নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসব চলবে না.....

কন্টকময় এ দুনিয়া...

এসব চলবে না..... › বিস্তারিত পোস্টঃ

প্রতিটা বিদেশী পতাকার ষ্ট্যান্ডের ঠিক উপরে একটি করে বাংলাদেশের পতাকা লাগানো বাধ্যতামূলক করা হোক X((

১১ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৫

জ্বী না, পতাকা আইন কপচাইতে আসি নাই। আসছি দাবি নিয়া।

শুরুতেই যশোরের ডিসি সাহেবকে আমার শ্রদ্ধা জানাইলাম। (বিস্তারিত নিশ্চই জানেন)

ফুটবলের মত খেলায় আবেগ দেখাইতে গিয়া বিদেশী পতাকা একটা কেন, হাজার হাজার লাগাইয়া ছাদ, মাঠ, ঘাট, পুকুর, নদীনালা ভরাট করে ফেলেন আমার কোন আপত্তি নাই।

খালি জোর দাবি জানাইতেছি সরকারের কাছে, প্রশাসনের কাছে...প্রতিটা বিদেশী পতাকার ঠিক উপরে একটি বাংলাদেশের পতাকা লাগানো বাধ্যতামূলক করেন। সেই সাথে সূর্য্য ডোবার সাথে সাথে পতাকা নামিয়ে ফেলতে বাধ্য করেন।

অন্যাথা হইলে জরিমানা করেন, জেল দেন।

বাঙ্গালী শাসন করতে জানে না, শাসিত হইতে জানে। এদেরকে ঘাড়ে ধরে সোজা করতে হবে।



বিদেশী পতাকা বানাইতে আর লাগাইতে ২০০ টাকা খরচ করতে পারলে সাথে একটা দেশী পতাকার জন্য নিশ্চই ৫০ টাকা খরচ করতে গায়ে লাগবে না?? কি বলেন?



পোষ্টখানা যশোরের ডিসি সাহেবকে উৎসর্গ করলাম।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:০১

আহলান বলেছেন: কেন? বাংলাদেশ কি ফিফা ওয়ার্ল্ডকাপে কুয়ালিফাই হইছে? হইলে একটা কথা ছিলো .....

১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৩

এসব চলবে না..... বলেছেন: ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।
বিদেশী পতাকার প্রতি আমরা এত আবেগ কেন দেখাই?

২| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:১৯

নিজাম বলেছেন: আপনাকে ধন্যবাদ। যশোরের ডিসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ। কী লজ্জা!! ত্রিশ লক্ষ শহীদের রক্তস্নাত বাংলার আকাশ ছেয়ে গেছে ভিনদেশী পতাকায়!! এর নাম কী আবেগ? শত ধিক এই আবেগকে। আমিও ফুটবল ভালবাসি, ফুটবল দেখি, বিশ্বকাপ আমাকেও আন্দোলিত করে হৃদয়ে। মনে মনে অন্য একটি দেশকে সমর্থন করি। কিন্তু অন্য দেশের পতাকা কেন বাংলার আকাশে। এত রীতিমতো আত্মমর্যাদা হানিকর। বিবেকবান মানুষ একটু ভেবে দেখবেন কী? ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে খেলে, সেখানে আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিলের কোন খবর নেই। তাই বলে কী আর্জেন্টিনা, ব্রাজিল, আমেরিকার আকাশে বাংলাদেশে পতাকা ওড়ে? পৃথিবীর কোন দেশে কী বাংলাদেশের পতাকা ওড়ে????

১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৬

এসব চলবে না..... বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে।
পৃথিবীর কোন দেশে বাংলাদেশের পতাকা এইভাবে ওড়ে না....
কবে আমরা আত্মমর্যাদাশীল হতে পারব?

৩| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৭

বদিউজ্জামান মিলন বলেছেন: কেন নামাতে হবে বিদেশি পতাকা?
আজ সকালে আমাদের পত্রিকায় (প্রথম আলো) বিশাল বাংলা পাতায় একটা নিউজ দেখে মেজাজটাই বিগড়ে গেল। চার কলামের স্টোরির হেডলাইন ‘নামাতে হচ্ছে বিদেশি পতাকা’ নিচে লাল কালিতে সাব হেড দিয়ে লেখা যশোরে জেলা প্রশাসনের নির্দেশ।
সোমবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে মাইকে যশোর শহরে এবং কাল দিনব্যাপী জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় মাইকে বিদেশি পতাকা নামানোর নির্দেশনা প্রচার করা হয়। যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান এ নির্দেশনা জারি করেন।
মাননীয় জেলা প্রশাসক, আপনাকে বলছি। দেশপ্রেম ও পতাকা আইনের দোহায় দিয়ে আপনি যে কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করেছেন সেই পাওয়ার ও অ্যাবিলিটি আপনার আছে। কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন আপনি মানুষের আবেগ নিয়ে খেলা করছেন। একজন জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। আপনি কি বলতে পারবেন আপনার জেলায় নিয়মিত ফুটবল, ক্রিকেট, হকির লিগ আয়োজন করা হয় কিনা? জানি বলতে পারবেন না। যশোরের সুইমিং পুলে পানি থাকে না বছরের পর বছর। আপনি কি খোঁজ নিয়েছেন সেটা? কই কোনো সময় তো মাদক বিরোধী অভিযান বা মাদককে না বলুন জাতীয় উদ্যোগের জন্য কখনো মিডিয়ায় কোনো নিউজ দেখিনি আপনার নামে। এসব নিয়ে কি কখনো মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করেছেন? দেশপ্রেমের কথা বলছেন- কিন্তু আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি দুর্নীতি করেন না। ঘুষ খান না? আমার মনে হয় যখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন তখন কোনো দিন বিশ্বকাপের সময় হলের টিভি রুমে ঢু মেরেছেন কিনা সন্দেহ। জনাব জেলা প্রশাসক, বিশ্বকাপের গ্র“প পর্বে এসব দলের কেই বাদ পড়লে আপনা আপনিই পতাকা নেমে যাবে। তখন আপনাকে মাইকিং করা লাগবে না। একসপ্তাহ বড় জোর দশ-পনের দিন এই উš§াদনা নিয়ে থাকতে চায় বাঙালি। খেলাধুলা তো দেশ থেকে উঠেই গেছে। খেলা নিয়ে উš§াদনাটুকু আপনারা কেড়ে নিতে চান?

১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৫

এসব চলবে না..... বলেছেন: হ্যাটস অফ টু দ্যা ডিসি....
আপনার কর্মকান্ড অবশ্যই প্রশংসার দাবিদার।

দেশের পতাকার শির উচু করে ধরার এই চেষ্টা অব্যহত থাকুক।

অপ্রয়োজনীয় আবেগ দেখানো থেকে বিরত থাকা উচিত আমাদের।
দেশের জন্য মর্যাদাহানিকর কিছু করা থেকে বাংগালীকে এভাবেই বিরিত রাখতে হবে।

৪| ১১ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৪

পাগলামৃদুল বলেছেন: পোস্টের সাথে পুরোপুরি একমত।

১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬

এসব চলবে না..... বলেছেন: আমার ধন্যবাদ গ্রহন করুন ভাই।

৫| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৪

হেডস্যার বলেছেন:
এইটা একটা ভালো প্রস্তাব। +++++++++++++++++++++

১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৫

এসব চলবে না..... বলেছেন: ধন্যবাদ।
কিন্তু আমাদের স্কুলের হেডস্যার আমাদের বিনা কারনেই মারতো....... X(

৬| ১১ ই জুন, ২০১৪ দুপুর ১:২৮

আরজু পনি বলেছেন:

আমাদের ফুটবলে কীভাবে আরো উন্নতি করা যায় সেইসব নিয়ে আমাদের আরো বেশি কাজ করা দরকার সব পর্যায়ের মানুষদেরকেই ।

পরের পোলাপাইনরে নিজের মনে করা আর কতো দিন ?

১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯

এসব চলবে না..... বলেছেন: অসাধারন এক কমেন্ট করেছেন আরজুপনি।
অন্যের পোলাপানগো আর কত নিজের ভাববো....

আমাদের ফুটবলকে গুরুত্ব সহকারে বিবেচনায় আনা দরকার।

যে দেশের মানুষ হাজার হাজার কিঃমিঃ দূরের দেশকে সাপোর্ট দিতে গিয়ে এরকম পাগলামি করে তারা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে পেলে কি করতে পারে ভাবতেই চার্ম ফিল করি ....

৭| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৯

মুরগির চামড়া ভেজে খাব আমরা বলেছেন: আরজুপনি সুনদর বলছেন

১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩০

এসব চলবে না..... বলেছেন: ঠিক তাই....ধন্যবাদ।

মুরগির চামড়া খাইতে কেমন ভাই?

৮| ১১ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: @বদিউজ্জামান মানিক.. সহমত। ধন্যবাদ।

@ লেখক আবেগে প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয়তার মাপকাঠীটা কি বলবেন?

৪ বছর পরপর বিম্বকাপের সমর্থনের আবেগটুকুও কেড়ে নিতে চাওয়া অর্বাচিনতা বৈ নয়!!

যারা দেশপ্রমের আর আইনের ধারা দেখাচ্ছেন- গোড়া খুজে দেখেন সবগুলার গোড়ায় রাজাকারী আছে। ৭১এ কয়জন ডিসি আর আমরা স্বাধীনতা যুদ্ধ গেছিল!!!
এই আবেগী বাঙালী আমজনতাই জীবন দিতে আবেগেই ঝাপায় পড়ছে।

কোন আইনের ধারা খুজে নাই।

তাই সাধারন আবেগ-সমর্থনের একটা সাইন বা প্রতীক হিসাবে পতাকা উড়ানো নিজের পতাকাকে কোন ভাবেই অসম্মান করা নয়।

হ্যা লেখকের প্রস্তাবটা খামোখা ভাবলে ভাবা যেতে পারে। যে পতাকার উপরে দেশের পতাকা বা ক্রস করে দেশের সাথে সাথে সমর্থক দেশের পতাকা উড়ানো যেতে পারে।

যদিও এই অনুভবটাই ভুল যে ঐ সব পতাকাকে ডমিনেশন কিংবা আনুগত্যের ভিত্তিতে উড়ানো ভাবাটা। এটা স্রেফ বিনোদনের অংশ এবং পারস্পারিক সমর্থনের প্রতীক হিসাবেই কেবল উড়ে।
যেমন দুই ভদ্রলোক টিভি নিউজে দেখলাম তাদের বাড়ী রং করিয়েছেন সমর্থনকারী দুই দেশের রঙে।
তারা কি ঐ দেশের প্রতি আনুগত্য স্বীকারে এটা করেছে?
তারা কি দেশে প্রতি অনাস্থা স্থপন করতে এটা করেছে?

হঠাৎ জেগে ওঠা ডিসি বা আইনের ধারাপ্রিয়দের বলব- সাধারন ভাবেই ভাবুন না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আহত হলে - আপনাদের ধারা বা ডিসি আমলা গং কিন্তু কিছু করে না। তারা অংক কষে পা ফেলে। হয় এপার নয় ওপার চলে যায়। পতাকার জন্য জীবন দিতে নামে না। নামে কিন্তু এই সব সহজ সরল আবেগী লোকগুলাই।

যাদের ৪ বছর পর পর এক দুই সপ্তাহের খুশী টুকুও কেড়ে নিতে ধারার হাইককোর্ট দেখাচ্ছে কেউ কেউ।

১১ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

এসব চলবে না..... বলেছেন: আপনার কমেন্টের জবাব দেয়ার মত বিশেষ কিছু নেই।
কারন আপনি ও পতাকা ওড়ানোর দলে আর পতাকা ওড়ানোর বিপক্ষের দলকে ঘায়েল করার জন্যই এত বড় কমেন্ট।

আইনের ধারা দেখালেই তার গোড়ায় রাজাকারী আছে কথাটার যৌক্তিকতা ধরতে পারলাম না।
আর ডিসি রা মুক্তিযুদ্ধে না গেলে তারা রাজাকার হয়ে যাবে বা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে না এমন ধারনা হবার কারন কি?
আপনাদের ভাষায় ডিসি সাহেব অনেক বড় অপরাধ করে ফেলেছেন আর তার কাজকে সমর্থন করে আমরা ও একই দোষে দোষী।
আইনের বাইরে কোন কিছুই করা হয়নি। বরং তার কাজের সমালোচনা করে আপনারাই অনৈতিকতাকে প্রশ্রয় দিচ্ছেন।

এক কাজ করুন যশোরের ডিসি'র সমালোচনা না করে বরং তার মত নির্দেশ না দেয়া বাকি ৬৩ জেলার ডিসিদের গুনগান করে তালি বাজান।

সবশেষে বলব, পতাকা ওড়ানো বা নিষেধাজ্ঞা জারি করা কোনটার পক্ষেই আমি নই বরং সামান্য প্রস্তাব দিয়েছি যাতে ব্যাপারটা সকল পক্ষের সমালোচনার উর্ধে থাকে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.