নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসব চলবে না.....

কন্টকময় এ দুনিয়া...

এসব চলবে না..... › বিস্তারিত পোস্টঃ

নিজেরা খেলি না, তাতে কি? বাড়াবাড়িতে তো আমরা এগিয়ে X((

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৩

ফেসবুকে আমার জনৈক বাঙ্গালী সুইডিশ বন্ধুর ষ্ট্যাটাসঃ

ফুটবল নেশন হয়েও সুইডিশদের এত্ত পাগলামি-ছাগলামি দেখ্লামনা, বাংলাদেশী দের যত লাফালাফি-ফালাফালি দেখতেসি ফেইসবুকএ. — feeling annoyed.



কথা মিথ্যা না। পতাকা নিয়া বাড়াবাড়ি, ফেসবুকে গুতাগুতি এগুলা তো আছেই। তার উপর দিয়ে যোগ হয়েছে খুনা খুনি।



খবরের লিঙ্ক



ঘটনা নাটোরের। নিজের কাজ কর্ম বাদ দিয়ে এরা ফুটবল খেলা দেখা নিয়ে একজন আরেকজনকে খুন করে ফেলে। ইশশশ !! ফুটবলের বিরাট ফ্যান........ ফুটবল তাদের ঘরে ভাত কাপড়ের ব্যবস্থা করবে আরকি!!

এখন খা জেলের ভাত। সৌভাগ্য হইলে ফাঁসির ব্যবস্থা ও হইয়া যাইতে পারে।



যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই।

ফুটবল বিশ্বকাপ খেলে এমন একটা দেশ দেখতে ইচ্ছা করতেছে যেখানে খেলা নিয়ে এরকম হৈচৈ, হাউকাউ, মারামারি, খুনাখুনিতে লিপ্ত।



জাতি হিসাবে আমাদের অনেক গৌরব থাকলে ও আমরা সব কিছুতেই বাড়াবাড়ি রকমের আবেগ দেখাই।





একটি আপডেটঃ



আর্জেন্টিনার পতাকার বাঁশ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০



চালিয়ে যাও বেকুবের দল......

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:১২

হেডস্যার বলেছেন:
এইটা আর নতুন কি ?

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

এসব চলবে না..... বলেছেন: উন্মাদনা ভালো। বাড়াবাড়ি নয়।

২| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৩৮

রফিকুজজামান লিটন বলেছেন: আমার রাশিয়ান কলিগ জানেই না যে তার দেশ বিশ্বকাপ খেলতেছে। দক্ষিন কোরিয়ার সাথে খেলার দিন জিজ্ঞাসা করতেই বলে , ও তাহলে তো খেলা দেখতেই হয়......আমি নিজেই পুরা বেকুব বনে গেলাম।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১০

এসব চলবে না..... বলেছেন: বলেন কি ? :-/
তাহলে আমরা কারা যে এত লাফ দিচ্ছি। ??

৩| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৫:৪৪

গোধুলী রঙ বলেছেন: আমার জাপানিজ কলিগ জানেই না কেইসুকে হোন্ডার নাম, আর জাপান যে ব্রাজিল বিশ্বকাপে খেলতাছে এইটা তারে বিশ্বকাপের আগে এক ডিনারে আমিই জানাইছিলাম।

হে কইলো হের নাকি ফুটবলে উতসাহই নাই। আমি তো পুরাই বেকুব।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

এসব চলবে না..... বলেছেন: অবাক হয়ে গেলাম।
আমরা আসলেই পাগল।

৪| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

bakta বলেছেন: নিজেরা খেলিনা তো কি হয়েছে
পরকে তো ভাই খেলাই,
পরের চরকায় তেল দেওয়া কাজ
সে কাজ করবে তেলাই।

আনন্দ যে ভাই সবখানে আছে
বাঁধভেঙে ধেয়ে আসে,
না করি বিচার সেটা কার কার
ভালোই তো ভালোবাসে।

১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

এসব চলবে না..... বলেছেন: ওম্মাগো ..... ;) ;) হে কবি, আপনি ভালো?

৫| ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

bakta বলেছেন:






ভালো কিনা জানি না
আছি বেশ ভালো,
মন মোর বেশ সাদা
নয় মোটে কালো।

যাই মনে আসে লিখি
আমি কিন্তু কবি না,
মুখফুটে সব বলি
আগুপিছু ভাবি না ।

ফের যদি ডাকো মোরে
নাম দিয়ে কবি,
দেওয়ালে সেঁটে দেবো
করে দিয়ে ছবি।

২০ শে জুন, ২০১৪ সকাল ১০:১৯

এসব চলবে না..... বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.