![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরক্তিকর, ভয়াবহ এবং অবৈধ অটো গুলো বন্ধ হয়ে যাবার পর থেকে রাস্তায় রিকশা কমে যাবার একমাত্র কারন যে পায়ে টানা রিকশাগুলো অবৈধভাবে অটোতে রূপান্তর করা হয়েছিলো সেগুলো পুনরায় পায়ে টানা রিকশা হিসাবে রাস্তায় না নামানো।
দ্রুত গন্তব্যে পৌছাতে মানুষ ব্যাপক হারে অটো'র উপর নির্ভরশীল হয়ে পড়ছিলো। তখন মাথার ঘাম পায়ে ফেলে আয় করা রিকশাচালকদের প্রতি একটা বাড়তি মায়া জন্মেছিলো।
কিন্তু সেই মায়াতে প্রস্ত্রারাঘাত করতে সময় নেয়নি নিমক হারামরা।
অটো গুলো বন্ধ হয়ে যাবার পর থেকে তারা স্বাভাবিকের তুলনায় দ্বিগুন ভাড়া হাঁকছে এবং আমরা আমজনতা বাধ্য হয়েই তা দিচ্ছি।
১৫ টাকার ভাড়া ২৫ থেকে ৩০ টাকা নিচ্ছে হরহামেশাই। ফলে প্যাসেঞ্জারের সাথে বাকবিতন্ডা লেগেই আছে।
আমি নিজে এর শিকার বেশ কয়েকবার।
অবস্থা যা দাঁড়াচ্ছে তাতে এখনই এদের বেশি ভাড়ার রীতি থেকে সরিয়ে না আনতে পারলে ভবিষ্যতে পস্তাতে হবে।
তখন ২০ টাকার ভাড়াকে ৪০ টাকা স্বাভাবিক ধরা হবে।
আমার ব্যক্তিগত মতামত হলঃ
আজকের এই সমস্যা ইচ্ছা করে সৃষ্টি করা হয়েছে এবং এজন্য সরকার দায়ী। যেভাবে ঢালাওভাবে ওয়ার্কশপগুলোতে পায়েটানা রিকশাকে অটোতে রূপান্তর করা হয়েছে তা আমার জানামতে মোটরযান আইনের লঙ্ঘন। আর সেটা পুলিশ এবং এ বিষয় দেখভাল করা কর্মকর্তারা ও মন্ত্রীর জ্ঞাতেই করা হয়েছে।
এক শ্রেনীর মানুষের পকেট ভারি হয়েছে আর আমরা এখন সেটার মাশুল গুনছি।
আর রিকশাওয়ালাদের আল্লাহ উন্নতি দেন না এই কারনেই। এরা সুযোগ বুঝে মানুষের পকেট কাটে।
রোদ, বৃষ্টি ইত্যাদি কারনের সাথে এখন পকেট কাটছে রিকশা সঙ্কটের অজুহাতে।
(দয়া করে পোষ্টে কেউ রিকশাওয়ালাদের পক্ষে সাফাই গাইতে আসবেন না)
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১০
এসব চলবে না..... বলেছেন: শুনলাম অটোচালকেরা আন্দোলন ফান্দোলন ও করেছে এগুলোর বৈধতা দেবার জন্য....
আমাদের পরিবহন ব্যবস্থায় এত সমস্যা থাকা সত্বে ও নতুন এই সমস্যা না তৈরি করলে ও চলত।
রাস্তায় যথেষ্ট পরিমান রিকশা দরকার, তাহলেই সমস্যা ঘুচবে।
২| ০১ লা জুন, ২০১৪ রাত ৮:০৫
একজন ঘূণপোকা বলেছেন:
বজ্জাত আছে এই রিকশাওয়ালারা।
০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৩১
এসব চলবে না..... বলেছেন: এখন এরা পাবলিককে ব্ল্যাকমেইল করে খাচ্ছে।
৩| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:০৬
আজবছেলে বলেছেন: আমার মতে বয়স্ক লোক ছাড়া আর সবারই হাটা উচিত। প্রতিদিন এক দুই কিলোমিটার হাটলে তো আমাদের শরীর ক্ষয় হয়ে যাবে না। এতে টাকাও বাচবে শরীরও ঠিক থাকবে।
১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪০
এসব চলবে না..... বলেছেন: আমি ঠিক তাই করি....খুব প্রয়োজন না হলে রিকশায় উঠি না।
৪| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:১৭
চড়ুই বলেছেন: একদম ঠিক বলেছেন, সেদিন বাইরে যাবার সময় এক রিকশাওালা ২০ টাকার ভাড়া আমার কাছে ৪০ টাকা চেয়েছে। আর আমিও বলেছি ৫ টাকা দিবো। এগুলো কে এই ভাবেই ঠিক রাখতে হবে।
১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৩
এসব চলবে না..... বলেছেন: খালি আপনার কাছে নয় চড়ূই...সবাই ভুক্তভোগী।
আগে রোদ বা বৃষ্টি হলে রিকশাওয়ালারা ২০ টাকার ভাড়া ৩০ টাকা চাইতো। আর এখন স্বাভাবিক আবহাওয়াতে ২০ টাকার ভাড়া ৪০ টাকা চায়।
আল্লাহ এজন্যই এদের উন্নতি দেন না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০১
হেডস্যার বলেছেন:
আমরা সরকারের গদিতে বইসা থাকা আহাম্মকগুলার কাছে একটা জিনিস জানতে চাই....
হঠাত কইরা রাস্তায় অটো নামানোর পার্মিশন দেওয়ার কি দরকার পড়ছে? কে দাবি করছে আপনেগো কাছে এত সুযোগ সুবিধা?
দয়া কইরা সুবিধা দিতে না পারলে ফাঁকে যান, সমস্যা তৈরি কইরা আমাদের বিপদে ফালাইয়েন না।
এখন অবস্থা যা তৈরি হইছে তাতে এই বিষয়ে সংশ্লিষ্ট সবগুলারে বাঞ্চোত বইলা গালি দিতে মঞ্চাইতেছে আর সেইটাই দিলাম।