![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহ
প্রথমেই বলে নিই আমি সনি এরিক্সনের (এখন শুধুই সনি) WT19i "Sony Ericsson Live with Walkman" সেটখানা ব্যবহার করি।
কেনার পর ১বছর পর্যন্ত বেশ ভালোই কাজ করেছে। এর পর আস্তে আস্তে ব্যাটারির শক্তি ধরে রাখার ক্ষমতা কমছিলো। দু বছর পার হয়েছে। এখন চার্জ সর্বোচ্চ ৫ ঘন্টা থাকে যদি আমি ব্যবহার না করে রেখে দিই।
এখানে উল্ল্যেখ করে রাখি যে মানুষ এন্ড্রয়েড ফোনে যা যা করে যেমনঃ গেম খেলা, মুভি দেখা, ইন্টারনেট ব্যবহার করা ছবি তোলা এসবের তেমন কিছুই আমি করি না খুব প্রয়োজন ছাড়া।
প্রথম কয়েকমাস ভালোই ব্যবহার করেছি, এর পর তেমন নয়।
এমনটা হবে কখনো ভাবিনি। ইদানিং বাধ্য হয়ে সার্ভিসিং এ নিয়ে বললাম আমার সমস্যা তারা চেক করে বলল আমার ফোন এ কোন সমস্যা নেই, সমস্যা ব্যাটারিতে।
চলে গেলাম বসুন্ধরার সেই দোকানে যেখান থেকে ফোনটি কেনা হয়েছিলো। সেখানে গিয়ে অরিজিনাল ব্যাটারি কিনতে চাইলাম।
তারা আমাকে অরিজিনালের নামে কি দিল সেটা বুঝতে পারি নি কিন্তু দাম নিল ৬০০ টাকা।
অরিজিনালের নামে কিনেছি এটাঃ
চার্জ দিয়ে ব্যবহার করলাম কিন্তু ফল ঐ একই। সর্বোচ্চ ৪/৫ ঘন্টা।
পরে অন্য মার্কেটে যাচাই বাছাই করে যা বুঝলাম তা হল বাজারে তিন রকম ব্যাটারি আছে যা অরিজিনাল এর নামে বিক্রি হয়।
এর মধ্যে একজন আমাকে ২৪ ঘন্টা চার্জ থাকার নিশ্চয়তা দিয়ে একটা ব্যাটারী দিতে চাইলো। দাম চাইলো ৫০০ টাকা। পরে অবশ্য সেটা আমি কিনিনি অন্য কারনে।
এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা যারা যারা এন্ড্রয়েড ফোন (স্যামসাং/সনি/ওয়ালটন/ওয়াইম্যাক্স) ইউজ করেন তারা ব্যাটারী সংক্রান্ত কোন সমস্যায় পরেছেন বা পড়ছেন কি না...আর পড়ে থাকলে সমাধান হিসাবে কোন পথটি বেছে নিয়েছেন?
আপনাদের মূল্যবান পরামর্শ আশা করছি।
ধন্যবাদ, সালাম।
বিঃদ্রঃ
ব্যাটারী লাফ বাড়ানোর পরামর্শ খুঁজতে গিয়ে ইন্টারনেটে বিভিন্ন সাইটে প্রায় একই রকম কিছু তথ্য পেলাম, যে আসলে উপকারী কিছু মনে হল না।
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪
এসব চলবে না..... বলেছেন: পরে কি হল? এভাবেই চালাচ্ছেন?
২| ১৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
নগরবালক বলেছেন: power bank কিনে নেন। বিভিন্ন capacity র পাওয়া যায়।
আমার নিজের O একটা কিনার ইচ্ছা আছে
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬
এসব চলবে না..... বলেছেন: এটা সাথে নিয়ে ঘুরব? তবে জিনিসটা কাজের?
আপনাকে ধন্যবাদ পরামর্শের জন্য ভাই।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬
রাখালছেলে বলেছেন: ব্যাপারটা আপনি এখনও মনে হয়ে ধরতে পারেন নাই । স্মার্টফোন বলতে যা বোঝায় তা হল আপনে সবকিছুই করতে পারবেন মোবাইল দিয়ে কিন্তু কিছুই করতে ইচ্ছা করতে ইচ্ছা করবে না কারন ব্যাটারি । তাই এন্ড্রোয়েড ভুয়া ।
১৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৮
এসব চলবে না..... বলেছেন: কথাটা খারাপ বলেন নাই...আমার মনে ধরেছে।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৯
দি সুফি বলেছেন: দুটো ব্যাটারী কিনে নেন।
১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
এসব চলবে না..... বলেছেন: দুটই আছে এখন.....দুরে কোথাও যেতে হলে চার্জ দিয়ে এক্সট্রা একটা নিয়ে নিই। ধন্যবাদ ভাই আমার পোষ্টে কমেন্ট করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৬
হেডস্যার বলেছেন:
আমি ও নামে অরিজিনাল ব্যাটারি কিনছি...পুরা ধরা খাইছি।