![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘটনাস্থল কাজীপাড়া বাসস্ট্যান্ড
সকাল সাড়ে আটটা, স্বাভাবিক গতিতে সব চলছে। উলটা দিকে ফার্মগেট মুখী রাস্তায় কিছুটা জ্যাম আছে।
ব্যস তর সইলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিবহনের দোতলা বাসটির। ঢুকে পড়ল উল্টাদিকের রাস্তায়।
ফলাফলঃ এই পাশে ও জ্যাম।
কোন যুক্তিতে বাসটি উল্টা পাশে ঢুকে জ্যাম তৈরি করল সেটা বোধগম্য হল না।
যুক্তি নয়....ক্ষমতা।
ক্ষমতা বলতে গায়ের জোর বুঝাচ্ছি।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭
এসব চলবে না..... বলেছেন: তারা মেধাবী, সন্দেহ নাই।
তাদের কাছে থেকে আমরা কি শিখব?
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১
জুময়া ইবনুল আসোয়াদ বলেছেন: জাতির দুঃখ এইখানেই ।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮
এসব চলবে না..... বলেছেন: অবশ্যই। আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা দেখে। কেন ড্রাইভার এটা করল? ছাত্ররা বাধা দিল না কেন?
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫
ব্লগ ৪১৬ বলেছেন: লাইথ্থান দরকার।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০০
এসব চলবে না..... বলেছেন: থাক ভাই। মারামারির দরকার নাই।
কিন্তু নিয়ম তো সবার জন্য সমান। তাহলে এই গাড়িটা কেন ব্যতিক্রম?
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২
সাদা মনের কালো মানুষ বলেছেন: মাইরের উপর কোনো ঔসধ নাই!!
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮
এসব চলবে না..... বলেছেন: না না থাক ভাই, মারামারি করবেন না।
মাঝে মাঝে শুনি ওরা বিভিন্ন যায়গায় ব্যাপক মারামারি করে, ন্যায় হোক আর অন্যায় ভাবে হোক।
আমরা তাদের সাথে মারামারি করে পারব না।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৫
বনসাই বলেছেন: এদের দোষ আর কতটুকু!
মন্ত্রী- পাতি মন্ত্রী, বিচারপতি, পুলিশ, জনগণের চাকর সবাই কাজটি করছে অবলীলায়। প্রমাণ চান? আজ বিকাল ৫টার পর হেয়ার রোডে আসেন, দেখবেন দেশের মালিক বাম পাশে জ্যামে আটকে আছে আর খেদমতকাররা রঙ সাইট দিয়ে বীর দর্পে হুইসেল বাজিয়ে তামাশায় যাচ্ছে।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩
এসব চলবে না..... বলেছেন: সত্যি ভাই দেখেছি অনেক, দেখছি ও।
কিন্তু বদলাতে হবে আমাদেরকেই।
ছাত্রছাত্রীরা দেশে ভবিষ্যত কর্ণধার। তারা একদিন এইসব "মন্ত্রী- পাতি মন্ত্রী, বিচারপতি, পুলিশ, জনগণের চাকর " এর স্থলাভিষিক্ত হবেন। আমরা কি তাদের কাছে এই পরিবর্তন আশা করতে পারি না?
৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: মেধা মানে কি স্বেচ্ছাচার?
মেধা মানে কি গোয়ার্তুমি!
মেধা মানে কি নিয়ম ভাংগা!
মেধা মানে কি যেই জনতার ট্যাক্সের পয়সার ভর্তুকি খেয়ে পড়ালেখা তাদের দিকে চোখ রাঙানো!!!
দু:খজনক!
এ্ইরকম অকৃতজ্ঞ মেধাবীর চেয়ে বিনয়ী কমমেধাবী অনেক ভাল।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭
এসব চলবে না..... বলেছেন: সুন্দর প্রশ্ন রেখেছেন বিদ্রোহী ভৃগু ভাই।
জনগনের টাকায় পড়াশোনা করা এসব মেধাবীরা কোনভাবেই জনগনের সাথে গোয়ার্তুমি করতে পারে না, তাদের দুঃখ কষ্ট বৃদ্ধি করতে পারে না। তাদের দিকে চোখ রাঙ্গাতে পারে না, পারা উচিত না।
সেটা হবে বেঈমানির সামিল।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৭
রুদ্রাক্ষী বলেছেন: আমি এই বাসটিকে আগেও রং সাইড দিয়ে যেতে দেখেছি।কোনো মন্তব্য আসলেই দরকার আছে কি?কারন আমাদের দেশে যারা নিয়ম মানে নিয়ম তাদের জন্যই ।ট্রাফিক ও কিছু বলবেনা ।সবাই মিলে ট্রাফিক কে মারবে।আর তাই সবাই চুপ...........।
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪
এসব চলবে না..... বলেছেন: ভাই, ওখানে সার্জেন্ট ছিল তবে উল্টাপাশে। ওনাকে খেয়াল করলাম ওপাশ থেকে হতাশ বদনে তাকিয়ে আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা থাকলে সাত খুন মাফ।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬
সাদা মনের কালো মানুষ বলেছেন: মারামারি করে পারবো না মানে কি ভাই!! শুনেন একটা কথা বলি ভাই এলাকার কুত্তাও বাঘ!! এদের দৌড় হইলো শাহাবাগ পর্যন্ত!! এর বাহিরে এরা ভিজা বিড়াল!!
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৮
এসব চলবে না..... বলেছেন: ভাই আপনি ঠান্ডা হোন। উত্তেজনা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
আপনি তাদের উপর যে বিরক্ত সেটা বুঝতে পারছি।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪
মুদ্দাকির বলেছেন: এগুলা হচ্ছে ভবিষতে চোর বাটপার হবার জন্য আইন ভঙ্গ করার প্র্যাক্টিস !!
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৬
এসব চলবে না..... বলেছেন: অথচ, পরিবর্তনের পথ দেখানোর কথা তাদেরই।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯
উড়োজাহাজ বলেছেন: এদের ঘর থেকে শিক্ষা দেওয়া উচিত। বাবা মায়েদের সতর্ক হওয়া উচিত। সেই সাথে তাদের এই কাণ্ডকে মানুষ ঘৃণা করে সেটা পদে পদে বুঝিয়ে দেওয়া উচিত। ব্লগে তুলে ধরার আপনার এই প্রচেষ্টাটা অনেক কাজে আসবে। ধন্যবাদ আপনাকে।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২
এসব চলবে না..... বলেছেন: তারা হয়ত বুঝে ও নির্বিকার, হয়ত ছাত্ররাই ড্রাইভারকে প্রেসার করেছে উল্টা পথা যাবার জন্য।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯
হেডস্যার বলেছেন:
রোগী বহন করছে...মানষিক রোগী।
এম্বুলেন্স ড্রাইভাররা ও লজ্জা পাবে এই ছবি দেখলে।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩
এসব চলবে না..... বলেছেন: না হেসে পারলাম না। হা হা ..
খুব জরুরী না হলে এম্বুলেন্স ও জ্যাম পার হয়ে যায়...
১২| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪০
নাবিক মানব বলেছেন: এ ঘটনাটি আমি অনেক জাগাতে দেখেছি এবং এ ঘটনা নিয়ে ঝগড়া এমনকি মারা মারির মত ঘটনা হয়েছে।
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭
এসব চলবে না..... বলেছেন: ধন্যবাদ নাবিক মানব।
কিভাবে শিক্ষিত লোকজন এরকম মূর্খের মত একটা কাজ করতে পারে। আইন সবার জন্য সমান হলে কেন ঐ গাড়ি ব্যাতিক্রম হবে?
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৯
সোহানী বলেছেন: ওই বাসের ভিতর না থাকলে আপনারা বুঝতে পারবেন না কেন আমরা রং সাইডে যাই।
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১১
এসব চলবে না..... বলেছেন: তা আপনারা বিশ্ব্যবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি জরুরী সেবায় নিয়োজিত যে অন্যদের সমস্যায় ফেলে আপনাদের নিজ গন্তব্যে পৌছা এত জরুরী হয়ে গেল?
ভুলে যাবেন না, আপনার চাইতে ও জরুরী কাজে আমরা অনেকে নিয়োজিত যাদের নির্দিষ্ট গন্তব্যে পৌছা আপনার চাইতে ও বেশি জরুরী।
মূল কথা হল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিবহনের গাড়ির জন্য যদি স্পেশাল কোন ট্রাফিক আইন না থাকে তাহলে ঐ গাড়ি ও সার্বজনীন আইন মানতে বাধ্য।
কমেন্টটা করার আগে আপনি কি একবার ও ভেবেছেন যে, সেটি পড়ার পর দেশে সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন ছাত্র/ছাত্রী সম্পর্কে ব্লগারদের কি ধারনা জন্মাবে?
স্রেফ অশিক্ষিতের মত কথাটা শুনে লজ্জা পেলাম।
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২২
স্পেলবাইন্ডার বলেছেন: শুধু ঢাকা ভার্সিটি নয়, সমস্ত সরকারী ভার্সিটির বাস রাস্তার উল্টো দিক দিয়ে যায়। ট্রাফিক পুলিশ এদের কিছু বলে না, কারণ ওদের জন্য ট্রাফিক আইন প্রযোজ্য নয়। কিছুদিন আগে এক ব্যক্তি প্রতিবাদ করায় তাকে প্রচন্ড মারধর করেছিল এই বীর পুংবেরা!
২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৫
এসব চলবে না..... বলেছেন: আপনার কমেন্ট পড়ে লজ্জিত হলাম। ছিঃ !!
আরে যার গায়ে হাত তুললি তার কষ্টের ইনকামের উপরে যে ট্যাক্স দিতে হয় সে টাকায় তোরা পড়া লেখা করিস। কেন এতটাই বেঈমান হয়ে যাস?
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬
রাতেরট্রেন বলেছেন: ভাই আঙুর ফল টক। আর কিছু বলা লাগবে না আশা করি।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০
এসব চলবে না..... বলেছেন: না, কিছু বলেন।
আমরা শুনতে চাই আপনি কি বুঝাতে চান।
১৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৭
সোহানী বলেছেন: রাতেরট্রেন বলেছেন: ভাই আঙুর ফল টক। আর কিছু বলা লাগবে না আশা করি .....................
তার উপর নতুন ব্লগার... ভাষার ব্যবহারটা শিখবেন আশা করি......
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫
এসব চলবে না..... বলেছেন: জ্বী আচ্ছা। যান, তালগাছটা আপনার।
প্রশ্নের জবাব তো এড়িয়ে গেলেন....
আসলে জবাব থাকলে তো দিবেন
আর ভাষার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন দেখছি !!
আপনার মত তথাকথিত শিক্ষিতের কাছে ভাষার ব্যবহার আমার কিছু শিক্ষনীয় আছে বলে মনে হয় না।
ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমার প্রশ্নগুলোর জবাব দিতে চাইলে ওয়েলকাম।
১৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪০
পাকনা কলা বলেছেন: এটাকেই বলে নাগরিক সাংবাদিকতা।
সমস্যাটি তুলে এনে প্রকাশ করার জন্য ধন্যবাদ নিন।
মানসিকতার পরিবর্তন করা দরকার। উপরে দুজনকে দেখলাম অন্যায়কে অন্যায় বলতেই রাজি নয়।
২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭
এসব চলবে না..... বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সমর্থনের জন্য....
১৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭
নিয়ামুল ইসলাম বলেছেন: ধানমণ্ডিতে কইয়দিন আগে এটা নিয়া সেরকম ঝামেলা হয়ে গেছে, উল্টা দিক দিয়া ঢুকলো একটা সি এন জি রে বাড়ি মাড়লো যখন চালক বের হোলে অরেও মারলো আর জ্যমে আটকে থাকা কিছু গাড়ির কাঁচ ভাংছিলো। অইদিন আর কেউ সহ্য করে নাই। পরে পাবলিকের সাথে যোগ দেয় প্রাইভেট ভার্সিটির পোলাপান। ওরা থাইমছিল এর পর ওদের বাস থেকে মেয়েরা সহ আরো পোলাপান নেমে স্লোগান দেয়া শুরু করেছিলো, আবার হুমকিও দিচ্ছিল যে ওরা পাবলিক এর স্টুডেন্ট। এক বয়স্ক ভদ্রলোক আগাইয়া আইসা বললো পড়ো তো পাবলিকের টাকায় আর বাইরে আইসা পাবলিকের সম্পদ নষ্ট করো???? এর মাঝে পুলিশ এসে পরে সব সরাইছিল। এটা এপ্রিল ২০১৩ এর যেকোনো দিন হবে।
২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৬
এসব চলবে না..... বলেছেন: বয়স্ক লোকটিকে অনেক ধন্যবাদ আসল কথাটি বলে দেয়ার জন্য।
আমি বুঝি না...কেন তারা এটাকে অন্যায় মনে করে না?
আর এটা প্রাইভেট আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন ব্যাপার নয়। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস এবং রোগী বহনকারী এম্বুলেন্স ছাড়া আমি যে কোন গাড়ির এই ধরনের কাজের বিরুদ্ধে। সে যত হেডম ওয়ালা লোকই হোক না কেন তাকে আইন মানতেই হবে। আর ছাত্রছাত্রীদের হেডম কোথায় তা আমরা জানি.....গায়ের জোর।
একদিন বাস আটকে ড্রাইভার সহ সব কয়টাকে রাস্তায় নামিয়ে কানে ধরে উঠবস করালে পারদিন থেকে আবার সঠিক রাস্তায় গাড়ি চলবে।
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২
রাতেরট্রেন বলেছেন: ভাই ঢাবিতে তো চান্স পান নাই তাই ঢাবি নিয়ে এত কথা বলেন।
একদিন বাস আটকে ড্রাইভার সহ সব কয়টাকে রাস্তায় নামিয়ে কানে ধরে উঠবস করালে পারদিন থেকে আবার সঠিক রাস্তায় গাড়ি চলবে।
সাহস থাকলে করেন
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৫
এসব চলবে না..... বলেছেন: ঢাবিতে চান্স পাইনি ঠিক বলেছেন, কিন্তু ঢাবি থেকে ও একটু ভালো কোন পাব্লিক থেকে পাস করে ফেলেছি।
ঐ যে লেখায় বললাম, ছাত্রদের ক্ষমতা বলতে গায়ের জোর বুঝায়।
মার খাওয়ার পরে তো ভাংবেন পাব্লিক বাস, সাধারন মানুষের প্রাইভেট কার। যাদের টাকায় পাব্লিক বার্সিটিতে পড়ছেন।
ছোট ভাইয়া ভালো থাকো।
২০| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
রাতেরট্রেন বলেছেন: সোহানী বলেছেন: রাতেরট্রেন বলেছেন: ভাই আঙুর ফল টক। আর কিছু বলা লাগবে না আশা করি .....................
তার উপর নতুন ব্লগার... ভাষার ব্যবহারটা শিখবেন আশা করি......
ভাষার ব্যবহারে কি ভুল বলবেন কি?
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১০
এসব চলবে না..... বলেছেন: ছোট ভাইটার মেধায় আমি হতভম্ব
সোহানী কথাটা আমাকে বলেছে, আপনাকে নয়।
উনি আমার ভাষা নিয়ে আপত্তি তুলেছে এবং আমি সেটার জবাব দিয়েছি।
আর সোহানী আরেকটা কাজ করেছে সেটা হল আপনার মত অহংকারী বালকের কমেন্টটা কোট করেছে।
এতে আপনার খুশি হবার কথা।
একটু কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহর কাছে এবং মানুষের কাছে। অহমিকা ভালো নয়।
সেটা চাইলে আমি ও দেখাতে পারতাম।
২১| ২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৪
রাতেরট্রেন বলেছেন: ঢাবিতে চান্স পাইনি ঠিক বলেছেন, কিন্তু ঢাবি থেকে ও একটু ভালো কোন পাব্লিক থেকে পাস করে ফেলেছি।
তা কোন পাবলিক থেকে পাস করছেন ভাই যেটা ঢাবি থেকে ও একটু ভালো
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৪
এসব চলবে না..... বলেছেন: আমার পোষ্ট বিষয়ক আর কোন কথা থাকলে বলতে পারেন।
ধন্যবাদ।
২২| ৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৩
ধানের চাষী বলেছেন: মন্ত্রী-আমলাদের জন্য ঘন্টার পর ঘন্টা তো ঠিকই অপেক্ষা করতে পারেন রাস্তায়, তাদের নিয়া একটু আলোচনা করেন।
ভার্সিটির বাসগুলান তো পিকনিকে যাইতাছে না তাই না? উলটা দিক দিয়া যাওয়ার কারণে যদি সময় বাঁচানো যায় তাইলে তো পাবলিকের টাকাটাও খানিকটা উসুল হয়!
আপনে না হয় পাবলিক ভার্সিটি পড়েন নাই, কিন্তু আপাতত এইটা ভাইবা সান্তনা দেন নিজেকে যে - ঐ বাসটা স্টুডেন্টদের নিয়া উলটা দিকে যাওয়াতে আপনার মত অনেক পাবলিকের টাকায় পড়ুয়া ছাত্রদের সময় কিছুটা বাঁচছে।
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৭
এসব চলবে না..... বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ।
আপনার নিকটি আপনার পরিচয় বহন করছে, সুতরাং আপনার সাথে এটা নিয়ে আলোচনা করা ঝগড়ার শামিল।
আর উপরে কমেন্টগুলোর জবাব পড়লে আপনার উত্তর পেয়ে যাবেন।
২৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
ইউনিকর্নের পুনর্জন্ম বলেছেন: ঢাকার রাস্তায় কোন গাড়িটা ঠিকভাবে চলে ভেবে দেখেন তো !!
মিনিটে মিনিটে লেন চেঞ্জ করা নিয়ম কিনা??
যেখানে সেখানে গাড়ী পার্ক করা নিয়ম কিনা??
বাম পাশ দিয়ে ওভারটেক করা নিয়ম কিনা??
৪৫ ডিগ্রী কোনে দাড়িয়ে রাস্তা ব্লক করে বাস দাঁড়ানো নিয়ম কিনা??
হাজারো সরকারী গাড়ী নিয়মনীতি ভঙ্গ করে বেপথে চলছে, এটা নিয়ম কিনা??
যদি সবই নিয়ম বহির্ভূত হয়, তবে হঠাত চোখ কেন ঐ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ীর দিকে গেলো? বিশেষ কোন এলার্জি থাকলে জানাবেন !
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৩
এসব চলবে না..... বলেছেন:
ঐ গাড়ীটা উল্টা পথে গিয়ে নিয়ম/আইন ভেঙ্গেছে এটা স্বীকার করতে অসুবিধা কোথায়?
২৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
ধানের চাষী বলেছেন: আহা ভাই, রাগ করেন কেন? আপনার পোলাপাইনরে পাবলিক ভার্সিটিতে ভর্তি করার সুযোগ তো পাইবেন তাই না!
নিক নিয়া কি বললেন? বুঝলাম না
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:০৯
এসব চলবে না..... বলেছেন: নিক নিয়ে বললামঃ
আপনি ধান চাষ করেন, ঐটাই আপনার জন্য ভালো।
২৫| ০১ লা মে, ২০১৪ রাত ১:৩৫
রাতেরট্রেন বলেছেন: ইউনিকর্নের পুনর্জন্ম বলেছেন: যদি সবই নিয়ম বহির্ভূত হয়, তবে হঠাত চোখ কেন ঐ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ীর দিকে গেলো? বিশেষ কোন এলার্জি থাকলে জানাবেন !
ভাই আমার খুব জানতে ইচ্ছে করে আপনি কোন ভার্সিটি থেকে পড়াশুনা করছেন
২৬| ০১ লা মে, ২০১৪ রাত ৯:০৭
ইউনিকর্নের পুনর্জন্ম বলেছেন: @রাতের ট্রেন, আমি কিসে পড়ি না পড়ি সেটার কোন প্রয়োজন দেখছি না। ২০০ জনের মত দেশের সর্বোচ্চ মেধাবীরা যদি এতে উপকৃত হয়; তাহলে তো আপনার খুশি হওয়া উচিত, তাই না?
@পোস্টদাতা, আপনি কিন্তু প্রশ্নগুলো এড়িয়ে গেলেন। একটু কস্ট করে জানাইয়েন, ঢাকার রাস্তা কবে থেকে শতভাগ নিয়ম মেনে চলা শুরু করেছে?
০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১৯
এসব চলবে না..... বলেছেন: ঢাবি'র বদনাম করার জন্য এই পোষ্ট দেই নি বা ঐ গাড়ির প্রতি আমার বিশেষ কোন এলার্জি ও নেই।
ধরুন ঢাকার রাসাত্র সব গাড়ি নিয়ম ভাঙ্গে।
এখন আপনিই বলুন ঢাবির কোন গাড়ি যদিন একই ভাবে আইন ভাঙ্গে সেটা কি বৈধ হয়ে গেল?
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫০
এন ইউ এমিল বলেছেন:
আমিও একাধিক বার দেখেছি
ঢাকার ভার্সিটির স্টুডেন্ট রা নিজেদেরকে কি মনে করে আল্লায়ই ভাল জানে,