নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসব চলবে না.....

কন্টকময় এ দুনিয়া...

এসব চলবে না..... › বিস্তারিত পোস্টঃ

একদল মেরে এবং অন্যদল মারার সুযোগ দিয়ে বা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে সমান অপরাধ করছে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

গতকাল কুমিল্লায় ৭ জন পুড়ে মরার পর থেকে আমার কাছে পরিস্কার হয়ে গেছে যে, বিএনপি সাধারন মানুষ পুড়ে এবং সরকার সেই সুযোগ দিয়ে সমান অপরাধী।

সরকার চাইলে কাল থেকে একটা মানুষ ও পুড়ে মরবে না। কিন্তু সরকার সেটা তো চাচ্ছেই না বরং চাচ্ছে আরো বেশি লাশ পড়ুক। যাতে সেটাকে সার্টিফিকেটের মত করে দেখানো যায় যে, বিএনপি কত খারাপ কাজ করছে।
আর বিএনপি বেশি করে অরাজকতা, বোমা, পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা করে প্রমান করতে চাচ্ছে যে, দেশের অবস্থা খারাপ তারপর ও সরকার পদত্যাগ করছে না। সেই সাথে বিদেশীদের ও একটা প্রেশার তৈরি করা।

সারমর্মঃ
দুই দলেরই লাশ দরকার। তবে সাধারন মানুষের লাশ।

প্রশ্নঃ
কেন আজ পর্যন্ত একজন ও অসাধারন মানুষ অর্থাৎ বিএনপি বা আওয়ামীলীগ নেতা কর্মী মরল না/পুড়লো না ?
আপনাদের আসলে প্ল্যানটা কি?

পরামর্শঃ
যারা আন্দোলন করছেন তারা সাধারন মানুষ না মেরে অসাধারনদের মারুন।
বোমা হামলার জন্য সচিবালয়, সংসদ ভবন, গনভবন, বঙ্গভবন, আরো অনেক কিছু আছে সেইখানে মারেন। আমাদের সাধারনের বাড়িতে না।

আমাদের বাসে/সিএনজিতে পেট্রোল বোমা না মেরে যারা রাজনীতি করছে তাদের গাড়িতে মারেন।

আপনারা আপনারা মারামারি করে মরে খালি হয়ে যান। আমরা বেঁচে যাই।


মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

খেলাঘর বলেছেন:


একদল বোমা মারছে, আরেকদল তাদেরকে অপরাধী হিসেবে দাঁড় করায়ে সামনের দিন গুলোতে সম্পদ লুন্ঠনের আশায় আছে।

যারা মরছে, তাদিগকে বাঁচতে শিখতে হবে; এটা এমন বিরাট ব্যাপার না, দরকার হলে বাঁচতে শিখে ফেলবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০১

এসব চলবে না..... বলেছেন: :-<

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: ভাই পেট্রোল বোমা নিয়ে আপনার সাথে বিতর্কে যাবো না কিন্তু এই একমাসে রাজনৈতিক সহিংসতায় প্রায় ৫০ জনের মত মানুষ নিহত বা হত্যা করা হয়েছে যার মধ্য ২৫-৩০ জন ২০ দলীয় জোটের নেতা কর্মী যাদের কে রাতের আধারে ক্রসফায়ারে করে হত্যা করা হয়েছে কিংবা পিকেটিং করতে গিয়ে গাড়ি চাপা পড়ছে এই নাটক সাজিয়ে বহু নেতা কর্মীকে চাপা দিয়ে হত্যা করেছে।তারপর ও কি বলবেন তারা মারা তারা মরে না।এই কয়েকদিনে বহু সরকার দলের লোক পেট্রোল বোমা সহ ধরা খেয়েছে।তবু ও বলবো পেট্রোল বোমারুদের কোনো ক্ষমা নেই সে যে দলেরই হোক।আর বিএনপি নেত্রী শান্তিপূর্ন ভাবে আন্দোলন করতে বলেছেন পেট্রোল বোমা দিয়ে নয়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

এসব চলবে না..... বলেছেন: ৬০ জনের বেশি নিরীহ মানুষ রাস্তায় পুড়ে মরেছে। এজন্য দায়ী সরকার এবং আন্দোলনকারী রাজনৈতিক দলটি। সমানভাবে দায়ী।
আপনি বলছেন ২৫/৩০ জন ২০ দলের নেতা কর্মী ?? পরিসংখ্যানটা আজই জানলাম যদিও সেটা আপনার দাবি।
তো এই অত্যাচারের বিপরীতে ২০ দল কি করেছে?
স্রেফ ৬০ জন নিরীহ মানুষকে রাস্তায় পুড়িয়ে দিয়েছে।

তারা কয়জন সরকারী দলের কর্মী বা নেতার লোম ছিঁড়তে পেরেছে?
উত্তর হল একজনের ও না।

এইদেশের মানুষ একটা পাপ করেছে, বিরাট পাপ।
একের পর এক অত্যাচারী শাসককে গনতন্ত্রের নামে ক্ষমতায় বসিয়েছে। সেই পাপের শাস্তি আজ আমরা পাচ্ছি। এটা সৃষ্টিকর্তার গজব বৈ আর কিছু নয়।

গনতন্ত্র সভ্য দেশের সভ্য মানুষের জন্য। আমাদের মত অসভ্যদের জন্য না।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

খেলাঘর বলেছেন:


খালেদা জিয়া ৩২ বছর, শেখ হাসিনা ৩৪ বছর পার্টির সেক্রেটারী; এদের ব্যাপারে কি বলতে চান?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৫

এসব চলবে না..... বলেছেন: এগুলো কোন গনতান্ত্রিক দল না।
একনায়কতন্ত্র না হয় পরিবারতন্ত্র চলছে দলের ভেতরেই।

গনতন্ত্রের কথা তাদের মুখে শোভা পায় না।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

খেলাঘর বলেছেন:

বোমাবাজ কমানোর পথ, ক্রস-ফায়ার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৩

এসব চলবে না..... বলেছেন: ক্রসফায়ার? তাতে কি কমছে? কমছে না।

এ পর্যন্ত যারা পুড়ে মরেছে সব নিরীহ সাধারন মানুষ।
কেউ কোন দলের কর্মী নয়।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

নিলু বলেছেন: খেলাঘর ভাইয়ের কথায় সহমত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

এসব চলবে না..... বলেছেন: কমছে কোথায়? বরং বাড়ছে।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

আনিসুর র বলেছেন: ২০ দলীয় অনেকে মরছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪০

এসব চলবে না..... বলেছেন: ২০ দল + ১৪ দল = ৩৪ দল
এদের সবগুলার মরা উচিত।
সেই সাথে যারা এদের সমর্থন করে আর দালালি করে তাদের ও মরা উচিত।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

মিতক্ষরা বলেছেন: ৭ জনের মৃত্যুর খবর আমাকে স্তব্ধ করে দিয়েছে। হ্যা, অবশ্যই এর মূল দায় সরকারের কারন সরকারের দায়িত্ব হল সবার নিরাপত্তা দেয়া। সরকারের আন্তরিকতা নিয়ে খুব সন্দেহ রয়েছে। আর উপরের কমেন্টে যেভাবে একজন ২০ দলীয় কর্মীদের হত্যার কথা লিখেছেন, তাতে ৭ জনের পুড়ে কয়লা হবার ঘটনাটা কি তার ক্ষেত্র প্রস্তুত কিনা সেটাও ভেবে দেখা দরকার।

কিন্তু বিরোধী দলেরও দায় রয়েছে। তারা একসময় ক্ষমতায় ছিল। অথচ সেইসময়ে হওয়া বোমা হামলাগুলোর বিচারের চেয়ে অন্যদের দিকে অভিযোগের তীর ছুড়তেই বেশী ব্যস্ত ছিলেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৯

এসব চলবে না..... বলেছেন: একদম সঠিক।
রসুনের কোয়া এক যায়গায়ই মিলে।

কোন রাজনৈতিক দলই সাধারনের পক্ষে কথা বলে না, কাজ ও করে না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত।
কিভাবে ক্ষমতায় যাওয়া যাবে বা থাকা যাবে সেই চিন্তায় ব্যস্ত।

আর সাধারন মানুষ হল বেকুব। এরা নিজের অজান্তেই কারো না কারো দালালি করে। কিন্তু পুড়ে মরে তারাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.