![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাসার কাছে এক বাড়িওয়ালা তার ৪ তলা বাড়ি উপরের দিকে এক্সটেন্ড করছে।
ভদ্রলোক খুব মিতব্যয়ী। দেয়ালের কার্ণিশের মলিন ও দুর্বল ইটগুলা ফেলে দিতে নিমরাজি।
তাই সেগুলোকে সুরকি বানিয়েই তিনি পিলারের কাজে ব্যবহার করেছেন।
এগুলোই সেই ইটঃ
সুরকিঃ
প্রশ্ন হচ্ছে বাড়িটার পিলার গুলো কতটা মজবুত হবে? ভুমিকম্প সহনশীল হবে তো?
সে নিজে ও তো ঐ বাড়িতেই থাকছে তাহলে কেন এই উদাসীনতা?
আজকে ও কিছুক্ষন আগে পড়লাম নারায়নগঞ্জে একটা চারতলা বাড়ি হেলে পড়েছে যে কোন সময় ধপাস করে ভুপাতিত হতে পারে।
ঢাকা শহরে আমি অন্তত আজ পর্যন্ত এমন একটা ও বাড়িওয়ালা পাইনি যে সর্বদা হাহাকারের মধ্যে থাকে না....যার কি না কোন অভাব নাই।
কোন মতে ৬/৭ তলা খাড়া করে দিতে পারলেই তো টাকা। সেটা নিরাপদ কি না তা নিয়ে কোন মাথাব্যথা নাই। অনিরাপদ বা নিরাপদ হোক টাকা তো আসছেই।
আমরা যারা ঢাকাতে বাধ্য হয়েই থাকি তাদের তো আর বিল্ডিং বাঁশ দিয়ে করলো নাকি সোনা দিয়ে করলো তা যাচাইয়ের সুযোগ নাই।
সুতরাং বাড়িওয়ালাদের লোভের বলি যাতে ভাড়াটিয়াদের হতে না হয় সেই প্রার্থনা করি।
বাড়ি ভেঙ্গে পড়লে যাতে বাড়িওয়ালার মাথাতেই পড়ে, ভাড়াটিয়ার মাথায় না।
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৯
এসব চলবে না..... বলেছেন:
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬
সুমন কর বলেছেন: ভয়ানক !
২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪
এসব চলবে না..... বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাড়ি তৈরির জন্য রডের পরিবর্তে যেখানে বাঁশের ব্যবহার হচ্ছে, সেখানে এই বাড়িওয়ালা তো অনেক ভালো মানুষ। নতুন ইটের পরিবর্তে পুরনো ইটের সুরকি ব্যবহার করছেন, এই যা। বাংলাদেশে আরও কত কী দেখবেন।