![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।
স্বপ্নের আনাচে কানাচে রুপ ফুটে বিষণ্ণতা-
মলিন আঁখি নিয়ে জেগে উঠি প্রতিনিয়ত
কত প্রশ্ন জাগে?
ভাঙ্গা আরশিতে,
ভাঙ্গা আরশি? সেতো নয়নের কাঁচ!
অভাব শুধু মনে-
মানুষের মাঝে স্বপ্নের ছায়া-
ছায়া ঘিরে তুমি আমি
যেমন আকাশ ঘিরে স্বপ্নিল আলো-
স্বপ্নিল আকাশ
আর বিষণ্ণ বিষণ্ণ ভালবাসা! ।
©somewhere in net ltd.