলংকান পতাকা দেখে ঐ দেশের শিশুদের পতাকা অাকার করুন বিরাম্বনার কথা ভাবতাম......
৪৯| ১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪২
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: সুন্দর
৫০| ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫৪
গোধুলী রঙ বলেছেন: ৪৭ নং কমেন্ট টা কি ভুল করে দেয়া হয়েছে? লেখকের দৃষ্টি আকর্ষন করছি।
৫১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
আবরার জায়গীরদার বলেছেন: ভালো... হুম ভালো।
৫২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
নাজমুল হক রাসেল বলেছেন: বেনিনের পতাকায় ভুল আছে। থিক করেন। সন্দেহ থাকলে উইকিপিডিয়া দেখেন।
৫৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৯
জেরী বলেছেন:
৫৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: হাসতেই আছি
আপনার খবর কি? আছেন কেমন!
৫৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫
িকম্ভূত িকমাকার বলেছেন: বেনিনের পতাকা মনে হয় বদলে গেছে, wikipedia- তে দেখলাম অন্যরকম।
৫৬| ০৮ ই মার্চ, ২০১০ রাত ১০:৫৯
মেগামেন বলেছেন: চরম পোষ্ট, মজা পাইলাম।
কয়েকটা ফ্ল্যাগ দেখে ঐ দেশের পিচ্চি পাচ্চাদের জন্য কষ্টই লাগলো। প্রতিদিনই মনে হয় মাইর খায় স্যারের হাতে ড্রইং ক্লাসে।
৫৭| ১১ ই মার্চ, ২০১০ রাত ১০:১৪
স রব বলেছেন: দারুন পোস্ট।
৫৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০২
এ কে এম ওয়াছিয়ুন হালিম বলেছেন: নেপাল
পৃথিবীর একমাত্র দেশ যার ফ্ল্যাগ আয়তক্ষেত্রাকার* না....
(নাকি আয়তাকার হবে)
৫৯| ১৪ ই মে, ২০১১ রাত ১২:৩৫
চেয়ারম্যান বলেছেন: বাপোক বিনোডোন পািলাম
৬০| ০৬ ই জুলাই, ২০১১ রাত ৮:৪৮
নিপাতনে সিদ্ধ বলেছেন: জবর হৈসে
৬১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৪
megher_kannaa বলেছেন: খুবি মজা পাইছি
মজার একটা পোস্ট
৬২| ১৮ ই মার্চ, ২০১২ রাত ১:৪০
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: sorry কায়সার ভাই, যত অদ্ভুতই হোক, কোন দেশের জাতীয় পতাকা (সেটা হোক দেশ বা প্রদেশ) নিয়ে মজা করার সাহস আমি পেলাম না, আমি যদি অন্যের পতাকাকে সম্মান না করি, আমার লাল-সবুজ পতাকাকে অন্যরা কেন সম্মান করবে?
৬৩| ১১ ই জুলাই, ২০১২ রাত ১:৫১
মিনহাজুল হক শাওন বলেছেন: ব্যাপক মজা পেলাম। প্লাস ও প্রিয়তে!
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১২
অপ্রয়োজন বলেছেন: মজা পাইলাম ... ভালো পোষ্ট