![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হতে পারে স্বপ্ন, স্বপ্নের চেয়ে বেশী। যার রুপ আজও অধরা সেইত ছদ্দবেশি।
নেমেছে সন্ধ্যা
আমার আকাশ জুড়ে-
ঘন কাল মেঘ, মেঘ-নন্দা
বর্ষিত বর্ষণ নাহিরে।
যেন ধূসর জোৎস্না
ধেয়ে আসা রক্তিম বৃষ্টি-ছটা
যেন সারাবেলা ঘোর তৃষ্ণা
আমার প্রাণের বাহিরে।
খোলা প্রান্তরে
জল-রাশি, জল-সমুদ্রে
নাচনে মনের রন্দ্রে আনন্দে
ঘরের বাহির চাহিরে।
আমার আকাশে সন্ধ্যা
বৃষ্টি-স্নাত মনে, মনের সনে
মিশেছে সুর-সুধা
সুরে বেকুল আজিরে।
©somewhere in net ltd.